West Bengal Madhyamik examination result 2020/ পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২০
আগামী কাল (15/07/2020) সকাল 10 টায় পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার (West Bengal Madhyamik examination) ফলাফল ঘোষনা করা হবে। আজ মঙ্গলবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী কাল মাধ্যমিক পরীক্ষার (West Bengal Madhyamik examination) মেধা তালিকাও প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন। সকাল 10 টা 30 মিনিট থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পরীক্ষার্থীদের আগাম শুভাচ্ছা জানিয়েছেন। West Bengal Board of Secondary Education এর নোটিস এবং কোন কোন ওয়েবসাইটে ফলাফল জানা যাবে তার লিস্ট দেওয়া হল।