নবম ও দশম শ্রেণীর জন্য এই বছর যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড (Vidyasagar Science Olympiad Result Layer 1) স্কলারশিপের Layer 1 এর পরীক্ষা হয় তার রেজাল্ট আজ প্রকাশিত হল। এই বছর ৮ মে ২০২২ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড স্কলারশিপের Layer 1 এর পরীক্ষা হয়। Layer 1 এ যে সমস্ত ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তার মধ্যে প্রতিটি ইউনিট থেকে ১০ % ছাত্র-ছাত্রীকে Layer 2 পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। যদিও Layer 2 পরীক্ষা ঠিক কবে হবে তা এখনো জানানো হয়নি। খুব শিগ্রই Layer 2 পরীক্ষার দিনক্ষণ ও অ্যাডমিট দেওয়ার তারিখ জানানো হবে।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড রেজাল্ট (Vidyasagar Science Olympiad Result) কীভাবে দেখবেনঃ
১) নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই একটি পেজ ওপেন হবে।
আরও দেখুন>>
২) সেখানে ড্রপডাউন মেনু থেকে নিজের জেলা এবং ব্লক সিলেক্ট করতে হবে।
৩) এরপর স্কুল অনুযায়ী মেরিট লিস্ট দেখা যাবে।
Class | Result Link |
Class-IX | Click here |
Class-X | Click here |
Layer -2 Exam Result direct link
আরও দেখুনঃ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবেন।
আরও দেখুন: বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2022 পরীক্ষা Layer-2 এর অ্যাডমিট কার্ড ডাউনলোড
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।