Dance Forms in indian statesDance Forms in indian states

Last Updated on November 27, 2022 by Science Master

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য এর নাম সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া হলো (Dance Forms in indian states)। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

রাজ্যের নাম নৃত্য
পশ্চিমবঙ্গ যাত্রা, ছৌ
তামিলনাড়ু ভারতনাট্যম
মধ্যপ্রদেশ মাচা
মণিপুর মণিপুরি
হরিয়ানা সোয়াং
রাজস্থান খেয়াল, ঝুলন লীলা, ঝুমুর
গুজরাট ভাবাই, গর্বা, রাসলীলা
জন্মু ও কাশ্মীর চক্রী, হিকাট, রউফ
বিহার বিদেশিয়া, পুরবি, ফাগুয়া
অন্ধ্রপ্রদেশ কচিপুড়ি
ওড়িশাওডিশি
উত্তর ভারত কত্থক
হিমাচল প্রদেশ মুজরা
কেরালা কথাকলি, মোহীনী আট্টম, কুদিয়াত্তম
মহারাষ্ট্র লেজিম, তামাশা, লাবণী, দাহিকলা
উত্তরপ্রদেশ কাজরি , মুজরা
পাঞ্জাব ভাঙ্গরা, গিদ্দা, নাকোয়াল
কর্ণাটক জাকসাগুণা
Dance Forms in indian states

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

আরও দেখুন:  Important Days and Dates 2023: National and International Days

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: