Last Updated on June 18, 2022 by Science Master
Term Exam Time Table: দীর্ঘদিন গরমের ছুটি থাকার জন্য সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলির পার্বিক পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন হলো। মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল সামেটিভ ইভাল্যুয়েশন এর দিনক্ষণ। মূলত তিনটি ধাপে পার্বিক পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রথম ধাপের পার্বিক পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ মে ২০২২ এর মধ্যে। গরমের ছুটি এগিয়ে আনার জন্য এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই আবার নতুন করে পার্বিক পরীক্ষার দিনক্ষণ (Term Exam Time Table) ঘোষনা করল পর্ষদ। বিজ্ঞপ্তি বলা হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের প্রশ্মপত্র সংশ্লিষ্ট স্কুল গুলিকেই করতে হবে। প্রত্যেক ক্লাসের পূর্ণ পাঠক্রমের ভিত্তিতেই তৈরী করতে হবে প্রশ্মপত্র। সেই সঙ্গে বলা হয়েছে প্রশ্মপত্রের ওপরে সংশ্লিষ্ট স্কুলের নাম থাকতে হবে।
চলুন দেখে নেওয়া যাক পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী ঠিক কবে থেকে শুরু হচ্ছে পার্বিক পরীক্ষা। তিনটি ধাপের পার্বিক পরীক্ষার দিনক্ষণ উল্লেখ আছে এই বিজ্ঞপ্তিতে।
Evaluations | Class | Scheduled |
1 st Summative Evaluation | VI-X | 28 June 2022 to 6 July 2022 |
2 nd Summative Evaluation | VI-X | 29 August 2022 to 8 Sept 2022 |
3 rd Summative Evaluation | VI-X | 25 Nov 2022 to 7 Dec 2022 |
Madhyamik Test | X | 17 Nov 2022 to 30 Nov 2022 |
পর্ষদ থেকে প্রকাশিত পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন। Download Notice
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।