Mahyamik Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫: প্রথম অধ্যায়

Madhyamik Suggestion 2025 Physical Science Chapter 2

Madhyamik Suggestion 2025 | ভৌতবিজ্ঞান সাজেশন- গ্যাসের আচরন (দ্বিতীয় অধ্যায়)

Chemistry in Everyday Life

দ্বাদশ শ্রেণীর প্রত্যহিক জীবনে রসায়ন অধ্যায়ের প্রশ্ম-উত্তর │ Chemistry in Everyday Life Class 12 Questions and Answers

Last Updated on January 30, 2023 by Science Master

প্রত্যহিক জীবনে রসায়ন (Chemistry in Everyday Life)

⬜ প্রত্যহিক জীবনে রসায়ন অধ্যায়ের কিছু গুরুতবপূর্ণ বহুবিকল্পভিত্তিক প্রশ্ম ও তার উত্তর (Some important Multiple Choice Questions and its answers on chapter Chemistry in Everyday Life)

1. পেনিসিলিন ………হিসেবে ব্যবহৃত হয়অ্যান্টিহাইপারটেনসিভ/ অ্যানালজেসিক/ অ্যান্টিবায়োটিক/ অ্যান্টিসেপ্টিক

উঃ- অ্যান্টিবায়োটিক।

2. অ্যাসপিরিন হলফিনাইল স্যালিসাইলেট/ অ্যাসিটাইল স্যালিসাইলেট/ মিথাইল স্যালিসাইলেট।

উঃ- অ্যাসিটাইল স্যালিসাইলেট।

3. কোনটি অ্যানালজেসিক নয়আইবুপ্রোফেন/ ন্যাপ্রোক্সেন/ অ্যাসপিরিন/ ভ্যালিয়াম।

উঃ- ভ্যালিয়াম।

4. প্রদত্ত কোনটি ড্রাগ টার্গেট নয়কার্বোহাইড্রেট/ লিপিড/ প্রোটিন/ ভিটামিন।

উঃ- ভিটামিন।

5. সাবানের অ্যান্টিসেপ্টিক ধর্ম আনার জন্য যে যৌগটি ব্যবহৃত হয়সোডিয়াম লরাইল সালফেট/ সোডিয়াম ডোডেসাইল বেঞ্জিন/ রেজিন/ বায়োথায়োন্যাল

উঃ- বায়োথায়োন্যাল ।

6. ডেটলের অ্যান্টিসেপ্টিক ধর্ম নীচের কোনটির জন্যক্লোরোবেঞ্জিন/ ক্লোরোকুইন/ ক্লোরামফেনিকল/ ক্লোরোজাইলিনল।

উঃ- ক্লোরোজাইলিনল।

7. কোনটি অ্যানালজেসিকক্যালডন/ স্যাভ্লন/ অ্যানালজিন/ আয়োডেক্স

উঃ- অ্যানালজিন।

8. ফেনাসিটিন হল- অ্যান্টিপাইরেটিক/ অ্যান্টিসেপ্টিক/ অ্যানালজেসিক/ অ্যান্টিম্যালেরিয়া।

উঃ- অ্যান্টিপাইরেটিক।

9. প্রদত্ত কোনটি কৃত্রিম মিস্টিকারক নয়সাইক্লামেট/ অ্যালিটেম/ সুক্রালোজ/ সুক্রোজ।

উঃ- সুক্রোজ।

10. ক্লোরামফেনিকল হলগর্ভসঞ্চার প্রতিরোধ ড্রাগ/ ব্রডস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক/ ট্রাংকুইলাইজার/ অ্যান্টিসেপ্টিকডিসিনফেকট্যান্ট

উঃ- ব্রডস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক।

11. অ্যাসপিরিনের রাসায়নিক নামমিথাইল বেঞ্জোয়েট/ ইথাইল স্যালিসাইলেট/ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড/ হাইড্রক্সি বেঞ্জোয়িক অ্যাসিড।

উঃ- অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড।

12. প্যারাসিটামল হলনারকোটিক/ নননারকোটিক/ ট্রাংকুইলাইজার/

উঃ- নন-নারকোটিক।

13. উচ্চ জ্বরে তাপমাত্রা কমাতে ব্যবহৃত হয়অ্যান্টি মাইক্রোবিয়াল/ ট্রাংকুইলাইজার/অ্যান্টিপাইরেটিক/ অ্যান্টিসেপ্টিক।

উঃ- অ্যান্টিপাইরেটিক।

14. কোনটির মিষ্টিগুণ সবচেয়ে বেশি ?- স্যাকারিন/ সুক্রালোজ/ অ্যাসপারটেম/ সাইক্লামেট।

উঃ- সুক্রালোজ।

15. হৃদরোগের চিকিৎসায় ব্যবহার হয় কোনটিপ্যারাসিটামল/ নোভালজিন/ অ্যাসপিরিন/ক্রেসল।

উঃ- অ্যাসপিরিন।

16. ইকুয়ানিল একটিকৃত্রিম মিস্টিকারক

/ ট্রাংকুইলাইজার/ অ্যান্টিহিস্টামিন/ অ্যান্টি ফারটিলিটি।

উঃ- ট্রাংকুইলাইজার।

17. কোনটি অ্যান্টিসেপ্টিক ওষুধআয়োডোফর্ম / ডেটল / গ্যামাক্সিন।

উঃ- ডেটল।

18. ওমিপ্রাজল হলঅ্যান্টিবায়োটিক/ অ্যান্টিসেপ্টিক/ অ্যান্টাসিড।

উঃ- অ্যান্টাসিড।

19. একটি অ্যান্টি ফারটিলিটির উদাহরণলাইজল/ নোভেস্ট্রল/ নোভালজিন/ ডিসিডাজিরিন।

উঃ- নোভেস্ট্রল।

20. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর অবসাদ নিরোধী প্রভাব সৃস্টিকারী যৌগ হল

অ্যানালজেসিক/ ট্রাংকুইলাইজার/ নারকোটিক অ্যানালজেসিক/ অ্যান্টিহিস্টামিন।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | WB HS Previous Year Question Paper Class 12 Download

উঃ-নারকোটিক অ্যানালজেসিক।

21. ফেনাসিটিন কোনটি রূপে ব্যবহৃত হয়অ্যান্টিসেপ্টিক/ অ্যানালজেসিক/ অ্যান্টিপাইরেটিক/ অ্যান্টি মাইক্রোবিয়াল।

উঃ- অ্যান্টিপাইরেটিক।

22. নরম পানীয়তে ব্যবহৃত কৃত্রিম মিস্টিকারকটি হলল্যাক্টোজ/ অ্যাসপারটেম/ গ্লিসারল/ ফ্রূক্টোজ।

উঃ- অ্যাসপারটেম।

23. প্রদত্ত কোনটি ব্রডস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ? স্টেপটোমাইসিন/ পেনিসিলিন/ ক্লোরামফেনিকল

উঃ- ক্লোরামফেনিকল ।

24. মাউথ ওয়াশে ব্যবহৃত হয়ক্যাটয়নিক ডিটারজেন্ট/ অ্যানায়নিক ডিটারজেন্ট/ আয়নীয় ডিটারজেন্ট।

উঃ- ক্যাটয়নিক ডিটারজেন্ট।

25. প্রদত্ত কোনটি অ্যান্টিহিস্টামিনঅ্যাভিল/ ইকুয়ানিল/ প্যারাসিটামল/ মরফিন।

উঃ- অ্যাভিল।

26. কোনটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়সোডিয়াম মেটা বাই সালফেট/ সুক্রালোজ/ সোডিয়াম বাই কার্বনেট/ অ্যাসপারটেম।

উঃ- সোডিয়াম মেটা বাই সালফেট ।

27. ল্যুমিনাল হলকৃত্রিম মিস্টিকারক/ ট্রাংকুইলাইজার/ অ্যান্টিহিস্টামিন/ অ্যান্টিবায়োটিক।

উঃ- ট্রাংকুইলাইজার।

28. সাধারন জন্ম নিয়ন্ত্রক পিলে থাকেস্যালল/ নরইথিনড্রোন/ প্রোমিথাজিন/ কোডেইন।

উঃ- নরইথিনড্রোন।

29. লাইজল (সাবান জলে ক্রেসল) ব্যবহৃত হয় কিরুপেডিসইনফেকট্যান্ট/অ্যান্টিসেপ্টিক/ অ্যান্টিবায়োটিক/ ডিটারজেন্ট।

উঃ- ডিসইনফেকট্যান্ট।

30. কোনটি অ্যান্টিবায়োটিক – মরফিন/ বেনাড্রিল/ অ্যামক্সিসিলিন/ অ্যাসপিরিন।

উঃ- অ্যামক্সিসিলিন।

31. অবসাদ নিরোধক হিসেবে কোন ড্রাগ ব্যবহার করা হয় ট্রাংকুইলাইজার/ অ্যান্টিপাইরেটিক/অ্যানালজেসিক/ অ্যান্টিবায়োটিক।

উঃ- ট্রাংকুইলাইজার।

32. পদত্ত,কোনটি খাদ্য সং রক্ষক নয়সাধারণ লবন / সুক্রোজ / সোডিয়াম বেনজোয়েট / সুক্রালোজ। [HS-2017]

উঃ- সুক্রালোজ।

33. সর্বোচ্চ মিস্টিকারক কৃত্রিম যৌগটি হলসুক্রোনিক অ্যাসিড/ সুক্রালোজ/ স্যাকারিন।

উঃ- সুক্রোনিক অ্যাসিড।

34. কোনটি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকপেনিসিলিন/ক্লোরামফেনিকল/ টেট্রাসাইক্লিন।

উঃ- পেনিসিলিন।

35. সোডিয়াম বেঞ্জোয়েট কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়- অ্যান্টিঅক্সিডেন্ট / বেদনানাশক / প্রশান্তিকারক / খাদ্য সংরক্ষক।

উঃ- খাদ্য সংরক্ষক।

36. কোনটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়- স্যাকারিন / সুক্রালোজ/ সোডিয়াম বেঞ্জোয়েট / অ্যানিসোল।

উঃ- সোডিয়াম বেঞ্জোয়েট।

37. ফেনলের 0.2% দ্রবন ব্যবহৃত হয়- অ্যান্টিঅক্সিডেন্ট / ডিসইনফেকট্যান্ট / অ্যান্টিসেপ্টিক / খাদ্য সংরক্ষক।

উঃ- অ্যান্টিসেপ্টিক।

38. স্যালল হল- অ্যান্টিসেপ্টিক / অ্যান্টাসিড / ট্র্যাংকুলাইজার / অ্যান্টিপাইরেটিক।

উঃ- অ্যান্টিসেপ্টিক।

39. খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহার হয় না- খাদ্যলবন / সোডিয়াম কার্বনেট / সোডিয়াম বেঞ্জোয়েট / পটাশিয়াম সরবেট।

উঃ- সোডিয়াম কার্বনেট ।

40. পারদ ঘটিত একটি অ্যান্টিসেপ্টিক হল- বাইথায়োনাল / জেনটিয়াম ভায়োলেট / ডেটল / মারকিউরোক্রোম।

উঃ- মারকিউরোক্রোম।

⬜ প্রত্যহিক জীবনে রসায়ন অধ্যায়ের কিছু গুরুতবপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ম ও তার উত্তর (Some important Very Short Questions and its answers on chapter Chemistry in Everyday Life)

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | WB HS Previous Year Question Paper Class 12 Download

1. দুটি কৃত্রিম মিস্টতা প্রদানকারী রাসায়নিক দ্রব্যের উদাহরণ দাও।

উঃ- অ্যাসপারটেম , অ্যালিটেম।

2. উদাহনসহ ট্র্যাংকুইলাইজারের সংজ্ঞা দাও।

উঃ- যেসব ড্রাগ অবসাদ, মানসিক চাপ এবং মানসিক রোগে ব্যবহৃত হয়, তাদেরকে ট্র্যাংকুলাইজার বলে। উদাহরণ ফেনলজিন।

3. সুক্রালোজ কী ? এর একটি উদাহরণ দাও।

উঃ- সুক্রোজের ট্রাইক্লোরো ডেরিভেটিভ হল সুক্রালোজ। এটি কৃত্রিম মিস্টিকারক হিসেবে ব্যবহৃত হয়।

4. অ্যান্টি অক্সিডেন্ট বলতে কী বোঝ। উদাহরণ দাও।

উঃ- যে সমস্ত পদার্থ অসম্পৃক্ত চর্বি ও তেলের জারণ প্রতিরোধ করে তাদের জীবনকাল বৃদ্ধি করে তাদের অ্যান্টি অক্সিডেন্ট বলে। উদাহরণ- BHT.

5. একটি সালফা ড্রাগের উদাহরণ দাও।

উঃ- সালফাপিরিডিন।

6. প্যারাসিটামলের রাসায়নিক নাম কী ?

উঃ- N-অ্যাসিটাইল -P- অ্যামিনো ফেনল ।

7. স্টেপটোমাইসিন কোন রোগের ঔষুধ ?

উঃ- প্লেগ রোগের চিকিৎসায় একে অ্যান্টিবায়োটিক রূপে ব্যবহার করা হয়।

8. টিংচার আয়োডিন (Tincture of Iodine) কাকে বলে ?

উঃ- অ্যালকোহল- জল এর মিশ্র দ্রাবকে আয়োডিনের 2-3% দ্রবণকে টিংচার আয়োডিন বলে। এটি একটি শক্তিশালী অ্যান্টিসেপ্টিক।

9. অ্যানালজেসিক কাকে বলে ?

উঃ- সাময়িকভাবে যেসব রাসায়নিক পদার্থ দেহের বেদনাবোধ হ্রাস করে তাদের অ্যানালজেসিক বা বেদনানাশক বলে।

10. প্যারাসিটামলের গঠন দেখাও।

উঃ-

Chemistry in Everyday Life
Chemistry in Everyday Life

11. খালি পেতে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন ?

উঃ- অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আদ্রবিশ্লেষিত হয়ে পাকস্থলীতে

স্যালিসাইলিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে যার জন্য পাকস্থলীতে রক্ত ক্ষরণ হতে পারে তাই খালি পেতে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় ।

12. প্রসাধন সাবানে বায়োথায়োন্যাল যোগ করা হয় কেন?

উঃ- সাবানে বায়োথায়োন্যাল যোগ করে তাকে দুর্গন্ধনাশক করা হয়।

13. ডেটলের মূল উপাদান গুলি লেখো।

উঃ-ক্লোরোজাইলিনল ও টারপিনিওল ।

14. হার্ট অ্যাটাক প্রতিরোধকারী অ্যানালজেসিকের নাম গঠন সংকেত দেখাও।

উঃ- অ্যাসপিরিন ।

15. স্যালল কী ?

উঃ- ফিনাইল স্যালিসাইলেট যা অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে গলার অসুখে ব্যবহৃত হয়।

16. একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও?

উঃ- টেট্রাসাইক্লিন।

17. প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যোগ করার উদ্দেশ্য কী ? [HS-2018]

উঃ- ব্যাকটেরিয়া আক্রমণের থেকে রক্ষা করার উদ্দেশ্যে প্যাকেতজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যোগ করা হয়।

18. একটি সাবানের উদাহরণ দাও এবং এটির অধ্রুবীয় ধ্রুবীয় অংশ চিহ্নিত করো।[HS-2015]

উঃ- সোডিয়াম স্টিয়ারেট [CH3(CH2)16COONa] , এটির অধ্রুবীয় অংশ [CH3(CH2)16] এবং এটির ধ্রুবীয় অংশ [COONa]

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | WB HS Previous Year Question Paper Class 12 Download

19. মাখনে BHA যোগ করা হয় কেন ?

উঃ- BHA অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে মাখনের স্বতঃজারণ রোধ করে ওর সংরক্ষণ কাল বৃদ্ধি করে। [HS-2019]

20. অ্যান্টিসেপটিক কী?

উঃ- যেসব রাসায়নিক পদার্থ জীবদেহে সংক্রামক জীবানু ধ্বংস করে বা এদের বৃদ্ধি প্রতিহত করে পচন নিবারন করে, কিন্তু জীবদেহের ট্যিসুর কোনো ক্ষতি করে না, তাদের অ্যান্টিসেপটিক বলে। উদাহরণ- স্যাভলন।

21. তেল ও চর্বি সংরক্ষনে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্টের নাম লেখো।

উঃ- BHT

22. অ্যান্টিঅ্যালার্জিক ড্রাগের একটি উদাহরণ দাও।

উঃ- টারফেনাডাইন (সেলডেন), ফেনিরামিন ম্যালিয়েট (অ্যাভিল)

23. অ্যান্টিবায়োটিক কি?

উঃ- অ্যান্টিবায়োটিক হল একপ্রকার রাসায়নিক পদার্থ যেগুলি ব্যাকটেরিয়া ,ফাংগাস ও মোল্ডের মতো মাইক্রোঅরগানিজম দ্বারা উৎপন্ন হয় এবং যারা কম গাঢ়ত্বে অন্য কোনো সংক্রমনকারী মাইক্রোঅরগানিজমের বৃদ্ধি রোধ করতে পারে বা তাদের বিনষ্ট করতে পারে।

24. সাবানের রাসায়নিক পরিচয় কী?

উঃ- সাবান হল লরিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিডের মতো উচ্চ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।

25. BHT কী? এর ব্যবহার লেখো।

উঃ- BHT হল বিউটাইলেটেড হাইড্রক্সিটলুইন। এটি অ্যান্টিঅক্সিডেণ্ট রুপে তেল ও চর্বি জাতীয় পদার্থের সংরক্ষণে ব্যবহৃত হয়।

[ আরও দেখুনঃ রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর ]

☑️ Also read :- দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় পদার্থের কঠিন অবস্থা |

☑️ Also read :- দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায়- দ্রবন |

☑️ Also read :- দ্বাদশ শ্রেণীর প্রত্যহিক জীবনে রসায়ন অধ্যায়ের প্রশ্ম-উত্তর│

Also read :- পৃষ্ঠতলীয় রসায়ন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ M. C. Q. এবং তার উত্তর

☑️ Also read :- তড়িৎ রসায়ন অধ্যায়ের M.C.Q. এবং তার উত্তর

☑️Also read :- দ্বাদশ শ্রেণীর মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top