Last Updated on June 11, 2022 by Science Master
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (WBHS Examination Routine 2023) প্রকাশিত হলো। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ ২০২৩ এবং শেষ হবে ২৭ মার্চ ২০২৩। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায় এবং চলবে ১ টা ১৫ পর্যন্ত। অর্থাৎ পরীক্ষার জন্য বরাদ্দ মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। অন্যদিকে একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে এবং চলবে ৫ টা ১৫ পর্যন্ত। একশেত্রেও পরীক্ষার জন্য বরাদ্দ মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। উচ্চমাধ্যমিকের প্রাক্টিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৫/১২/২০২২ এবং ২১/১২/২০২২ এর মধ্যে। আর একাদশ শ্রেণীর প্রাক্টিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১/০৩/২০২৩ এবং ১৮/০৪/২০২৩ এর মধ্যে।
নিচে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (WBHS Examination Routine 2023) ও একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন (Class 11 Examination Routine 2023) দেওয়া হলো। এখান থেকে আপনারা রুটিনের pdf ডাউনলোড করে নিতে পারবেন।
আরও দেখুনঃ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন।
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (WBHS Examination Routine 2023):
পরীক্ষার তারিখ | বিষয় |
১৪ মার্চ ২০২৩ (মঙ্গলবার) | বাংলা (এ), ইংলিশ (এ) , হিন্দি (এ) , নেপালি (এ) , উর্দু , সাঁওতালি , ওড়িয়া , তেলেগু , গুজরাটি , পাঞ্জাবী |
১৬ মার্চ ২০২৩ (বৃহস্পতিবার) | বাংলা (বি), ইংলিশ (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ |
১৭ মার্চ ২০২৩ (শুক্রবার) | হেলথকেয়ার , অটোমোবাইল, অরগনাইজ রিটেলিং, সিকিউরিটি, আই.টি এবং আই.টি.ই.এস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি, পাম্বলিং , কন্সট্রাকশন, এপারেল, বিউটি অ্যাণ্ড উইলনেস, এগ্রিকালচার, পাওয়ার- ভোকেশনাল সাবজেক্ট |
১৮ মার্চ ২০২৩ (শনিবার) | বায়োলজীক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স |
২০ মার্চ ২০২৩ (সোমবার) | গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলোজি, এগ্রোনোমি, ইতিহাস |
২১ মার্চ ২০২৩ (মঙ্গলবার) | কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যাণ্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
২২ মার্চ ২০২৩ (বুধবার) | কমার্শিয়াল ল ও প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি |
২৩ মার্চ ২০২৩ (বৃহস্পতিবার) | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টেন্সি, |
২৪ মার্চ ২০২৩ (শুক্রবার) | ইকোনোমিক্স |
২৫ মার্চ ২০২৩ (শনিবার) | রসায়নবিদ্যা, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবি, ফ্রেঞ্চ |
২৭ মার্চ ২০২৩ (সোমবার) | স্ট্যাটিস্টিক্যাল, ভূগোল, কাস্টিং এবং ট্যাক্সেসেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |
উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন ২০২৩ ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করুন।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।