Last Updated on July 17, 2022 by Science Master
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ
(Swami Vivekananda Merit Cum Means Scholarshpis)
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarshpis) চালু হয়েছে। এটি শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বৃত্তি যোজনা। বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ ধর্মের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে ১৫ আগষ্ট ২০২১ থেকে। অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন এই পোর্টালে করা যাবে-www.wbmdfcscholarship.in
◪ কারা আবেদনের যোগ্য-
- মাধ্যমিক উত্তির্ণ ছাত্র-ছাত্রী যারা রেগুলের কোর্সে পড়াশোনা করছে এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
- শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে হবে।
- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ / পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা / পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড / পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত অন্য বোর্ডের পরীক্ষা পাশ করার পর এই রাজ্যেরই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে।
- ছাত্র-ছাত্রীদের অবশ্যই ২০২০ সালের পরীক্ষা পাশ করে থাকতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের উর্দ্ধসীমা ২.৫ লাখ পর্যন্ত হতে হবে।
- একটি নির্দিষ্ট মোবাইল নম্বর এর মাধ্যমে শুধুমাত্র একটি আবেদন করা যাবে।
- ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবশ্যিক। কেবলমাত্র প্রাক মাধ্যমিক এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা তদের অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবে।
- অ্যাকাউন্ট নম্বর এবং আই এফ এসসি কোড আছে এমন ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি সহ আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নির্দিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
- একজন ছাত্র-ছাত্রী একটিমাত্র স্কলারশিপ দরখাস্ত করার যোগ্য।
আবেদনকারী উচ্চমাধ্যমিক / পলিটেকনিক / স্নাতক পড়লে শেষ পরীক্ষার গড় নম্বর ৭৫% হতে হবে এবং স্নাতকোত্তর পড়লে শেষ পরীক্ষার নম্বর ৫৩% হতে হবে।
◪ বাৎসরিক বৃত্তির পরিমান-
বাৎসরিক ১২০০০ থেকে ৬০০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।
◪ রিনুয়াল এর ক্ষেত্রে কি হবে-
২০২০-২০২১ সালে যারা স্কলারশিপ পেয়েছে, তারা রিনুয়াল বিভাগে আবেদন করতে পারবে।
আবেদন এই পোর্টালে করা যাবে- www.wbmdfcscholarship.in
◪ আবেদনের শেষ তারিখ-
২৮-০২-২০২২