Last Updated on April 28, 2024 by Science Master
উচ্চমাধ্যমিক রেজাল্টের দিনক্ষণ (WB HS Result 2024)
WB HS Result 2024: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) থেকে জানিয়ে দেওয়া হল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ। সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ৮ ই মে ২০২৪ দুপুর ১ টার সময় প্রেস কনফারেন্স করে সংসদ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBCHSE Result 2024) ঘোষনা করা হবে। ছাত্র-ছাত্রীরা ওইদিন বিকেল ৩ টে থেকে অনলাইনে বিভিন্ন ওয়েসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানতে পারবে।
Examination | Higher Secondary |
Board | West Bengal Board (WBCHSE) |
Exam Result date | 10 May 2024 at 1 pm. |
Official Website | https://wbchse.wb.gov.in/ |
সংসদ থেকে জানানো হয়েছে রেজাল্টের দিন অর্থাৎ ৮ মে ২০২৪ ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের পরীক্ষা মার্কশিট হাতে পাবে না। আগামী ১০ ই মে ২০২৪ বিভিন্ন ডেস্ট্রিবিউশন সেন্টার থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরন করা হবে। ওইদিনই ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশট ও সার্টিফিকেট হাতে পাবে।
আরও দেখুনঃ Madhyamik Result 2024: মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ
সে সঙ্গে আরও জানানো হয়েছে যে সমস্ত ছাত্র-ছাত্রী উত্তরপত্রের রিভিউ বা স্কুটনি করতে চাই তাদের অনলাইনে আবেদন করতে হবে। তারা ওইদিন অর্থাৎ ১০ মে ২০২৪ থেকেই অনলাইনে আবেদন করতে পারবে।
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানা যাবে তা পরে জানানো হবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আয়নীয় ও সমযোজী বন্ধন | Physical Science Suggestion 2025 Chapter 8.2
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পর্যায় সারণি | Physical Science Suggestion 2025 Chapter 8.1
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ চলতড়িৎ | Physical Science Suggestion 2025 Chapter 6
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পরমানুর নিউক্লিয়াস | Physical Science Suggestion 2025 Chapter 7