NMMSE 2022

NMMSE 2022 আবেদনের তারিখ, পরীক্ষার তারিখ

Blinking Buttons WhatsApp Telegram

শুরু হলো অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য NMMSE 2022 পরীক্ষার আবেদন। যে সমস্ত ছাত্র-ছাত্রী চলতি বছরে অষ্টম শ্রেণীতে পাঠরত তারা আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫% নম্বর নিয়ে অষ্টম শ্রেণীতে পাঠরত তারা আবেদন করতে পারবে ( SC, ST এবং Disabled Candidate রা ৫% ছাড় পাবে)। আর সেই সঙ্গে অবিভাবকের বার্ষিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার (৩৫০০০০/-) টাকার মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরুঃ ২৫ আগষ্ট ২০২২

আবেদনের শেষ তারিখঃ ২০ সেপ্টেম্বর ২০২২

External Post List Link

আরও দেখুন>>

NMMSE 2022 পরীক্ষার তারিখঃ ১৮ ডিসেম্বর ২০২২

যে সমস্ত ডকুমেন্টস অপলোড করতে হবেঃ

১. অবিভাবকের ইনকাম সার্টিফিকেট (Income Certificate of parents)।

২. ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা (First page of Bank passbook)।

আরও দেখুন:  Madhyamik History Question 2025 | মাধ্যমিক ইতিহাস প্রশ্মপত্র ২০২৫

৩. কাস্ট সার্টিফিকেট (Caste certificate)। [যদি থাকে]

৪. হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট (Disablity Certificate)। [যদি থাকে]

আরও দেখুনঃ NMMSE 2022 পরীক্ষার আবেদনের পদ্ধতি, আবেদনের জন্য লিঙ্ক

নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও সরাসরি আবেদন করা যাবে।

Apply for NMMSE 2022

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top