মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

pps ppr for wbhs

কীভাবে ২০২২ এর উচ্চমাধ্যমিক উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও করবেন | How to apply pps-ppr for wbhs exam 2022

Last Updated on June 21, 2022 by Science Master

pps-ppr for wbhs exam 2022

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ১০ ই জুন ২০২২। ফলাফল প্রকাশের দিনই শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় ২০ শে জুন ২০২২ মধ্যরাত্রি থেকে ৫ ই জুলাই ২০২২ মধ্যরাত্রি উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও (pps-ppr for wbhs) এর জন্য আবেদন করা যাবে। সেইমতো মধ্যরাত্রি থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও এর জন্য আবেদন শুরু হয়ে গেল। যে সমস্ত ছাত্র-ছাত্রীর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আশাতীত ফলাফল হয়নি তারা আবেদন করতে পারবেন।

স্ক্রটনি বা রিভিও (pps-ppr for wbhs) এর কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলীঃ

১) স্ক্রটনি (PPS) বা রিভিও (PPR) এর জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। এর জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর এবং মার্কশিট নম্বর লাগবে।

২) ২০ শে জুন ২০২২ মধ্যরাত্রি থেকে ৫ ই জুলাই ২০২২ মধ্যরাত্রি উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও এর জন্য আবেদন করা যাবে।

আরও দেখুন:  ANM GNM Exam 2024: শুরু হলো GNM ANM অনলাইন আবেদন, দেখুন কিভাবে আবেদন করবেন

৩) PPS বা PPR শুধুমাত্র লিখিত উত্তরপত্রের ওপর করা যাবে।

৪) পরীক্ষার্থীরা সমস্ত বিষয়েরই PPS বা PPR এর আবেদন করতে পারবে।

৫) যেকোনো বিষয়ের ওপর PPS অথবা PPR এর জন্য আবেদন করা যাবে। একই বিষয়ের ওপর PPS এবং PPR উভয়ই করা যাবে না।

৬) আবেদনপত্রে কোনোরূপ অসংগতি বা ভুল থাকলে সংসদ থেকে আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। এর জন্য কোনো আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

৭) নির্দিষ্ট সময়ের মধ্যে PPS বা PPR এর জন্য আবেদন না করলে তা গ্রহণযোগ্য হবে না।

8) PPS বা PPR এর রেজাল্ট কাউন্সিল এর PPS / PPR ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং এর সঙ্গে প্রত্যেক বিদ্যালয়কে ইমেল করে দেওয়া হবে।

PPS বা PPR এর আবেদন ফিঃ

স্ক্রটনি (PPS) করতে প্রত্যেক বিষয়ের জন্য ১০০/- টাকা করে লাগবে এবং রিভিও (PPR) করতে প্রত্যেক বিষয়ের জন্য ১৫০/- টাকা করে লাগবে।

আরও দেখুন:  {PDF} মাধ্যমিক ২০২৪ বাংলা প্রশ্মপত্র | Madhyamik 2024 Bengali Question Paper

PPS বা PPR এর আবেদন পদ্ধতিঃ

১) প্রথমে নিচে দেওয়া ” Apply for PPS/PPR “ লিঙ্কে ক্লিক করলে PPS / PPR ওয়েবসাইট ওপেন হবে।

২) এরপর মোবাইল নম্বর দিয়ে ” Add Candidate “ বটনে ক্লিক করতে হবে। চালু মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক, কারন মোবাইল নম্বরেই রেজাল্টের স্ট্যাটাস জানানো হবে।

৩) এরপর একটি উইন্ডো ওপেন হবে যেখানে রোল নম্বর এবং মার্কশিট নম্বর দিয়ে ” Add “ বটনে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে রোল এবং নম্বর মাঝে কোনো ফাঁক রাখা যাবে না।

৪) ” Add “ বটনে ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে যেখানে পরীক্ষার্থীকে বিষয় পছন্দ করতে হবে। অর্থাৎ পরীক্ষার্থী যে যে বিষয়ের ওপর PPS বা PPR এর জন্য আবেদন করতে চান তা সিলেক্ট করতে হবে। যদি কোনো বিদ্যালয় পরীক্ষার্থীদের হয়ে PPS বা PPR এর জন্য আবেদন করতে চায় তাহলে ” Add Candidate “ বটনে ক্লিক করতে হবে। তবে একসঙ্গে ১০ জন করা যাবে।

আরও দেখুন:  WB HS Result 2024 Direct Link | উচ্চমাধ্যমিক রেজাল্ট সরাসরি লিঙ্ক @wbresults.nic.in

৫) এরপর OK বটনে ক্লিক করতে হবে এবং পেমেন্ট মোড অনলাইন সিলেক্ট করে Submit করতে হবে।

৬) ফি সাবমিট হয়ে গেলে একটি চালান জেনারেট হবে যা Download Challan অপশনে ক্লিক করে ডাউনলোড করে রাখতে হবে।

আরও দেখুনঃ ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন।

শিক্ষা সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top