WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

biomolecules

জীব-অণুসমূহ অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর | MCQ on Biomolecules Chapter Class 12 Chemistry

Last Updated on November 1, 2022 by Science Master

জীব-অণুসমূহ (MCQ on Biomolecules)

দ্বাদশ শ্রেণীর রাসায়ন বিষয়ের জীব-অনুসমূহ (MCQ on Biomolecules) অধ্যায়ের কিছু গুরুত্বপুর্ণ MCQ এবং তার উত্তর করে দেওয়া হলো।

1.কোনটি পেপটাইড বন্ধন

(a) -CONH2 , (b) -CONH- , (c) -COONH4 , (d) -N=C=O

উত্তরঃ– -CONH-

2. কোনটি অবিজারক সুগার

(a) সুক্রোজ (b) মলটোজ (c) ল্যাক্টোজ (d) গ্লূকোজ।

উত্তরঃ- সুক্রোজ ।

3. প্রদত্ত কোনটি RNA তে নেই ?

(a) রাইবোজ (b) থাইমিন (c) ইউরাসিল (d) সাইটোসিন।

উত্তরঃ- থাইমিন।

4. কোনটি পেন্টোজ ?

(a) রাইবোজ (b) অ্যারাবিনোজ (c) লাইসোজ (d) সবকটি।

উত্তরঃ- সবকটি।

5. ক্ষারক গুলির কোনটি DNA তে অনুপস্থিত ? [HS-16]

(a) থাইমিন (b) অ্যাডেনিন (c) ইউরাসিল (d) সাইটোসিন।

উত্তরঃ- ইউরাসিল।

6. নীচের কোনটি নিউক্লিক অ্যাসিডে থাকে না?

(a) ইউরাসিল (b) গুয়ানিডিন (c) ফসফোরিক অ্যাসিড (d) রাইবোজ সুগার।

উত্তরঃ- গুয়ানিডিন।

7. উৎসেচক কোন শ্রেণীভুক্ত ?

(a) প্রোটিন (b) কার্বোহাইড্রেট (c) ভিটামিন (d) অ্যামিনো অ্যাসিড।

উত্তরঃ- প্রোটিন।

8. নীচের কোনটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নয়?

(a) লাইসিন (b) অ্যালানিন (c) ভ্যালিন (d) লিউসিন।

উত্তরঃ- অ্যালানিন।

9. ∝-D(+) গ্লূকোজ ও β-D(+) গ্লূকোজ হল পরস্পরের –

(a) অ্যানোমার (b) এনানসিওমার (c) এপিমার (d) ডায়াস্টিরিওমার।

উত্তরঃ- অ্যানোমার।

10. কোনটি বিজারক সুগার-

(a) স্টার্চ (b) সেলুলোজ (c) গ্লাইকোজেন (d) গ্লূকোজ

উত্তরঃ- গ্লূকোজ ।

11. নিউক্লিক অ্যাসিড নীচের কোনটির পলিমার-

(a) নিউক্লিওটাইড (b) নিউক্লিওসাইড (c) নাইট্রোজেন বেস (d) রাইবোজ।

উত্তরঃ- নিউক্লিওটাইড।

12. নীচের কোনটি মনোস্যাকারাইড-

(a) সুক্রোজ (b) ফ্রূক্টোজ (c) মলটোজ (d) স্টার্চ।

উত্তরঃ- ফ্রূক্টোজ ।

13. গ্লূকোজ নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে উৎপন্ন করে-

(a) গ্লূকারিক অ্যাসিড (b)গ্লূকোনিক অ্যাসিড (c) অ্যালডোনিক অ্যাসিড (d) অ্যামিনোইথানোয়িক অ্যাসিড।

উত্তরঃ- গ্লূকারিক অ্যাসিড।

14. নীচের কোন জীব-অণুতে ধাতব আয়ন উপস্থিত থাকে-

(a) ক্লোরোফিল (b) ভিটামিন B2 (c) ভিটামিন B12 (d) হিমোগ্লোবিন।

উত্তরঃ- ভিটামিন B12

15. RNA তে নীচের কোন ক্ষারকটি নেই ? [HS-19]

(a) অ্যাডেনিন (b) গুয়ানিন (c) সাইটোসিন (d) থাইমিন ।

উত্তরঃ- থাইমিন ।

16. DNA এর দ্বিতন্ত্রী গঠনে নীচের কোনটির ভূমিকা আছে-

(a) হাইড্রোজেন (b) সমযোজী বন্ধন (c) ডাইসালফাইড বন্ধন (d) ভ্যান-ডার-ওয়ালস বল।

উত্তরঃ- হাইড্রোজেন।

17. DNA এর নিক্লিওটাইডে বেস, ফসফেট ও সুগার নীচের কোন ক্রমে সজ্জিত ? [HS-18]

(a) বেস-ফসফেট-সুগার

(b) বেস-সুগার-ফসফেট

(c) ফসফেট-বেস-সুগার

(d) সুগার-বেস-ফসফেট

উত্তরঃ- বেস-সুগার-ফসফেট ।

18. RNA তে উপস্থিত পেন্টোজ শর্করা হল-

(a) ফ্রূক্টোজ (b) রাইবোজ (c) ডি-অক্সিরাইবোজ (d) গ্লূকোজ।

উত্তরঃ- রাইবোজ।

19. DNA কোন সুগার এককটি বর্তমান?

(a) রাইবোজ (b) ডি-অক্সিরাইবোজ (c) গ্লূকোজ (d) ফ্রূক্টোজ

উত্তরঃ- ডি-অক্সিরাইবোজ।

20. (a) (b) (c) (d)

উত্তরঃ-

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top