WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Co-ordination Compounds

Coordination compounds | জটিল যৌগ অধ্যায়ের প্রশ্ম- উত্তর দ্বাদশ শ্রেণীর রসায়ন

Last Updated on March 2, 2022 by Science Master

Coordination Compounds

জটিল যৌগ ( Coordination Compounds ) অধ্যায়ের MCQs :-

1.কেন্দ্রীয় ধাতব পরমানুতে d ইলেকট্রন নেই এমন জটিল আয়ন কোনটি?

(a) [Cr(H2O)6]3+ (b) [Co(NH3)5Cl]2+ (c) [Fe(CN)6]3- (d) [MnO4]

উঃ- [MnO4]

2. [Co(NH3)6]Cl3 যৌগে Co আয়নটির গৌণযোজ্যতা-

(a) 0 (b) 3 (c) 4 (d) 6

উঃ- 3

3. [Cr(C2O4)3]3- যৌগে Cr এর জারণ সংখ্যা ও সবর্গাঙ্ক যথাক্রমে-

(a) +3,3 (b) -3,3 (c) +3,6 (d) -3,6

উঃ- +3,6

4. কোনটি সর্বোচ্চ পরাচুম্বকীয়-

(a) [Cr(H2O)6]3+ (b) [Fe(H2O)6]2+ (c) [Cu(H2O)6]2+ (d) [Zn(H2O)6]2+

উঃ- [Cr(H2O)6]3+

5. কোনটি প্যারাম্যাগনেটিক-

(a) [Ni(H2O)6]2+ (b) [Ni(CO)4] (c) [Zn(NH3)4]2+ (d) [Co(NH3)6]3+

উঃ- [Ni(H2O)6]2+

6. [Co(NH3)6]Cl3 যৌগে Co আয়নটির গৌণযোজ্যতা-

(a) 0 (b) 3 (c) 4 (d) 6

উঃ- 6

7. [Cr(NH3)4Cl2]+ জটিল যৌগে ক্রোমিয়ামের জারণ স্তর-

(a) +3 (b) +2 (c) +1 (d) 0

উঃ- +3

8. কোনটির চিলেট এফেক্ট দেখা যায়-

(a) [Fe(CO)5] (b) [Fe(CN)6]3- (c) [Fe(C2O4)3]3- (d) [Fe(H2O)6]3+

উঃ- [Fe(C2O4)3]3-

9. কোনটি চিলেট গঠন করে ?

(a) অ্যাসিটেট (b) সায়ানাইড (c) অক্সালেট (d) অ্যামোনিয়া ।

উঃ- অক্সালেট

10. [Co(NH3)4NO2Cl]+ এ উপস্থিত কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা কত?

(a) 0 (b) +1 (c) +3 (d) +2

উঃ- +3

জটিল যৌগ ( Co-ordination Compounds ) অধ্যায়ের VSAQs :-

1.পটাশিয়ামটেট্রাসায়ানোজিঙ্কেট(II) এর রাসায়নিক সংকেত লেখো।

উঃ- K2[Zn(CN)4]

2. হোমোলেপটিক কমপ্লেক্স কাকে বলে?

উঃ- কেন্দ্রীয় ধাতব পরমানু বা আয়নের সঙ্গে কেবলমাত্র একপ্রকারের লিগ্যাণ্ডের সংযোগে যে জটিল যৌগ বা জটিল আয়ন গঠিত হয় তাকে হোমোলেপটিক কমপ্লেক্স বলে।

[Cu(NH3)4]+2

3. IUPAC নামকরন করো।

K[Pt(Cl)3NH3]

পটাশিয়াম অ্যামিনট্রাইক্লোরিডোপ্ল্যাটিনেট(II)।

K4[Fe(CN)6]

পটাশিয়াম হেক্সাসায়ানিডোফেরেট(II)।

K4[Mo(CN)8]

পটাশিয়াম অক্টাসায়ানিডোমলিবডেট (IV)।

[Cr(H2O)6]Cl3

হেক্সাঅ্যাকোয়াক্রোমিয়াম(III) ক্লোরাইড।

K[CrF4O]

পটাশিয়াম টেট্রাফ্লোরিডোঅক্সোক্রোমেট (V)।

[Co(NH3)5ONO]Cl2

পেন্টাঅ্যামিননাইট্রিটোকোবাল্ট (III) ক্লোরাইড।

[Co(NH3)6]Cl3

হেক্সাঅ্যামিনকোবাল্ট (III) ক্লোরাইড।

K2[PdCl4]

পটাশিয়াম টেট্রাক্লোরিডোপ্যালাডেট (II)।

[PtCl2(NH3)2]

ডাইঅ্যামিনডাইক্লোরিডোপ্ল্যাটিনাম (II)।

[PtCl(NO2)(NH3)4]SO4

টেট্রাঅ্যামিনক্লোরিডোনাইট্রোপ্ল্যাটিনাম(IV) সালফেট ।

K3[Fe(CN)5NO]

পটাশিয়াম পেন্টাসায়ানিডোনাইট্রোসিলফেরেট (II)।

[PtCl2(NH3)2]

ডাইঅ্যামিনডাইক্লোরিডোপ্ল্যাটিনাম (II)।

Na[Au(CN)2]

সোডিয়াম ডাইসায়ানিডোঅরেট (II) ।

Hg[Co(NCS)4]

মার্কারি আইসোথায়োসায়ানেটোকোবাল্টেট (II)।

Na3[Co(NO2)6]

সোডিয়াম হেক্সানাইট্রোকোবাল্টেট (III) ।

Na2[SiF6]

সোডিয়াম হেক্সাফ্লোরিডোসিলিকেট (IV)

[Cr(NH3)6Cl3]

হেক্সাঅ্যামিনট্রাইক্লোরিডোক্রোমিয়াম (III) ।

[CoBr2(en)2]+

ডাইব্রোমিডোবিস(ইথিলিনডাইঅ্যামিন)কোবাল্ট (II) আয়ন।

4. চিলেট যৌগ কাকে বলে?

উঃ- একটি বাইডেন্টেট বা পলিডেন্টেট লিগ্যাণ্ড একই কেন্দ্রীয় ধাতব পরমানু বা আয়নের সঙ্গে দুই বা ততোধিক দাতা পরমানুর মাধ্যমে সংযুক্ত হয়ে সবর্গীয় স্তরে বলয়াকার পরমানু শৃঙ্খলের সৃষ্টি করলে সেই লিগ্যাণ্ডকে চিলেটিং লিগ্যাণ্ড এবং এভাবে উৎপন্ন জটিল যৌগকে চিলেট যৌগ বলে।

5. একটি হেক্সাডেন্টেট লিগ্যাণ্ডের উদাহরণ দাও।

উঃ- EDTA4-

6. হেটারোলেপটিক কমপ্লেক্স বলতে কী বোঝ?

উঃ- কেন্দ্রীয় ধাতব পরমানু বা আয়নের সঙ্গে একের অধিক প্রকারের লিগ্যাণ্ডের সংযোগে যে জটিল যৌগ বা জটিল আয়ন গঠিত হয় তাকে হেটারোলেপটিক কমপ্লেক্স বলে।

[Co(NH3)4Cl2]+

7. [Pt(NH3)6]Cl4 যৌগটি দ্রবনে কতগুলি আয়ন উৎপন্ন করবে ?

উঃ- 5 টি

8.[Fe(CO)5] যৌগে কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা কত?

উঃ- 0

9. একটি চিলেটিং লিগ্যাণ্ডের উদাহরণ দাও।

উঃ- dien (ডাইইথিলিনট্রাইঅ্যামিন) ।

10. অ্যাম্বিডেণ্ট লিগ্যাণ্ডের একটি উদাহরণ দাও।

উঃ- নাইট্রাইট আয়ন, NO2

11. [NiCl4]2- আয়নের চৌম্বক ভ্রামকের মান কত?

উঃ- [NiCl4]2- আয়নে Ni2+ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা = 2

চৌম্বক ভ্রামকের মান = √8 BM = 2 √2 BM

12.[Ni(CO)4] যৌগটিতে ধাতুর সংকরায়ন অবস্থা ও চৌম্বক ধর্ম উল্লেখ করো।

উঃ-[Ni(CO)4] যৌগটিতে ধাতুর সংকরায়ন অবস্থা sp3 এবং এটিতে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকায় এর চৌম্বক ধর্ম ডায়াম্যাগনেটিক।

13. মনোডেন্টেট লিগ্যাণ্ড রূপে ব্যবহৃত হয় এমন দুটি অ্যাম্বিডেণ্ট লিগ্যাণ্ডের উদাহরণ দাও।

উঃ- সায়ানাইড আয়ন [ (-)C ≡ N: → ] এবং সালফোসায়ানাইড [(-) :S − C ≡ N: → ]

14. একটি দ্বি- লবণের উদাহরণ দাও।

উঃ- ফটকিরি বা অ্যালাম [K2SO4.Al2(SO4)3.24H2O]

15. [ZnCl4]2- আয়নের চৌম্বক ভ্রামকের মান কত?

উঃ- আয়নটিতে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই তাই এর চৌম্বক ভ্রামকের মান শূন্য হয়।

16. Π- অ্যাসিড লিগ্যাণ্ড কাকে বলে?

উঃ- যে সমস্ত লিগ্যাণ্ড কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করার পর ওই ধাতব আয়ন থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহন করে পাই- বন্ধন গঠন করে তাদের Π- অ্যাসিড লিগ্যাণ্ড বলে। যেমন- CO

16.

উ:-

জটিল যৌগ ( Co-ordination Compounds ) অধ্যায়ের SAQs :-

  1. [Fe(H2O)6]2+ রঙিন, কিন্তু [Zn(H2O)6]2+ বর্ণহীন কেন?

উঃ- [Fe(H2O)6]2+ ; Fe2+ → [Ar] 3d6

[Zn(H2O)6]2+ ; Zn2+ → [Ar] 3d10

[Fe(H2O)6]2+ এর Fe2+ আয়নের d উপকক্ষ ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকায় এখানে ইলেকট্রনের d – d স্থানান্তর সম্ভব। তাই এটি রঙিন। কিন্তু [Zn(H2O)6]2+ এর Zn2+ আয়নের d উপকক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এখানে ইলেকট্রনের d – d স্থানান্তর সম্ভব নয়। তাই এটি বর্ণহীন।

2. ফ্লেক্সিডেন্ট লিগ্যাণ্ড কাকে বলে? উদাহরণ দাও।

উঃ- দুই বা ততোধিক দাতা পরমানুযুক্ত লিগ্যাণ্ডের সমস্ত দাতা পরমানু যদি একই সঙ্গে বন্ধন গঠনের জন্য ব্যবহৃত না হয়ে ভিন্ন ভিন্ন দাতা পরমানু ভিন্ন ভিন্ন ধাতব আয়নের সঙ্গে যুক্ত হয়ে বন্ধন গঠন করে, তবে ওই লিগ্যাণ্ড গুলিকে ফ্লেক্সিডেন্টেট লিগ্যাণ্ড বলে।

3. লিগ্যাণ্ড কাকে বলে?

উঃ- যে সমস্ত পরমানু বা গ্রুপ কোনো জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে এক বা একাধিক অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত থাকে তাদের লিগ্যাণ্ড বলে।

4. [Ni(CN)4]2- ডায়াম্যাগনেটিক অথচ [NiCl4]2- প্যারাম্যাগনেটিক কেন?

উঃ- CN শক্তিশালী লিগ্যাণ্ড হওয়ায় এর উপস্থিতিতে 3d উপকক্ষে ইলেকট্রন যুগলবন্ধিকরণ ঘটে এবং dsp2 সংকরায়নের [Ni(CN)4]2- গঠিত হয় এবং এর গঠনাকৃতি সামতলিক বর্গাকৃতি হয়। এক্ষেত্রে অযুগ্ন ইলেকট্রন না থাকায় এটি ডায়াম্যাগনেটিক হয়।

Cl দূর্বল লিগ্যাণ্ড হওয়ায় এর উপস্থিতিতে 3d উপকক্ষে ইলেকট্রন যুগলবন্ধিকরণ ঘটে না এবং sp3 সংকরায়নের [NiCl4]2- গঠিত হয় এবং এর গঠনাকৃতি চতুস্থলকীয় হয়। এক্ষেত্রে দুটি অযুগ্ন ইলেকট্রন থাকায় এটি প্যারাম্যাগনেটিক হয়।

5. [FeF6]3- এবং [Fe(CN)6]3- এর মধ্যে কোনটির চৌম্বক ভ্রামক বেশি এবং কেন?

উঃ- F দূর্বল লিগ্যাণ্ডের উপস্থিতিতে, [FeF6]3- যৌগটির Fe3+ আয়ন (3d5), sp3d2 সংকরায়িত অবস্থায় থাকে। যৌগটির জ্যামিতিক আকৃতি অষ্টতলকীয় হয়। জটিল আয়নটিতে 5 টি অযুগ্ম ইলেকট্রন থাকায় এটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে।

চৌম্বক ভ্রামক (µ) =

png
png
png

উঃ- CN শক্তিশালী লিগ্যাণ্ডের উপস্থিতিতে, [Fe(CN)6]3যৌগটির Fe3+ আয়ন (3d5), sp3d2 সংকরায়িত অবস্থায় থাকে। যৌগটির জ্যামিতিক আকৃতি অষ্টতলকীয় হয়। জটিল আয়নটিতে 1 টি অযুগ্ম ইলেকট্রন থাকায় এটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে।

চৌম্বক ভ্রামক (µ) =

png
png
png

[FeF6]3- এর চৌম্বক ভ্রামকের মান বেশি এবং [Fe(CN)6]3- এর চৌম্বক ভ্রামকের মান কম।

6. [ZnCl4]2- আয়নটির জ্যামিতিক গঠন ও চৌম্বক প্রকৃতি কী ?

উঃ- Zn2+ এর ইলেকট্রন বিন্যাস [Ar] 3d10

image

[ZnCl4]2- আয়নটি sp3 সংকরায়িত এবং এর গঠন চতুস্থকীয়। জটিল আয়নটিতে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। তাই এটি ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে।

image 3

7. [Ni(CN)4]2- এবং [Ni(CO)4] যৌগ দুটির জ্যামিতিক আকার ভিন্ন হলেও চৌম্বক ধর্ম অভিন্ন ব্যাখ্যা করো।

উঃ- CN শক্তিশালী লিগ্যাণ্ড হওয়ায় এর উপস্থিতিতে 3d উপকক্ষে ইলেকট্রন যুগলবন্ধিকরণ ঘটে এবং dsp2 সংকরায়নের [Ni(CN)4]2- গঠিত হয় এবং এর গঠনাকৃতি সামতলিক বর্গাকৃতি হয়। এক্ষেত্রে অযুগ্ন ইলেকট্রন না থাকায় এটি ডায়াম্যাগনেটিক হয়।

একইভাবে, CO শক্তিশালী লিগ্যাণ্ড হওয়ায় এর উপস্থিতিতে 3d উপকক্ষে ইলেকট্রন যুগলবন্ধিকরণ ঘটে এবং Ni2+, sp3 সংকরায়িত অবস্থায় থাকে এবং এর গঠনাকৃতি চতুস্থলকীয় হয়। এক্ষেত্রেও অযুগ্ন ইলেকট্রন না থাকায় এটি ডায়াম্যাগনেটিক হয়।

8. [Ti(H2O)6]3+ আয়নটি রঙিন, কিন্তু [Sc(H2O)6]3+ আয়ন বর্ণহীন হয় কেন?

উঃ- [Ti(H2O)6]3+ ; Ti3+ → [Ar] 3d1

[Sc(H2O)6]3+ ; Sc3+ → [Ar] 3d0

সুতরাং , প্রথমটিতে d-d ইলেকট্রন স্থানান্তরকরণ সম্ভব হলেও দ্বিতীয়টিতে হয় না। ফলে, প্রথম ক্ষেত্রে দৃশ্যমান আলোকরশ্মির একাংশ এই স্থানান্তরকরণের জন্য শোষিত হয় এবং এর পরিপূরক বর্ণ প্রদর্শন করে।

9. কেন্দ্রীয় ধাতব পরমানুর সংকরায়ন এর প্রকৃতি উল্লেখ করে [Cr(CO)6] এর গঠনাকৃতি ও চৌম্বক ধর্ম ব্যাখ্যা করো।

উঃ- [Cr(CO)6] ; Cr এর ইলেক্ট্রন বিন্যাস- [Ar] 3d5 4s1

image 1
image 2

CO শক্তিশালী লিগ্যাণ্ড হওয়ায় এর উপস্থিতিতে 3d উপকক্ষে ইলেকট্রন যুগলবন্ধিকরণ ঘটে এবং Cr , d2sp3 সংকরায়িত অবস্থায় থাকে এবং এর গঠনাকৃতি অষ্টতলকীয় হয়। এক্ষেত্রেও অযুগ্ন ইলেকট্রন না থাকায় এটি ডায়াম্যাগনেটিক হয়।

10.

উঃ-

11. VBT এর সাহায্যে [Ni(CN)4]2- যৌগটির আকৃতি ও চৌম্বক ধর্ম ব্যাখ্যা করো।

উঃ- [Ni(CN)4]2- আয়নটিতে Ni2+ এর ইলেকট্রন বিন্যাস- [Ar]3d8

image 3
dsp2 সংকরায়ন
image 4
dsp2 সংকরায়ন

CN শক্তিশালী লিগ্যাণ্ড হওয়ায় এর উপস্থিতিতে 3d উপকক্ষে ইলেকট্রন যুগলবন্ধিকরণ ঘটে এবং dsp2 সংকরায়নের [Ni(CN)4]2- গঠিত হয়। এক্ষেত্রে অযুগ্ন ইলেকট্রন না থাকায় এটি ডায়াম্যাগনেটিক হয়।

12. [Cr(NH3)6]3+ আয়নের জ্যামিতিক আকৃতি ও চুম্বকীয় ধর্ম লেখো। অথবা VBT তত্বের ব্যাবহার করে [Cr(NH3)6]3+ আয়নের জ্যামিতিক আকৃতি ও চৌম্বকীয় ধর্ম ব্যাখ্যা করো।

[Cr(NH3)6]3+ আয়নে Cr3+ এর ইলেকট্রন বিন্যাস- [Ar] 3d3

image 5
image 2

আয়নটির সংকরায়ণ d2sp3 এবং আয়নটির জ্যামিতিক গঠন অষ্টতলকীয় (Octahedral)

তিনটি অযুগ্ন ইলেকট্রন থাকায় এটি পরাচুম্বকীয় হয়।

image 1

13.

14.

15.

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top