WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

WBJEE GNM ANM Exam 2023

 GNM ANM Exam 2023 | শুরু হলো GNM ANM অনলাইন আবেদন, দেখে নিন কিভাবে আবেদন করবেন

Last Updated on March 21, 2024 by Science Master

পশ্চিমবঙ্গের WBJEE বোর্ড GNM এবং ANM এর 2023-2024 সেশনে  ভর্তির জন্য নোটিস প্রকাশ করল । অনলাইন পদ্ধতিতে GNM এবং ANM নির্সিং এর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদনকারী অনলাইনে GNM এবং ANM নির্সিং এর ভর্তির পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। বিভিন্ন সরকারী এবং বেসরকারী  ইনস্টিটিউট গুলি WBJEE বোর্ডের পরীক্ষার (WBJEE GNM ANM Exam 2023) মাধ্যমে ভর্তি করবে। GNM নির্সিং হল 3 বছরের নির্সিং কোর্স এবং ANM 2 বছরের কোর্স।  

 WBJEE GNM ANM Admission 2023

 আবেদন প্রক্রিয়া শুরু হবে (Application Starts):- 17 জানুয়ারি 2023

 আবেদনের শেষ তারিখ (Last Date of Application):- 24 ফেব্রুয়ারি 2023, 5:30pm পর্যন্ত

আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে – https://wbjeeb.nic.in/ , Apply for ANM(R) & GNM – 2023 Examination Option এ গিয়ে। 

⬕ প্রয়োজনীয় যোগ্যতা (Eligible Criteria):-

WBJEE GNM ANM Admission 2023 ভর্তির আবেদনের প্রার্থীর নিন্মলিখিত যোগ্যতা থাকতে হবে-  

1. শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে নুন্যতম 40% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। যে সমস্ত প্রার্থী এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারাও আবেদন করতে পারবেন।

2. বয়স সীমা – 31 December 2023 অনুযায়ী প্রার্থীর বয়স 17 – 35 বছরের মধ্যে হতে হবে। 

3. প্রার্থী যে জেলার জন্য আবেদন করবে প্রার্থীকে অবশ্যই সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 4. প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালী ভাষা পড়তে  ও লিখতে জানতে হবে। 

5. ANM পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এবং GNM পদে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবে।  

⬕ WBJEE GNM ANM Exam 2023 আবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:- 

1. ভর্তির পরীক্ষার আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে , কোনো প্রিন্টেড ফর্ম পাওয়া যাবে না। 

2.  অনলাইন আবেদন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in থেকে করা যাবে।

3. একটি চালু মোবাইল নম্বর ও একটি ভ্যালিড Email আইডি থাকতে হবে। পরবর্তিতে WBJEE তরফ থেকে কোনো নোটিস থাকলে মোবাইল নম্বরে ও  Email  এ জানানো হবে।  

4. নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, ঠিকানা এবং জন্ম তারিখ সঠিক ভাবে পূরণ করতে হবে কারন এগুলি পরে আর পরিবর্তন করা যাবে না।  

5. কোনো Duplicate আবেদন করা যাবে না।  

6. Application Number, Password, Security Question/Answer কোনো ভাবেই কারোর সঙ্গে সেয়ার করা যাবে না।  

7. Scan  করা Photo এবং  Signature Upload করতে হবে। এর মধ্যে কোনো ত্রুটি দেখা গেলে Mobile এ SMS করে এবং  Email করে জানানো হবে। এটি অবশ্যই এক দিনের মধ্যে ঠিক করে নিতে হবে নতুবা Admit Card পাওয়া যাবে না।  

8. অন্য কোনো রকম ত্রুটি থাকলে নোটিস করা তারিখের মধ্যে ঠিক করে নিতে হবে।  

9. পরীক্ষার ফি Net Banking/ Debit Card/ Credit Card এর মাধ্যমে প্রদান করতে হবে। পরীক্ষার ফি SC / ST/ OBC-A / OBC- B প্রার্থীদের জন্য 300 টাকা এবং অন্যদের জন্য 400 টাকা করে লাগবে।  

10. পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে নিচে দেওয়া তথ্যে যোগাযোগ করতে হবে।

 The Controller of ExaminationsWest Bengal Joint Entrance Examination Bord AQ-13/1, Sector-V Salt Lake City, Kolkata 700091Examination Help Desk 1800-1023-781, 1800-3450-050Email-info@wbjeeb.in

⬕ WBJEE GNM ANM Exam 2023 আবেদনের পদ্ধতিঃ-

1. প্রথমে WBJEE  এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbjeeb.nic.in) গিয়ে  Apply for ANM(R) & GNM – 2023 Examination Option এ Click করতে হবে। 

2. Registration :-এরপর New Registration এ Click করতে হবে। এরপর নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, ঠিকানা , জন্ম তারিখ,  Mobile নম্বর, Email, Password দিয়ে Submit করতে হবে। Mobile নম্বর এবং Email এর মাধ্যমে Registration Number, Password আসবে। 

3. Application Form Fillup:-  Registration Number, Password এবং dob দিয়ে login করে আবেদন প্ত্রে সমস্ত নথি দিতে হবে।  

4. Photo and  Signature Upload:- এখন JPGE Format এ Photo এবং Signature Upload করতে হবে। 

5. Fees Payments:-  Photo এবং Signature Upload করার পর পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি SC / ST/ OBC-A / OBC- B প্রার্থীদের জন্য 300 টাকা এবং অন্যদের জন্য 400 টাকা  

6. Conformation Page Download :- এরপর  WBJEE GNM ANM Admission 2023 এর  Application Conformation Page Download করে নিতে হবে। 

7. Final Submit করার পর কোনো ত্রুটি থাকলে আবেদনের শেষ তারিখের মধ্যে WBJEE office,  Kolkata যোগাযোগ করতে হবে।  

⬕ Question Pattern, Syllabus And Marks Distribution 2024 new gif image

 Click here

পরীক্ষার তারিখ (Examination Date):- 23 July 2023  

⬕ জেলা ভিত্তিক পরীক্ষার কেন্দ্র (Districwise Examination Center) ঃ- Click here

⬕ পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম (Examination Rules):- Click here

⬕ কতগুলি গুরুত্বপূর্ণ দিন এবং সময় (Some important Date and Time):-

SLActivityDate (with time)
1Online application with payment of fees17.01.23 (Tuesday)
to
24.02.23 (Monday) 5:30 pm
2Online correction and downloading revised conformation page15.02.23 (Wednesday)
to
17.02.23 (Friday)
3Publication of Downloadable Admit Card24.06.23 (Saturday)
to
02.07.23 (Sunday)
4Date of Examination23.07.23 (Sunday)
From 12:00 noon to 1:30 pm
5Publication of ResultsTo be notified later
WBJEE GNM ANM Exam 2023

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top