মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

swami vivekananda merit cum means scholarship for students

Swami Vivekananda Merit Cum Means Scholarship 2021 for Minority Students

Last Updated on July 17, 2022 by Science Master

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ

(Swami Vivekananda Merit Cum Means Scholarshpis)

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarshpis) চালু হয়েছে। এটি শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বৃত্তি যোজনা। বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ ধর্মের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে ১৫ আগষ্ট ২০২১ থেকে। অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন এই পোর্টালে করা যাবে-www.wbmdfcscholarship.in 

◪ কারা আবেদনের যোগ্য-

  1. মাধ্যমিক উত্তির্ণ ছাত্র-ছাত্রী যারা রেগুলের কোর্সে পড়াশোনা করছে এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
  2. শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে হবে।
  3. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ / পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা / পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড / পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত অন্য বোর্ডের পরীক্ষা পাশ করার পর এই রাজ্যেরই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে।
  4. ছাত্র-ছাত্রীদের অবশ্যই ২০২০ সালের পরীক্ষা পাশ করে থাকতে হবে।
  5. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের উর্দ্ধসীমা ২.৫ লাখ পর্যন্ত হতে হবে।
  6. একটি নির্দিষ্ট মোবাইল নম্বর এর মাধ্যমে শুধুমাত্র একটি আবেদন করা যাবে।
  7. ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবশ্যিক। কেবলমাত্র প্রাক মাধ্যমিক এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা তদের অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবে।
  8. অ্যাকাউন্ট নম্বর এবং আই এফ এসসি কোড আছে এমন ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি সহ আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নির্দিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
  9. একজন ছাত্র-ছাত্রী একটিমাত্র স্কলারশিপ দরখাস্ত করার যোগ্য।
আরও দেখুন:  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)

আবেদনকারী উচ্চমাধ্যমিক / পলিটেকনিক / স্নাতক পড়লে শেষ পরীক্ষার গড় নম্বর ৭৫% হতে হবে এবং স্নাতকোত্তর পড়লে শেষ পরীক্ষার নম্বর ৫৩% হতে হবে।

◪ বাৎসরিক বৃত্তির পরিমান-

বাৎসরিক ১২০০০ থেকে ৬০০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।

◪ রিনুয়াল এর ক্ষেত্রে কি হবে-

২০২০-২০২১ সালে যারা স্কলারশিপ পেয়েছে, তারা রিনুয়াল বিভাগে আবেদন করতে পারবে।

আবেদন এই পোর্টালে করা যাবে- www.wbmdfcscholarship.in 

◪ আবেদনের শেষ তারিখ-

২৮-০২-২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top