ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য এর নাম সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া হলো (Dance Forms in indian states)। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
রাজ্যের নাম | নৃত্য |
পশ্চিমবঙ্গ | যাত্রা, ছৌ |
তামিলনাড়ু | ভারতনাট্যম |
মধ্যপ্রদেশ | মাচা |
মণিপুর | মণিপুরি |
হরিয়ানা | সোয়াং |
রাজস্থান | খেয়াল, ঝুলন লীলা, ঝুমুর |
গুজরাট | ভাবাই, গর্বা, রাসলীলা |
জন্মু ও কাশ্মীর | চক্রী, হিকাট, রউফ |
বিহার | বিদেশিয়া, পুরবি, ফাগুয়া |
অন্ধ্রপ্রদেশ | কচিপুড়ি |
ওড়িশা | ওডিশি |
উত্তর ভারত | কত্থক |
হিমাচল প্রদেশ | মুজরা |
কেরালা | কথাকলি, মোহীনী আট্টম, কুদিয়াত্তম |
মহারাষ্ট্র | লেজিম, তামাশা, লাবণী, দাহিকলা |
উত্তরপ্রদেশ | কাজরি , মুজরা |
পাঞ্জাব | ভাঙ্গরা, গিদ্দা, নাকোয়াল |
কর্ণাটক | জাকসাগুণা |
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।