Last Updated on June 8, 2022 by Science Master
ভৌত বিজ্ঞান (Model Activity Task)
নবম শ্রেণী
COVID-19 এর জন্য সমস্ত বিদ্যালয়ের সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য বাংলার শিক্ষার উদ্দোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের ক্লাস হয়েছে। আর এই ক্লাসের উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের দুটি মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity Task) দেওয়া হয়েছে। মূলত এটি প্রথম পরযায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্য সূচিকে ভিত্তি করে তৈরী করা হয়েছে। এই ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity Task) ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয় ভিত্তিক খাতায় লিখে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। এই ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity Task-1 ) ছাত্রছাত্রীদের সুবিধার জন্য করে দেওয়া হল। প্রয়োজন হলে ছাত্রছাত্রীরা এটি অনুসরণ করতে পারে।
1. ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
উঃ- 1 নিউটন = 1 কিলোগ্রাম x 1 মিটার/সে2
= 1000 গ্রাম x 100 সেমি/সে2
= 105 x 1 গ্রাম x 1 সেমি/সে2
=105 ডাইন
অতএব, 1 নিউটন = 105 ডাইন
2. একটি নিস্তড়িৎ পরমাণুর K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি, M কক্ষে 2 টি ইলেকট্রন আছে। মৌলটির পরমানু ক্রমাঙ্ক কত ? মৌলটির পরমাণুর M কক্ষের ইলেকট্রন 2 টি সরিয়ে নিলে যে আয়ন তৈরী হবে তার সংকেত লেখো।
উঃ- মৌলটির পরমানু ক্রমাঙ্ক 12 এবং সংকেত Mg
মৌলটির পরমাণুর 2 টি ইলেকট্রন সরিয়ে নিলে যে আয়ন তৈরী হবে
তার সংকেত হবে Mg2+
3. একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে তুমি এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে ?
উঃ- মনে করি, একটি ড্রপার দিয়ে সরু আকৃতির মাপনী চোঙে X টি জলের ফোঁটা ফেলাতে জলের ওপরতল মাপনী চোঙের একটি নির্দিষ্ঠ দাগে পৌঁছাল। এই অবস্থায় মাপনী চোঙের জলের আয়তন জেনে নেওয়া হল। মনে করি, মাপনী চোঙের জলের আয়তন V cc । তাহলে এক ফোঁটা জলের আয়তন হবে =( V/X) cc ।
4. রাদাফোর্ডের পরমাণু মডেলের ত্রূটি গুলি লেখো।
উঃ- রাদাফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রূটি আছে।
i) রাদাফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছে যে তড়িৎ যুক্ত কণা ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে অত্যন্ত দ্রুত গতিতে অবিরাম ঘূর্ণনশীল। যেহেতু ইলেকট্রন যুক্ত কণা সেহেতু ঘূর্ণনকালে তড়িৎ চুম্বকীয় তত্বানুযায়ী ইলেকট্রন কণা গুলির শক্তি সর্বদা ক্ষয় পেতে থাকবে এবং শক্তি হ্রাসের ফলে ইলেকট্রনের চক্রাকার ঘূর্ণন পথ ক্রমশ কমতে থাকবে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের নিকটতম হতে থাকবে এবং অবশেষে নিউক্লিয়াসের উপর লাফিয়ে পড়বে।ফলে পরমাণুর ইলেকট্রনিক গঠনই থাকবে না। পরমাণু অস্থায়ী হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে পরমাণু সুস্থিত।
ii) ঘূর্ণায়মান ইলেকট্রন সর্বদাই শক্তি বিকিরণ করলে পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা কিন্তু প্রকৃতপক্ষে রেখাযুক্ত বর্ণালী পাওয়া যায়।
5. একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাবার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 cm/s । গাড়ির ত্বরণ নির্ণয় করো।
উঃ- 1 মিটার=100 cm
গাড়ির বেগ 20 cm/s হলে,
1 মিটার দূরত্ব যেতে সময় লাগে 5 সেকেন্ড
আমরা জানি,
ত্বরণ = \frac{অন্তিম\; বেগ - প্রাথমিক \;বেগ}{সময়} \\=\frac{(50-20)\;cm/s}{5\;s}\\=6\;cm/s^2
অতএব, গড়ির ত্বরণ হবে 6 cm/s2।
👉ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্স 2021 এর উত্তর। Click here
👉Physical Science Model Activity Task-3 Answers- Click here
Please Physics in Hindi me Notes Upload Kare Thank You
Nice