অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় ” অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি ” (Class 8 Poribesh Bigyan Chapter 9) থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই পেজে করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত তারা তাদের অ্যানুয়াল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ন উত্তরগুলি প্র্যাকটিস করে নিতে পারো।
Class 8 Poribesh Bigyan Chapter 9 Solutions
সঠিক উত্তর নির্বাচন করে লেখ
(1) বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হল-
(a) পিটুইটারি গ্রন্থি (b) লালা গ্রন্থি (c) অ্যাড্রিনাল গ্রন্থি (d) কোনোটিই নয়।
Ans:- (b) লালা গ্রন্থি
(2) আপাৎকালীন হরমোন ক্ষরিত হয়-
(a) অ্যাড্রিনাল গ্রন্থি থেকে (b) পিটুইটারি গ্রন্থি থেকে (c) থাইরয়েড গ্রন্থি থেকে (d) সবগুলো থেকেই
উঃ – (a) অ্যাড্রিনাল গ্রন্থি থেকে।
(3) একটি মিশ্র গ্রন্থি হল-
(a) প্লীহা (b) পিটুইটারি (c) অগ্ন্যাশয় (d) লালাগ্রন্থি
উঃ – (c) অগ্ন্যাশয়।
(4) যৌন পরিণতির সঙ্গে জড়িত নয় এমন হরমোন হলো-
(a) টেস্টোস্টেরন (b) ইস্ট্রোজেন (c) অ্যাড্রিনালিন (d) প্রোজেস্টেরন
উঃ – অ্যাড্রিনালিন।
(5) আমাদের প্রতিটি বৃক্কের ওপর ত্রিভুজের মতো যে গ্রন্থিটি আছে সেটি হল-
(a) অ্যাড্রিনাল গ্রন্থি (b) অগ্ন্যাশয় গ্রন্থি (c) থাইরয়েড গ্রন্থি (d) পিটুইটারি গ্রন্থি
উঃ – (a) অ্যাড্রিনাল গ্রন্থি।
(6) বৃদ্ধিপোষক হরমোনটির নাম হল-
(a) সোমাটোরট্রপিক হরমোন (b) অ্যাড্রিনালিন হরমোন (c) থাইরক্সিন হরমোন (d) ইনসুলিন হরমোন
(7) কোনটি ইনসুলিনের জন্য প্রযোজ্য নয়?
(a) গ্লুকোজ কে গ্লাইকোজেন এ পরিণত করে (b) গ্লুকোজের জারণে সাহায্য করে (c) কিটোন বডি তৈরিতে বাধা দেয় (d) রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।
উঃ- (b) গ্লুকোজের জারণে সাহায্য করে।
(8) শক্তি উৎপাদনকে প্রভাবিত করে-
(a) STH (b) অ্যাড্রিনালিন (c) থাইরক্সিন (d) ভেসোপ্রেসিন
উঃ – (c) থাইরক্সিন
(9) গ্লুকোজকে যকৃত ও পেশীতে গ্লাইকোজেন রুপে জমা রাখে-
(a) থাইরক্সিন (b) গ্লুকাগন (c) ইনসুলিন (d) ভেসোপ্রেসিনউ
উঃ – (c) ইনসুলিন
(10) টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়-
(a) অগ্নাশয় (b) পিটুইটারি (c) শুক্রাশয় (d) ডিম্বাশয় থেকে
উঃ- (c) শুক্রাশয়
(11) আপাৎকালীন হরমোন হল-
(a) TSH (b) ADH (c) ACTG (d) অ্যাড্রিনালিন।
উঃ – (d) অ্যাড্রিনালিন।
(12) আবেগ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন-
(a) বই পড়া (b) খেলাধুলা (c) অনিয়ন্ত্রিত স্নায়ুক্রিয়া (d) জীবনকুশলতার চর্চা
উঃ – (d) জীবনকুশলতার চর্চা
নিচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও।
(1) বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ, দাড়ি বের হয় ____হরমোনের প্রভাবে।
উঃ – টেস্টোস্টেরন।
(2) সোমাটোট্রফিক হরমোনের একটি কাজ লেখো।
উঃ – সোমাটোট্রফিক হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়।
(3) ডিম্বাশয় থেকে ক্ষরিত একটি হরমোন হলো____।
উঃ – ইস্ট্রোজেন।
(4) বয়ঃসন্ধিকালে শরীর ও মনের পরিবর্তনের জন্য দায়ী হল____।
উঃ – হরমোন।
(5) ‘ মন ফেস ‘ এর জন্য দায়ী হরমোনটি কোথা থেকে ক্ষরিত হয়?
উঃ – অ্যাড্রিনাল গ্রন্থি থেকে।
(6) ‘ মন ফেস ‘ দেখা যায় ____হরমোনের অধিক ক্ষরণে।
উঃ – কর্টিসল।
(7) কোন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত হতে সাহায্য করে?
উঃ – ইনসুলিন হরমোন।
(8) ____ হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের কণ্ঠস্বরের ভাঙ্গন ঘটায়।
উঃ – টেস্টোস্টেরন।
(9) কাকে প্রভু গ্রন্থি বলা হয়?
উঃ – পিটুইটারি গ্রন্থিকে।
(10) থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কি ধরনের সমস্যা হয়?
উঃ – থাইরক্সিন হরমোনের ক্ষরণ কম হলে শিশুর বাড় কমে যায়, পেট খোলা হয়, পেশি দুর্বল হয়।
(11) একটি মিশ্র গ্রন্থির নাম লেখ।
উঃ – অগ্নাশয় গ্রন্থি।
নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
(1) অ্যাড্রিনালিন হরমোনকে “জরুরীকালীন হরমোন” বলা হয় কেন? অথবা, কোন হরমোনকে জরুরীকালীন হরমোন বলে এবং কেন?
উঃ – অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোন আমাদের দেহের নানা জরুরি অবস্থায় ক্ষরিত হয় এবং নানা জরুরি অবস্থা যেমন ভয়, দ্বন্দ্ব, পালানোর মনোবৃত্তি ইত্যাদি মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে। তাই এই হরমোনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালিন হরমোন বলে।
(2) জীবনকুশলতা কাকে বলে? আত্মসচেতনতা ও সৃজনশীল চিন্তা কীভাবে জীবনকুশলতা শিক্ষাতে সাহায্য করে?
অথবা, জীবনকুশলতা কী? WHO পরিকল্পিত যে কোনো দুটি জীবনকুশলতা সম্পর্কে আলোচনা করো।
উঃ – জীবনকুশলতা হলো এক বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে তার নানা চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায়।
জীবনকুশলতা শিক্ষার বিভিন্ন দিক আছে। তার মধ্যে আত্মসচেতনতা ও সৃজনশীল চিন্তা গুরুত্বপূর্ণ। আত্মসচেতনতা ও সৃজনশীল চিন্তা কীভাবে জীবনকুশলতা শিক্ষাতে সাহায্য করে তা নীচে দেওয়া হল।
আত্মসচেতনতা: নিজের ভালোলাগা, খারাপলাগা থেকে শুরু করে, আবেগ অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠায় সাহায্য করে।
সৃজনশীল চিন্তা: গান, নাচ, সাঁতার, ছবি আঁকা, খেলাধুলা সহ নানা সৃজনশীল কাজে অংশগ্রহণ করার মানসিকতা তৈরি হয়।
(3) বয়ঃসন্ধিতে একটি শারীরিক ও একটি মানসিক পরিবর্তনের ঘটনা লেখ।
উঃ – বয়ঃসন্ধিকালে একটি শারীরিক পরিবর্তন হলো উচ্চতা বৃদ্ধি এবং পেশী ও হাড়ের দ্রুত বিকাশ।
একটি মানসিক পরিবর্তন হলো আবেগ এবং অনুভূতির তীব্র পরিবর্তন। এই সময়ে কিশোর-কিশোরীরা নিজেদের পরিচিতি নিয়ে সচেতন হয় এবং বিভিন্ন সামাজিক ও মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যায়।
(4) থাইরয়েড গ্রন্থির বেশি ক্ষরণে এবং কম ক্ষরনে হওয়া একটি করে রোগের নাম লেখ। অথবা, থাইরক্সিন হরমোনের কম বা বেশি ক্ষরণে কী কী সমস্যা হতে পারে?
উঃ – থাইরয়েড গ্রন্থের বেশি ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে, কিছু ক্ষেত্রে মনে হয় যেন চোখ দুটো ঠেলে বাইরে চলে আসছে। আর থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণ হলে শিশুর বাড় কমে যায়, পেট ফোলা হয়, পেশি দুর্বল হয়।
(5) ‘ মুন ফেস ‘ বলতে কী বোঝায়?
উঃ – অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল নামে একটি হরমোন ক্ষরিত হয়। এই হরমোনের অধিকরণে মুখমন্ডল গোলাকার হয় ও ফুলে যায়। এজন্য এই ধরনের মুখকে বলে মুন ফেস। মুখের ত্বক খসখসে আর ফ্যাকাসে হয়। মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়। ক্ষত সারতেও সময় লাগে।
(6) থাইরক্সিন হরমোন এর কাজ লেখ।
উঃ – থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এর কাজ গুলি নিচে দেওয়া হল।
(১) থাইরক্সিন হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হার কে বাড়াতে সাহায্য করে। (২) এই হরমোন আমাদের শরীরের শক্তি উৎপাদনকে প্রভাবিত করে। (৩) আমাদের শরীরের কোর্সগুলিতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয়। (৪) দেহের হার ও পিসিকে বাড়াতে সাহায্য করে।
(7) পাঁচটি জীবনকুশলতা উল্লেখ কর। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত পাঁচটি হরমোনের নাম লেখ।
উঃ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিকল্পিত দশটি কেন্দ্রীয় জীবন কুশলতা শিক্ষার নিয়মিত চর্চা জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবার সাহস জোগায়। এর মধ্যে পাঁচটি জীবন কুশলতা নিচে দেওয়া হল।
(১) আত্মসচেতনতা (২) সৃজনশীল চিন্তা (৩) পারস্পরিক সংযোগ স্থাপন (৪) সহানুভূতি (৫) মানসিক চাপ নিয়ন্ত্রণ
পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত পাঁচটি হরমোনের নাম হল- সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন, ভ্যাসোপ্রেসিন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন।
(8) শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোনটির নাম লেখ এবং এর কাজ লেখ।
উঃ – শুক্রাশয় থেকে ক্ষরিত হরমোনটির নাম হল টেস্টোস্টেরন। এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ, দাড়ি বের হয়। ধীরে ধীরে হার ও পেশি শক্তিশালী হয়।
(9) অন্তক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ কর।
অন্তক্ষরা গ্রন্থি: (১) অন্তঃক্ষরা গ্রন্থির কোন নালিকা নেই। (২) এই গ্রন্থি থেকে ক্ষরিত রস রক্ত বাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়।
বহিঃক্ষরা গ্রন্থি: (১) বহিঃক্ষরা গ্রন্থের নায়িকা থাকে। (২) নালিকার মধ্যে দিয়ে গ্রন্থি থেকে বেরোনো রস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়।
(10) বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত কেন্দ্রীয় জীবন কুশলতা চর্চার দিকগুলি কি কি?
উঃ – নিজেকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দরকার হয় জীবনকুশলতা শিক্ষার। জীবন কুশলতা অনেক রকমের হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিকল্পিত দশটি কেন্দ্রীয় জীবন কুশলতা শিক্ষার নিয়মিত চর্চা জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবার সাহস জোগায়। জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিক গুলি হল-
- আত্মসচেতনতা
- বিশ্লেষণধর্মী চিন্তা
- সিদ্ধান্ত নেওয়া
- সমস্যা দূর করা
- সৃজনশীল চিন্তা
- পারস্পরিক সংযোগ স্থাপন
- পারস্পরিক সম্পর্ক
- সহানুভূতি
- মানসিক চাপ নিয়ন্ত্রণ
- আবেগ নিয়ন্ত্রণ
(11) বয়ঃসন্ধিকাল কি? এই সময় ছেলেদের মধ্যে কি ধরনের দৈহিক পরিবর্তন ঘটে?
উঃ – বয়ঃসন্ধিকাল হলো শৈশব ও প্রাপ্তবয়স্কতার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যখন একটি শিশু শারীরিকভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের রূপ ধারণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, সাধারণত ১০ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত এই সময়কাল স্থায়ী হয়। এই সময়ে হরমোনের প্রভাবে ছেলে ও মেয়েদের শরীরে দ্রুত নানা ধরনের শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তন ঘটে।
ছেলেদের মধ্যে শারীরিক পরিবর্তন
বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে যে পরিবর্তনগুলো ঘটে তার প্রধান কারণ হলো টেস্টোস্টেরন নামের হরমোন। এই হরমোনের প্রভাবে তাদের শরীরে দ্রুত কিছু লক্ষণীয় পরিবর্তন আসে। নিচে এমন কিছু প্রধান পরিবর্তন তুলে ধরা হলো:
দ্রুত উচ্চতা এবং ওজন বৃদ্ধি: এই সময়ে ছেলেরা হঠাৎ করেই দ্রুত লম্বা হতে শুরু করে। তাদের উচ্চতা এবং ওজন দ্রুত বৃদ্ধি পায়।
পেশি এবং হাড়ের গঠন: শরীরের পেশি শক্ত ও সুগঠিত হতে থাকে। কাঁধ এবং বুক চওড়া হয়।
চুলের বৃদ্ধি: শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে ছেলেদের মুখে দাড়ি-গোঁফ গজাতে শুরু করে।
গলার স্বরের পরিবর্তন: কণ্ঠস্বর মোটা এবং ভারী হয়ে যায়। অনেকের ক্ষেত্রে প্রথমে গলা ভাঙা বা কর্কশ শোনায়, যা পরবর্তীতে স্বাভাবিক হয়ে আসে।
ত্বকে পরিবর্তন: তৈলগ্রন্থি সক্রিয় হওয়ার কারণে ত্বক তেলতেলে হয়ে যেতে পারে এবং মুখে ব্রণ দেখা দিতে পারে।
জনন গ্রন্থির বিকাশ: ছেলেদের জনন গ্রন্থির নাম শুক্রাশয় (testicles)। এখান থেকে ক্ষরিত হয় টেস্টোস্টেরন নামক হরমোন। এর ফলে জননতন্ত্র ও শরীরের অন্যান্য অঙ্গের গঠনে নানা পরিবর্তন চোখে পড়ে।
এই পরিবর্তনগুলো প্রত্যেকের ক্ষেত্রে একই সময়ে বা একই গতিতে নাও হতে পারে। কিছু ছেলে দ্রুত এসব পরিবর্তন অনুভব করে, আবার কারো কারো ক্ষেত্রে কিছুটা সময় লাগে। এসব পরিবর্তন পুরোপুরি স্বাভাবিক এবং এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
(12) মিশ্রগ্রন্থি কাকে বলে?
উঃ – এক ধরনের গ্রন্থি আছে যাদের মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুই ধরনের গ্রন্থিকোশ থাকে এদের মিশ্রগ্রন্থি বলে । যেমন অগ্নাশয় গ্রন্থি।
(13) টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণস্থল ও কাজ উল্লেখ কর।
উঃ – ছেলেদের শরীরের জনন গ্রন্থি শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ, দাড়ি বের হয়। ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়। পেশীবহুল চেহারা তৈরি হয়। গলার স্বরে ভাঙ্গন ঘটে। গলার স্বর ভারি হয়।
Latest Posts:
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস