Chemical Calculations

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | Madhyamik Physical Science Suggestion 2022: Chemical Calculations

Blinking Buttons WhatsApp Telegram

রাসায়নিক গণনা : Chemical Calculations

আসন্ন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় ” রাসায়নিক গণনা ( Chemical Calculations ) ” থেকে ২০২২ সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।

মাধ্যমিক পরীক্ষা 2022 সালের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের Reduced Syllabus:

সাধারণ অংশঃ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ , রাসায়নিক গণনা ( Chemical Calculations)।

পদার্থবিদ্যাঃ আলো, চলতড়িৎ।

রসায়নঃ পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়ণীয় ও সমযোজী বন্ধন , তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।

রাসায়নিক গণনা অধ্যায়ের প্রশ্মের কাঠামো ও নম্বর বিভাজনঃ

MCQLAQTOTAL
1 x 1 = 13 x 1 =34
Madhyamik Suggestion 2022

সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1

আরও দেখুন:  দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 10 Physical Science Question Answer

1. STP তে 11.2 L একটি গ্যাসের ভর 22g । গ্যাসটির বাষ্পঘনত্ব- 44 / 22 / 66 / 11

2. 12g কার্বনের সঙ্গে 32g অক্সিজেনের এর বিক্রিয়ায় কত মোল কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হবে ? 1 / 2 / 0.5 /4.4

3. 500 g চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম CO2পাওয়া যাবে-100 g / 200 g / 210 g / 220 g

4. STP তে 11.2 L একটি CO2 গ্যাসের ভর- 11 g / 22 g / 44 g / 11.2 g

5. কোনো গ্যাসের আনবিক ওজন 16 হলে, গ্যাসটির বাষ্পঘনত্ব হবে- 22.4 / 8 / 16 / 32 ।

6. 12g কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমান- 32g / 44g / 22g / 28g

7. কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 17 হলে, তার গ্রাম আনবিক ভর হবে- 17g / 34g / 44g / 8.5g

8. কোনো গ্যাসের আনবিক ওজন 32 হলে, গ্যাসটির বাষ্পঘনত্ব হবে- 64 / 8 / 16 / 32 ।

9. একটি গ্যাসের আণবিক ভর 64; গ্যাসটির বাষ্পঘনত্ব কত? 64 / 32 / 16 / 128

10.

আরও পড়ুনঃ- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনঃ গ্যাসের আচরণ

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ম ( LAQ ) প্রতিটি প্রশ্মের মান – 3

আরও দেখুন:  উত্তরসহ মাধ্যমিক ২০২৫ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | 2025 Madhyamik physical Science Solved paper

1. ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে ? [Fe=56, S=32, H=1]

2. 5.6 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী পরিমান পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে ? [K=39, Cl=35.5, O=16]

3. 10 গ্রাম CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে কত গ্রাম CO2 এবং CO2 এর কতগুলি অণু উৎপন্ন হল। (Ca=40)

4. 4.8 g অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন ? [K=39, Cl=35.5]

5. 130.8 গ্রাম দস্তা লঘূ H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম H2 উৎপন্ন হবে? STP তে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত? [Zn=65.4]

6. STP তে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরী করার জন্য কী পরিমান অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? [N=14, H=1, Cl=35.5]

7. 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের মধ্যে দিয়ে স্টিম চালনা করলে STP তে কত আয়তনের H2 গ্যাস পাওয়া যাবে।[Fe=56, O=16]

আরও দেখুন:  {PDF} Madhyamik Physical Science Question 2025 | মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্মপত্র ২০২৫

8. 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণ রূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে? [C=12, K=32, Cl=35.5, O=16]

9. কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে? [Ca=40, C=12, O=16]

10. 36 g ম্যাগনেসিয়াম অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে নির্ণয় কর। [Mg=24, Cl=35.5]

আরও পড়ুনঃ- দশম শ্রেণীর রাসায়নিক গণনা অধ্যায়ের কিছু গুরুতবপূর্ণ প্রশ্ম ও উত্তর | 

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top