Last Updated on May 3, 2024 by Science Master
মাধ্যমিক ২০২৪ স্ক্রটনি এবং রিভিও (WB MP 2024 PPS PPR)
WB MP 2024 PPS PPR: মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষনা হওয়ার পরপরই মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও এক বিজ্ঞপ্তি প্রকাশ করল। যেসমস্ত পরীক্ষার্থী লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও (WB MP 2024 PPS PPR) করতে চায় তাদের জন্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ। লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও প্রক্রিয়া উভয়েই অনলাইনে হবে। এর জন্য ফলাফল ঘোষনার দিন অর্থাৎ ২ মে ২০২৪ দুপুর ১২ টা থেকেই এক ওয়েবসাইট চালু করা হয়েছে যেখান থেকে লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল- www.wbbsedata.com
তবে পরীক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে না। আবেদন করতে হলে স্কুলের মাধ্যমেই তা করতে হবে। এর জন্য পরীক্ষার্থীদের স্কুলের হেডমাস্টারকে সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে। আর এতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং কোন কোন বিষয়ে স্ক্রটনি বা রিভিও করতে চায় তা স্পস্ট লেখা থাকতে হবে। সঙ্গে দিতে হবে মার্কশিটের জেরক্স এবং প্রয়োজনীয় ফি।
স্ক্রটনি এবং রিভিও (WB MP 2024 PPS PPR) কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলীঃ
১. শুধুমাত্র পাশ করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের স্ক্রটনির (PPS) জন্য আবেদন করতে পারবে।
২. ফেল করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের রিভিও (PPR) জন্য আবেদন করতে পারবে।
৩. আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে হবে এবং তা স্কুল থেকেই করতে হবে।
৪. লিখিত আবেদনের সঙ্গে মার্কশিটের জেরক্স কপি এবং প্রয়োজনীয় ফি দিতে হবে।
৫. উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও এর অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না।
৬. PPR এর ক্ষেত্রে উত্তরপত্রের মূল্যায়ন করা হবে কিন্তু PPS এর ক্ষেত্রে শুধুমাত্র মোট নম্বরের যোগফল মূল্যায়ন করা হবে।
WB MP 2024 PPS PPR সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং Fees :
WB MP 2024 PPS PPR Application starts | 2 May 2024 from 12 noon |
PPS fees | 80 per subject |
PPR fees | 100 per subject |
website | https://www.wbbsedata.com/ |
Last date of Application | 18 May 2024 till Midnight |
আরও দেখুনঃ WBCHSE PPS PPR 2024 | উচ্চমাধ্যমিক ২০২৪ উত্তরপত্রের স্কূটনি এবং রিভিউ পদ্ধতি
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ রাসায়নিক গণনা | Madhyamik Physical Science Suggestion 2025
- Madhyamik Suggestion 2025 | ভৌতবিজ্ঞান সাজেশন- গ্যাসের আচরন (দ্বিতীয় অধ্যায়)
- Mahyamik Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫: প্রথম অধ্যায়
- মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন-অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Chapter 8 Class 8
- প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণঃ অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা | Poribesh O Bigyan Chapter 5