NMMSE Admit Card 2022NMMSE Admit Card 2022

Last Updated on April 18, 2023 by Science Master

NMMSE Admit Card 2022: যে সমস্ত শিক্ষার্থী 2022 সালে অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যারা NMMSE পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পরীক্ষার জন্য Admit কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেল। Admit কার্ড ডাউনলোড করা যাবে 16 ই ডিসেম্বর পর্যন্ত।এই বছর NMMSE পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 18 ই ডিসেম্বর 2022।

Exam NameNMMS Exam 2022
Exam Date 18 December 2022
Admit card Download5 th Dec to 16 th Dec 2022
Previous Year Question PaperDownload link

NMMS Admit Card সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

1) ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে বলা হয়েছে যদি কোনো পরীক্ষার্থীর Admit কার্ডে কোনোরকম ভুল থাকে তাহলে তা সংশ্লিষ্ট DI এর সঙ্গে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে। এই সংশোধন করা যাবে 16 ডিসেম্বর পর্যন্ত।

2) অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তাতে যদি পরীক্ষার্থীর ফটো না আসে তাহলে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে তাতে হেড অফ ইনস্টিটিশন (HOI) এর এটেস্টেড করে নিতে হবে এবং পরীক্ষার দিন একটি একই ফটো সঙ্গে নিয়ে যেতে হবে।

কিভাবে NMMSE Admit Card 2022 ডাউনলোড করবেনঃ

1) প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে।

2) স্কলারশিপ পোর্টাল ওপেন হবে।

3) রেজিস্ট্রেশন নম্বর এবং পাশওয়ার্ড দিয়ে Sing in করতে হবে।

4) Sing in করার পর Admit Card ডাউনলোড অপশন পাওয়া যাবে।

[ আরও দেখুনঃ NMMSE পরীক্ষার জন্য কিভাবে আবেদন করবেন ]

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর যদি কোনো রকম ভুল থাকে তাহলে যেসেতু সংশোধনের সুযোগ রয়েছে তাই দেরি না করে অ্যাডমিট কার্ড যত তাড়াতাড়ি সম্ভব ডাউনলোড করে চেক করে নেওয়াই ভালো।

আরও দেখুনঃ পশ্চিমবঙ্গের NMMS পরীক্ষার রেজাল্ট ২০২৩ | West Bengal NMMS Exam Result 2023

Download NMMSE Admit Card 2022

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

আরও দেখুন:  স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপের গুরুত্বপূর্ণ নির্দেশিকা ২০২৩ | SVMCM Important Updates 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d