Aikyashree Scholarship

Aikyashree Scholarship 2021 | আবেদনের তারিখ বাড়ানো হলো এই স্কলারশিপের

Last Updated on January 31, 2022 by Science Master

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)

2021-2022 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপের (Aikyashree Scholarship) আবেদন প্রক্রিয়া শুরু হয় 15 আগষ্ট 2021। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ছিল 31 জানুয়ারি 2022। আজ পশ্চিমবঙ্গ মাইনোরিটি ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল 2021-2022 সেশনে ঐকশ্রী স্কলারশিপের (Aikyashree Scholarship) আবেদনের শেষ তারিখ বাড়ানো হলো।

ঐক্যশ্রী স্কলারশিপের অধিনে মোট চার ধরনের স্কলারশিপ আছে। ১) প্রি-মেট্রিক ২) পোষ্ট-মেট্রিক ৩) মেরিট কাম মিনস এবং ৪) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই চার ধরনের স্কলারশিপেরই আবেদনের তারিখ বাড়ানো হলো। যে সমস্ত ছাত্র- ছাত্রী এখনো পর্যন্ত এই স্কলারশিপ গুলিতে আবেদন করতে পারেনি তারা আবেদন করতে পারবে।

আরও দেখুন:  VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024

নীচে কোন স্কলারশিপের আবেদন কত তারিখ করা যাবে তা দেওয়া হলো-

Sl No.Name of ScholarshipsDate extended Upto
1Pre-Metric
(Only left out students 2021 session)
15.02.2022 to 21.02.2022
&
01.03.2022 to 07.03.2022
2Post-Metric (Renewal Only)07.03.2022
3Merit-Cum-Means (Fresh and Renewal)07.03.2022
4SVMCM (Fresh and Renewal)28.02.2022
Aikyashree Scholarship

অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইটেঃ www.wbmdfcscholarship.org

[ আরও দেখুনঃ ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি ]

[ আরও দেখুনঃ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি ]

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top