Last Updated on July 16, 2023 by Science Master
২০২৩ সালের নবম শ্রেণীর জন্য বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড (Vidyasagar Science Olympiad) Layer-1 এর পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ মে ২০২৩। যে সমস্ত ছাত্র-ছাত্রী Layer-1 পরীক্ষা দিয়ে Layer-2 এর জন্য মনোনীত হয়েছে তাদের Layer-2 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ শে জুলাই ২০২৩ রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত। পরীক্ষার সেন্টার কোথায় হবে তা Layer 2 Admit Card ডাউনলোড করার পরেই পরীক্ষার্থীরা জানতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে।
আরও দেখুনঃ কিভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য আবেদন করবেন।
কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবেঃ
১) প্রথমে নিচে দেওয়া অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কে ক্লিক করতে হবে।
২) এরপর জেলার নাম এবং ব্লক বা মিনিউসিপ্যালিটি সিলেক্ট করতে হবে।
৩) এরপর যেসমস্ত ছাত্র-ছাত্রী Layer-2 পরীক্ষার জন্য মনোনীত হয়েছে তাদের নাম থাকবে এবং পাশে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক থাকবে। এখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
৪) পরীক্ষার তারিখ এবং পরীক্ষার সেন্টার অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে।
নীচে Layer-2 পরীক্ষার মডেল প্রশ্মপত্র, পরীক্ষার তারিখ এবং সময়, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ এবং ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো।
Examination | Vidyasagar Science Olympiad Layer-2 |
Exam Date | 23 July 2023 (Sunday) from 12 noon-3 pm |
Admit Card Download | From 3 July 2023 |
Layer 2 Admit Card Download Link | Click here |
Model Question Paper | Click here |
স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।
- স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ 2023 | Swami Vivekananda Scholarship (SVMCM)
- Layer 2 Admit Card 2023 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2023 অ্যাডমিট কার্ড
- সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৩ | Senior Bigyani Kanya Medha Britti 2023
- জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৩ | Junior Bigyani Kanya Medha Britti 2023
- NMMS Scholarship 2023: এন এম এম এস স্কলারশিপ ২০২৩ অনলাইন আবেদন
- { Layer -1 Admit Card } ডাউনলোড করুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৩ অ্যাডমিট কার্ড