মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

Class 9 physical science chapter 6

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ঃ তাপ এর প্রশ্ন-উত্তর | Class 9 Physical Science Chapter 6

Last Updated on November 28, 2022 by Science Master

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান (Class 9 Physical Science) বিষয়ের ষষ্ঠ অধ্যায় ” তাপ (Heat)” থেকে সমস্ত রকম MCQ, VSAQ এবং SAQ প্রশ্নের উত্তর করে দেওয়া। যে সমস্ত ছাত্র-ছাত্রী নবম শ্রেণীতে পাঠরত তাদের সামেটিভ পরীক্ষার জন্য এটি খুবই কাজে লাগবে।

তাপ (Class 9 Physical Science) অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তরঃ

1. আপেক্ষিক তাপের SI একক হল- J.kg-1.K-1 / J-1.kg.K-1 / J.g-1.K-1 / J.kg.K-1

উঃ- J.kg-1.K-1

2. জলের বাষ্পীভবনের লীনতাপ 540 cal.g-1 হলে, SI তে এর মান হল- 22.68 x 105 J.kg-1 / 22.68 x 106 J.kg-1 / 5.4 x 105 J.kg-1 / 5.4 x 106 J.kg-1

উঃ- 22.68 x 105 J.kg-1

3. প্রমান চাপে কোন উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক- 0oC / 4oC / 10oC / 100oC

উঃ- 4oC

4. জলের ব্যাতিক্রন্ত প্রসারণ দেখা যায় কোন উষ্ণতা পাল্লার মধ্যে- 4oC থেকে 8oC / 0oC থেকে 10oC / 0oC থেকে 4oC / 0oC থেকে 2oC

উঃ- 0oC থেকে 4oC ।

5. 0oC থেকে 4oC পর্যন্ত জলের আয়তন- বাড়ে / কমে / একই থাকে / কোনটিই নয়।

উঃ- কমে।

6. তাপ হল এক প্রকার – পদার্থ / শক্তি / উষ্ণতা / বল।

উঃ- শক্তি।

7. কার্যের একক হল – আর্গ / ডাইন / ওয়াট / নিউটন।

উঃ- আর্গ ।

8. 0oC জলের কঠিনীভবনের লীনতাপ- 80 cal/g, 537cal/g , 80 j/g, 537 j/g

উঃ- 80 cal/g

[ আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ঃ দ্রবন এর প্রশ্ন উত্তর। ]

তাপ (Class 9 Physical Science) অধ্যায়ের VSAQ প্রশ্ন-উত্তরঃ

1. তাপ একটি ……. রাশি।

উঃ- স্কেলার।

2. সম্পাদিত কার্য ও উৎপন্ন তাপের মধ্যে সম্পর্ক কী?

উঃ- W = J.H; কার্য = তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ✕ উৎপন্ন তাপ।

3. জল ফুটে বাষ্পে পরিণত হওয়ার সময় আপেক্ষিক তাপ কত হয়?

উঃ- 537 cal/gm

4. জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটি উপযোগিতা লেখো।

উঃ- জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলে শীতের দেশে শীতকালে জলজ জীব বা সামুদ্রিক জীব বেঁচে থাকে।

5. আর্গ কার্যকে সম্পূর্ণ তাপে রূপান্তরিত করলে ক্যালোরি তাপ উৎপন্ন হবে। [সত্য / মিথ্যা]

উঃ-

6. লীনতাপের CGS একক কী ?

উঃ- ক্যালোরি / গ্রাম।

7. বরফ গলনের লীনতাপ SI তে মান কত?

উঃ- 3.36×105 জুল/কেজি।

8. কোনো দিনের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 75% বলতে কী বোঝায়?

উঃ- কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের 100 গ্রাম বায়ু 75 গ্রাম জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত আছে।

9. কোন উষ্ণতার নীচে শিশির পড়ে?

উঃ- শিশিরাঙ্কের ।

10. 0oC উষ্ণতার 2 g বরফে 160 cal তাপ প্রয়োগ করলে ওর উষ্ণতা হবে ………..।

উঃ- 0oC

11. ………….. উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়।

উঃ- 4oC

12. জল বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়, ফলে ঘনত্ব কমে। [সত্য / মিথ্যা]

উঃ- সত্য।

13. এক ক্যালোরি ও এক জুলের মধ্যে কোনটি বেশি?

উঃ- এক ক্যালোরি বেশি।

[ আরও দেখুনঃ শক্তির ক্রিয়াঃ কার্য, ক্ষমতা ও শক্তি প্রশ্ম-উত্তর ]

তাপ (Class 9 Physical Science) অধ্যায়ের SAQ প্রশ্ন-উত্তরঃ

1. জুল ও আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

উঃ- 1 জুল = 1 নিউটন X 1 মিটার

= 105 ডাইন X 102 সেমি

= 107 ডাইন সেমি

= 107 আর্গ

আরও দেখুন:  নবম শ্রেণীর ভূগোল সিলেবাস | Class 9 Geography Syllabus

অতএব, 1 জুল = 107 আর্গ

2. তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কী বোঝ।

উঃ- যে পরিমান যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমান তাপ উৎপন্ন হয়, তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে।

3. ক্যালোরিমিতির মূল নীতি লেখো। কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না?

উঃ- ক্যালোরিমিতির মূল নীতিঃ ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ হয়। এই প্রবাহ চলতে থাকে ততক্ষণ, যতক্ষণ না বস্তুদুটির উষ্ণতা সমান হয়, বস্তুসংস্থা এবং পরিপার্শিকের মধ্যে তাপের আদান-প্রদান না হলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ সমান হয়।

যেসব ক্ষেত্রে ক্যালোরিমিতির মূল নীতি প্রযোজ্য হয় নাঃ

১) বস্তুসংস্থা এবং পারিপার্শিকের মধ্যে তাপের আদান-প্রদান হলে।

২) বস্তুসংস্থায় থাকা পদার্থের মধ্যে কোনো রাসায়নিক হলে।

৩) বস্তুসংস্থায় কঠিন এবং তরল পদার্থ থাকলে কঠিনটি তরলে দ্রবীভূত হলে।

4. দূরের পর্বত শৃঙ্গ সকালবেলা স্পষ্ট দেখায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি অস্পষ্ট হয়ে যায় কেন?

উঃ-

5. শিল্পাঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন?

উঃ- শিল্পাঞ্চলে বায়ুতে প্রচুর পরিমানে ধূলিকণা ও কয়লার গুঁড়ো ভেসে থাকে। ওই ধূলিকণা ও কয়লার গুঁড়োর ওপর বায়ুর জলীয় বাষ্প জমে কুয়াশার সৃষ্টি করে। এই কারনে শিল্পাঞ্চলে প্রায়ই ঘন কুয়াশার সৃষ্টি হয়।

6. বাষ্পীভবনের লীনতাপ গলনের লীনতাপ অপেক্ষা বেশি হয় কেন?

উঃ- কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে রূপান্তরিত করতে অণুগুলির আন্তঃআণবিক ব্যবধান যতটা বাড়াতে হয়, তরল থেকে বাষ্পে পরিণত করতে অণুগুলির আন্তঃআণবিক ব্যবধান তার চেয়ে অনেক বেশি বাড়াতে হয়। এজন্য অনেক বেশি কাজ করতে হয় এবং বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। যেহেতু এই তাপ লীনতাপ সরবরাহ করে, তাই গলনের লীনতাপ অপেক্ষা বাষ্পীভবনের লীনতাপ বেশি হয়।

7. লীনতাপ প্রয়োগে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় না কেন?

উঃ- কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের কোনো আকার নেই। কঠিন পদার্থ যখন তরল পদার্থে রূপান্তরিত হয় তখন তাদের আণবিক সজ্জা ভেঙে যায়। একই ভাবে তরল পদার্থ যখন গ্যাসীয় পদার্থে রূপান্তরীত হয় তখন অণুগুলি তাদের আকর্ষণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এর জন্য যে শক্তির প্রয়োজন হয় লীনতাপ তা সরবরাহ করে। তাই এই তাপ উষ্ণতার কোনো পরিবর্তন ঘটাতে পারে না।

8. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?

উঃ- কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বিশিষ্ট বায়ুতে যে পরিমান জলীয় বাষ্প থাকে তার ভর এবং ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমান জলীয় বাষ্পের প্রয়োজন হয়, তার ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।

9. শিশির কীভাবে তৈরি হয়?

উঃ- শিশিরাঙ্কে বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আসে। বায়ুর উষ্ণতা আরও কমলে বায়ুর মধ্যে থেকে কিছু পরিমান জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি করে ঘাসের উপরে জমে শিশির উৎপন্ন করে। সাধারণত শরৎকালে রাতের আকাশ মেঘহীন থাকলে ভোরে শিশির উৎপন্ন হয়।

10. সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প কাকে বলে?

উঃ- সম্পৃক্ত বাষ্পঃ কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমান বাষ্প থাকতে পারে তা ওই স্থানে থাকলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে।

আরও দেখুন:  নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস | Class 9 History Syllabus

অসম্পৃক্ত বাষ্পঃ কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমান বাষ্প থাকতে পারে তার চেয়ে কম পরিমান বাস্প ওই স্থানে থাকলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে।

11. এক কেজি বরফ গলাতে কত তাপ লাগবে?

উঃ- 0oC উষ্ণতায় 1 গ্রাম গলাতে তাপ লাগে 80 ক্যালোরি।

অতএব, 0oC উষ্ণতায় 1000 গ্রাম বা এক কেজি বরফ গলাতে তাপ লাগবে (80 x1000) = 80000 ক্যালোরি।

12. কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত জুলের সূত্রটি (Joule’s law ) লেখো। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও।

উঃ- ⬕ জুলের সূত্রঃ যখন কিছু পরিমান যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে তাপ উৎপন্ন হয়, তখন সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়।

যদি W পরিমান যান্ত্রিক কার্যার রূপান্তরের ফলে H পরিমান উৎপন্ন হয়, তাহলে W ∝ H । অতএব, W = JH হয়, যেখানে J হল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক।

⬕ যে পরিমান যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমান তাপ উৎপন্ন হয়, তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে।

13. প্রেসার কুকারে অল্প সময়ে রান্না করা হয় কেন?

উঃ- প্রেসার কুকার যন্ত্রে আবদ্ধ পাত্রে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে 100oC এর বেশি উষ্ণতায় জলকে ফোটানো হয়। এই উচ্চ উষ্ণতায় পাত্রের ভেতরের খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয়। সেই কারনে প্রেসার কুকারে অল্প সময়ে রান্না করা হয়।

14. জলের ব্যাতিক্রান্ত প্রসারণ কাকে বলে? লীনতাপ কাকে বলে?

উঃ- ⬕ 0oC এ জল নিয়ে উত্তপ্ত করলে, 0oC থেকে 4oC পর্যন্ত জলের আয়তন সংকুচিত হয়, তারপর তাপমাত্রা বৃদ্ধি করলে অন্য তরলের মতন জলেরও আয়তন প্রসারণ হয়। 4oC থেকে 0oC পর্যন্ত জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন। একে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে।

⬕ নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমান তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লীনতাপ বলে।

15. মেঘযুক্ত আকাশ শিশির জমার পক্ষে উপযোগী নয় কেন?

উঃ- আকাশ মেঘমুক্ত হলে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বস্তুগুলি তাড়াতাড়ি তাপ বিকিরন করে ঠাণ্ডা হয়। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর দ্রুত ঠাণ্ডা হতে থাকে। এভাবে বায়ুর উষ্ণতা ক্রমশ শিশিরাঙ্কের নীচে নেমে যায়। এই অবস্থায় বায়ুর কিছু পরিমান জলীয় বাষ্প ঘনীভুত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। ফলে শিশির পড়তে শুরু করে। তাই মেঘমুক্ত আকাশ শিশির পড়ার পক্ষে উপযোগী।

16. শিশিরাঙ্ক কাকে বলে?

উঃ- যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমান বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে।

17. কোনো স্থানে বায়ুর শিশিরাঙ্ক 15oC বলতে কী বোঝায়?

উঃ- কোনো স্থানের বায়ুর শিশিরাঙ্ক 15oC বলতে বোঝায় ওই উষ্ণতায় ওই স্থানের কোনো নির্দিষ্ট পরিমান বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়।

18. একটি বিকার 4oC উষ্ণতায় জল দ্বারা কানায় কানায় পূর্ণ আছে। উষ্ণতা কমালে বা বাড়লে কি হবে?

উঃ- জলের উষ্ণতা 4oC থেকে কমালে বা জলের উষ্ণতা 4oC থেকে বাড়ালে উভয় ক্ষেত্রেই জলের আয়তন বাড়ে। তাই বিকারের জল উপচে পড়বে।

আরও দেখুন:  পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাস ২০২৪ | Class 9 Life Science Syllabus 2024

19.

উঃ-

তাপ অধ্যায়ের গাণিতিক প্রশ্ন-উত্তরঃ

1. 50g জল 25o C উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে? জলের আপেক্ষিক তাপ 1 cal/goC

উঃ- জলের ভর (m) = 50 g ; প্রাথমিক উষ্ণতা (t1) = 25oC ; অন্তিম উষ্ণতা (t2) = 100oC ; গৃহীত তাপের পরিমান (H) =?

আমরা জানি, H = m. s. (t2-t1)

H = 50 x 1 x (100-25) cal

H= (50 x 75) cal = 3750 cal

50g জল 25o C উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে 3750 cal তাপ গ্রহণ করবে।

21. জলের বাষ্পীভবনের লীনতাপ 2260 kJ.kg-1 বলতে কী বোঝায়?

উঃ- জলের বাষ্পীভবনের লীনতাপ 2260 kJ.kg-1 বলতে বোঝায় যে, প্রমাণ চাপে 100oC উষ্ণতার 1 কেজি জলকে 100oC উষ্ণতার 1 কেজি বাষ্পে পরিণত করতে 2260 kJ তাপ শক্তির প্রয়োজন।

22. একটি পাত্রে 30oC উষ্ণতার 50 g জল আছে। এখন পাত্রে 8900 cal তাপ প্রয়োগ করা হলো। কী ঘটনা ঘটবে? (জলের বাষ্পীভবনের লীনতাপ 540 cal.g-1)

উঃ-

23. 100oC উষ্ণতার 40 g জলের সঙ্গে 150 g শীতল জল মেশানো হলো। মিশ্রণের উষ্ণতা 50oC হলে, শীতল জলের উষ্ণতা কত ছিল? জলের আপেক্ষিক তাপ 1 cal.g-1

উঃ- গরম জলের ক্ষেত্রে,

জলের ভর (m) = 40 g ; প্রাথমিক উষ্ণতা (t1) = 100oC ; অন্তিম উষ্ণতা (t2) = 50oC

অতএব, গরম জল দ্বারা বর্জিত তাপ (H)= 40 x 1 x (100-50) cal

H = 2000 cal

ঠাণ্ডা জলের ক্ষেত্রে,

জলের ভর (m) = 150 g ; প্রাথমিক উষ্ণতা (t1) = toC ; অন্তিম উষ্ণতা (t2) = 50oC

অতএব, ঠাণ্ডা জল দ্বারা গৃহীত তাপ (H)= 150 x 1 x (t-50) cal

H= 150(t-50) cal

ক্যালোরিমিতির নীতি অনুযায়ী, বর্জিত তাপ = গৃহীত তাপ

অতএব, 2000 = 150(t-50)

(t-50) = 13.33

t = 63.33

অতএব, শীতল জলের উষ্ণতা ছিল 63.33oC

24. 100oC উষ্ণতার 50 g তামা 30oC উষ্ণতার 100 গ্রাম জলের মধ্যে ফেললে মিশ্রণের চুড়ান্ত উষ্ণতা 50oC হয়। তামার আপেক্ষিক তাপ কত?

উঃ- ধরি, তামার আপেক্ষিক তাপ = S cal/goC

তামা দ্বারা বর্জিত তাপ = 50 x S x (100-50) cal

= (50 x S x 50) cal

= (2500 x S) cal

জল দ্বারা গৃহীত তাপ = 100 x 1 x (50-30) cal

= 100 x 20 cal

= 2000 cal

ক্যালোরিমিতির নীতি অনুযায়ী, তামা দ্বারা বর্জিত তাপ = জল দ্বারা গৃহীত তাপ

(2500 x S) = 2000 বা, S= 0.8 cal/goC

25. 80 oC উষ্ণতার 25 g জলের সঙ্গে 20 oC তাপমাত্রার কত গ্রাম জল মেশালে জলের অন্তিম উষ্ণতা 40 oC হবে?

ধরি, m গ্রাম জল মেশাতে হবে।

গরম জল দ্বারা বর্জিত তাপ = 25 x 1 x (80-40) cal

= (25 x 40) cal = 1000 cal

ঠাণ্ডা জল দ্বারা গৃহীত তাপ = m x 1 x (40-20) cal

= 20 m Cal

ক্যালোরিমিতির নীতি অনুযায়ী, বর্জিত তাপ = গৃহীত তাপ

অতএব, 20 m = 1000; বা, m = 50 গ্রাম

সুতরাং, 20 oC তাপমাত্রার 50 গ্রাম জল মেশাতে হবে।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top