Physical Science Suggestion 2022

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন | Madhyamik Physical Science Suggestion 2022: Light

Blinking Buttons WhatsApp Telegram

Physical Science Suggestion 2022: Light

আসন্ন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Madhyamik Physical Science Suggestion 2022 ) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। ভৌতবিজ্ঞান বিষয়ের আলো এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় ” আলো ” থেকে ২০২২ সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।

মাধ্যমিক পরীক্ষা 2022 সালের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের Reduced Syllabus:

সাধারণ অংশঃ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ , রাসায়নিক গণনা।

পদার্থবিদ্যাঃ আলো, চলতড়িৎ।

রসায়নঃ পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়ণীয় ও সমযোজী বন্ধন , তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।

আলো অধ্যায়ের প্রশ্মের কাঠামো ও নম্বর বিভাজনঃ

MCQVSAQSAQLAQTOTAL
1 x 3 = 31 x 3 = 32 x 1 = 23 x 3 = 917
Madhyamik Physical Science Suggestion 2022

◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1

1. প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের সময় কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়?

(a) লাল (b) সবুজ (c) বেগুনী (d) হলুদ।

2. অবতল গোলীয় দর্পনের সাপেক্ষে বস্তুর অবস্থান অসীম হলে প্রতিবিম্বের হবে-

(a) বক্রতা কেন্দ্রে (b) অসীমে (c) ফোকাসে (d) ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে।

3. মোটরবাইকে ভিউফাইণ্ডার হিসেবে যে দর্পন ব্যবহার করা হয় তা হল-

(a) অবতল (b) উত্তল (c) সমতল (d) অধিবৃত্তীয়।

4. গোলীয় দর্পনের বক্রতা ব্যাসার্ধ ‘ r ‘ এবং ফোকাস দৈর্ঘ্য ‘ f ‘ এর মধ্যে সম্পর্কটি হল-

(a) f=2r (b) r = 2f (c) r = f (d) r = 3f

5. একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি –

(a) সদ ও অবশীর্ষ (b) অসদ ও অবশীর্ষ (c) সদ ও সমশীর্ষ (d) অসদ ও সমশীর্ষ

আরও দেখুন:  Madhyamik Bengali Question 2025 | মাধ্যমিক বাংলা প্রশ্ম ২০২৫

6. একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পনের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পনে আপতিত ও দর্পন থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল-

(a) 0o (b) 180o (c) 90o (d) 360o

7. আলোককেন্দ্র দিয়ে যাবার সময় আলোকরশ্মির বিচ্যুতি –

(a) 0o (b) 45o (c) 30o (d) 90o

8. মোটর গাড়ির হাডলাইটে ব্যবহৃত হয়-

(a) উত্তল দর্পন (b) অবতল দর্পন (c) সমতল দর্পন (d) উত্তল ও সমতল দর্পন ।

9. কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির দুটি প্রান্তিক বর্ণ ?

(a) লাল ও বেগুনি (b) লাল ও সবুজ (c) বেগুনি ও কমলা (d) নীল ও আকাশি

10. দাঁতের ডাক্তাররা কোন দর্পন ব্যবহার করেন?

(a) উত্তল দর্পন (b) অবতল দর্পন (c) সমতল দর্পন (d) সবকটি।

11. দীর্ঘ দৃষ্টি দূর করতে চশমায় ব্যবহার করা হয় –

(a) উত্তল লেন্স (b) অবতল লেন্স (c) সমতল দর্পন (d) উত্তল দর্পন ।

12. মানুষের চোখের হ্রস্ব দৃষ্টি জনিত ত্রুটি দূর করতে ব্যবহার করা হয় –

(a) উত্তল দর্পন (b) অবতল দর্পন (c) উত্তল লেন্স (d) অবতল লেন্স ।

13.

14.

15.

আরও দেখুন: পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের সাজেশন 2022

◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1

1. বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহৃত হয় ?

2. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

3. কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় ?

4. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে ?

5. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

6. গোলীয় দর্পনের মেরু বলতে কী বোঝায় ?

7. উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের সদবিম্ব গঠিত হয় ?

আরও দেখুন:  Madhyamik Mathematics Question 2025 | মাধ্যমিক গণিত প্রশ্ম ২০২৫ ডাউনলোড করুন

8. দাড়ি কামানোর জন্য কোন দর্পন ব্যবহার করা হয় ?

9. দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা বেশি?

10. একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে, ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

11. উত্তল লেন্সের সামনে বস্তুকে f2f এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে?

12. আয়তাকার কাচ ফলকের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ ঘটে ।[সত্য / মিথ্যা]

13. দিনের বেলায় আকাশকে নীল দেখার কারন……….. দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ।

14. মানুষের চোখের চক্ষু লেন্স প্রকৃত পক্ষে একটি ……….লেন্স।

15.

আরও দেখুন: গ্যাসের আচরণ অধ্যায়ের সাজেশন 2022

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2

1.কাচের স্ল্যাবে আলোর বিচ্ছুরণ হয় না কেন?

2. কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝ।

3. আলোর বিচ্ছুরণ কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও।

4. সদবিম্ব ও অসদবিম্বের মধ্যে পার্থক্য লেখো।

5. একটি নীল কাচের মধ্যে দিয়ে একটি লাল ফুলকে কেমন দেখাবে? এর কারন কী?

6. আলোকের প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোনের সাইনের অনুপাতকে কী বলে ? এর মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?

7. কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায় ?

8. দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?

9. স্নেলের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রকাশ করো।

10. দীর্ঘ দৃষ্টি কী ? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয় ?

11. শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? প্রতিবিম্বের রৈখিক বিবর্ধণ কাকে বলে ?

12. কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায় ?

13. গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পন ব্যবহার করা হয় এবং কেন ?

আরও দেখুন:  Madhyamik English Question 2025 | মাধ্যমিক ইংরেজী প্রশ্মপত্র ২০২৫

14. কী শর্তে কোনো প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মির চ্যুতি সর্বনিন্ম হবে?

15. হ্রস্ব দৃষ্টি কী ? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয় ?

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ম ( LAQ ) প্রতিটি প্রশ্মের মান – 3

1. উত্তল বা অবতল দর্পনের ক্ষেত্রে দেখাও যে, f = r/2 অথবা অবতল দর্পনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।

2. একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়। দেখাও যে, চ্যুতি কোণের মান δ = i1 + i2 – A

3. বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সকে কীভাবে ব্যবহার করা যায়, তা চিত্রের সাহায্যে দেখাও।

4. সুর্যদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?

5. উত্তল লেন্সের সাহায্যে কীভাবে বিবর্ধিত সদবিম্ব গঠিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। এর একটি প্রয়োগ উল্লেখ করো।

6. আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। কখন আপতন কোণ প্রতিসরণ অপেক্ষা ছোটো হয়?

7. কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরনের ক্ষেত্রে দেখাও যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়।

8. লেন্সের ফোকাস কাকে বলে? একটি উত্তল লেন্সের ফোকাস ও আলোককেন্দ্রের মধ্যে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

9. উত্তল লেন্সের সাপেক্ষে 2f দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি চিত্র সহ দেখাও।

10. লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? কোন ধরনের লেন্সকে অপসারী লেন্স বলে? প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে?

আরও দেখুন: আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top