মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

দ্রবন(Solution) অধ্যায় থেকে কিছু গুরুতবপূর্ণ প্রশ্ম / Important Questions for WBCHSE Class 12 ,Chapter-Solution Chemistry in Bengali

Last Updated on January 24, 2022 by Science Master

Important Questions for WBCHSE Class 12 ,Chapter-Solution Chemistry/ দ্রবন(Solution) অধ্যায় থেকে কিছু গুরুতবপূর্ণ প্রশ্ম 

Important Questions for WBCHSE Class 12 ,Chapter-Solution Chemistry in Bengali
  Important Questions for WBCHSE Class 12 ,Chapter-Solution Chemistry
দুই বা ততোধিক কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ব মিশ্রণ, যার প্রতিটি উপাদানের পরিমাণকে একটি নির্দিস্ট সীমা পরযন্ত
পরিবর্তিত করা যায়, তাকে দ্রবন(Solution) বলে।
 


  দ্রবন(Solution) অধ্যায়টি দ্বাদশ শ্রেণীর রসায়নের একটি
 
 গুরুতবপূর্ণ অধ্যায়। নিচে এই দ্রবন(Solution) অধ্যায় থেকে কিছু
 
 গুরুতবপূর্ণ প্রশ্ম দেওয়া হল যা ছাত্র ছাত্রীদের বিভিন্ন পরীক্ষার
 
 প্রস্তুতির জন্য কাজে লাগবে। 
 
 

1. হেনরির সূত্রটি লেখো। এই সূত্রটি কোন ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 
2. তরলের বাস্পচাপ কাকে বলে ?
 
3. উষ্ণতা বাড়লে তরলের বাস্পচাপ বাড়ে কেন ?
 
4. দ্রবণের বাস্পচাপ সংক্রান্ত রাউল্ট এর সূত্রগুলি লেখো।
 
5. আদর্শ দ্রবন(Ideal Solution) কাকে বলে ?
 
6. অনাদর্শ দ্রবন(non-Ideal Solution) কাকে বলে ?
 
7. বাস্পচাপের আপেক্ষিক অবনমন কাকে বলে ?
 
8. বাস্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট এর সূত্রগুলি লেখো।
 
9. বাস্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট এর সূত্র থেকে দেখাও যে, দ্রবণের বাস্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়।
 
10. অ্যাজিওট্রোপিক মিশ্রণ কাকে বলে ? 
 
11. সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী বা কলিগেটিভ ধর্ম কাকে বলে ? 
 
12. দ্রবণের বাস্পচাপ সংক্রান্ত রাউল্ট এর সূত্রানুসারে দেখাও যে বাস্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান।
 
13. বাস্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার ওপর নির্ভর করে না কেন ?
 
14. . বাস্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম কেন ?
 
15. বাস্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট এর সূত্রের সাহায্যে কিভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়।
 
16. দ্রবণের স্ফটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্ট এর সূত্রগুলি লেখো।
 
17. দ্রবণের স্ফটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্ট এর সূত্রের সাহায্যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়ের সমীকরণ প্রতিষ্ঠা করো।
 
17. স্ফটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্ট এর সূত্রের প্রযোজ্যতা লেখো। 
 
18. লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম কেন ?
 
19. স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রূবক( kb )এর সংজ্ঞা দাও।
 

Important Questions for WBCHSE Class 12 ,Chapter-Solution Chemistry

20. kb এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না কেন ?
 
21. হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্ট এর সূত্রগুলি লেখো।
 
22. মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রূবক ( kf ) কাকে বলে ?
 
23. বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্ক কম হয় কেন ?
 
24. অভিস্রবণ চাপ কী ? অর্ধভেদ্য পর্দা কী ?
 
25. অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান্টহফের ( Vant-haff ) সূত্রগুলি লেখো।
 
26. ভ্যান্টহফের ( Vant-haff ) অভিস্রবণ চাপের গাণিতিক সম্পর্ক প্রতিষ্ঠা করো।
 
27. ভ্যান্টহফের ( Vant-haff ) সূত্রের সাহায্যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়ের সমীকরণ প্রতিষ্ঠা করো।
 
28. আইসোটোনিক দ্রবন(Isotonic Solution) কাকে বলে ?
 
29. দেখাও যে দুটি আইসোটোনিক দ্রবণের মোলার গাঢ়ত্ব সমান।
 
30. Vant-haff গুণক কী ? হাইপোটোনিক হাইপারটোনিক দ্রবন কাকে বলে ?
 
31. Vant-haff গুণকের সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের সংযোজন (x ) এবং বিয়োজন মাত্রার (α ) সম্পর্ক দুটি লেখো।
 
32. বিপরীত অভিস্রবণ চাপ বলতে কি বোঝ।
 
33. 1% C6H12O6দ্রবন অপেক্ষা 2% NaCl  দ্রবণের অভিস্রবণ চাপ চার গুণ কেন ?
 
34. মোলালিটি উষ্ণতার ওপর নির্ভর করে না কিন্তু মোলারিটি উষ্ণতার ওপর নির্ভর করে কেন ?
 
35.দ্রাবের  সংযোজন বিয়োজনের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যাগত ধর্মের সমীকরণ লেখো।
 
36. NaCl  এর 0.84% দ্রবনকে নরম্যাল স্যালাইন রূপে ব্যবহার করা হয় কেন ?
 
37. ডাক্তাররা উচ্চ রক্তচাপ যুক্ত রোগীদের কম নুন খাওয়ার পরামর্শ দেন কেন ?
 
38. ইঞ্জেকশন দেওয়ার সময় শিরাতে যে দ্রবন প্রবেশ করানো হয়, তার গাঢ়ত্ব রক্তের গাঢ়ত্বের সমান হওয়া উচিত কেন ?
 
39. সামুদ্রিক মাছকে পুকুরে বা নদীতে স্থানান্তরিত করলে মাছটি মারা যায় কেন ?
 
40. দ্রাবকের হিমাঙ্ক অবনমন দ্রবনে দ্রবীভূত দ্রাবের ………… গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক
WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top