মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

Madhyamik Physical Science Mock Test

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test

National Talent Search Examination

National Talent Search Examination-NTSE- Exam date, eligibility

Last Updated on April 29, 2022 by Science Master

National Talent Search Examination (NTSE)-2021-22

যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২১ সালে দশম শ্রেণীতে পাঠরত তাদের জন্য সুখবর। শুরু হয়ে গেছে National Talent Search Examination (NTSE) পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং পরীক্ষার জন্য প্রশ্মপত্রের ধরন ইত্যাদি নিয়ে নিচে আলোচনা করা হলো।

পরীক্ষার আবেদনের তারিখঃ – ১১ ই নভেম্বর ২০২১ ।

পরীক্ষার আবেদনের শেষ তারিখঃ – ৩০ শে নভেম্বর ২০২১।

পরীক্ষার তারিখঃ – ১৬ ই জানুয়ারী 2022 (পরীক্ষা স্থগিত রাখা হয়েছে )

পরীক্ষার প্রয়োজনীয় যোগ্যতাঃ-

১) পশ্চিমবঙ্গের কেবলমাত্র W.B.B.S.E / W.B.B.M.E / I.C.S.E / C.B.S.E বোর্ডে দশম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী নবম শ্রেণীর পরীক্ষায় কম পক্ষে ৫০% নম্বর নিয়ে দশম শ্রেণীতে পাঠরত তারা আবেদন করতে পারবে। তবে SC, ST, OBC এবং Disabled Candidate রা 40% বা তার বেশি নম্বর পেলেই আবেদন করতে পারবে।

২) যে সমস্ত ছাত্র-ছাত্রী Open Distance Learning (ODL) under NIOS এবং West Bengal Rabindra Open Schooling এ পাঠরত তারাও এই আবেদন করতে পারবে। তবে ১ লা জুলাই ২০২১ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ এর নীচে হতে হবে।

আরও দেখুন:  Aikyashree Scholarship 2024-2025 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ, যোগ্যতা

৩) Economically Weaker Section (EWS) হিসেবে আবেদন করলে অবশ্যই আবেদনকারীর বৈধ EWS সার্টিফিকেট থাকতে হবে।

৪) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কোনোরকম জয়েন্ট অ্যাকাউন্ট প্রযোজ্য হবে না।

৫) আবেদনকারীকে অবশ্যই তার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে রাখতে হবে।

অনলাইন আবেদনের পদ্ধতিঃ-

Step – I

প্রথমে National Talent Search Examination (NTSE) পরীক্ষার আবেদনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট https://scholarships.wbsed.gov.in/ ওপেন করতে হবে।

Step-II

এরপর ‘ New user register here’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট স্কলারশিপ টাইপ সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে Registration এবং Password পাওয়া যাবে।

Step-III

এরপর Registration এবং Password দিয়ে Login করতে হবে। এরপর পাসপোর্ট সাইজের (50 kb) ফটো আপলোড করতে হবে । এরপর ফর্ম সেভ করে পুরোটা একবার চেক করে নিয়ে Locked অপশনে ক্লিক করতে হবে। এবার ফর্মটির প্রিন্ট আউট নিতে হবে এবং তার সঙ্গে হেড অফ ইনস্টিটিউশন এর সার্টিফিকেট ফরমেট (HOI) প্রিন্ট আউট নিতে হবে।

আরও দেখুন:  জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৪ | Junior Bigyani Kanya Medha Britti 2024

Step-IV

এরপর সীল সহি করা হেড অফ ইনস্টিটিউশন (HOI) এর সার্টিফিকেট আপলোড করতে হবে। তার সঙ্গে আরও কিছু ডকুমেন্টস অপলোড করতে হবে যা pdf ফরমেটে হবে এবং যার সাইজ 200kb এর মধ্যে হতে হবে।

যে সমস্ত ডকুমেন্টস অপলোড করতে হবে –

১. অবিভাবকের ইনকাম সার্টিফিকেট (Income Certificate of parents)। ( শুধুমাত্র OBC ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে আবেদনের সময় ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট BDO বা Jt BDO এর কাছ থেকে নিতে হবে.)।

২. ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা (First page of Bank passbook)।

৩. কাস্ট সার্টিফিকেট (Caste certificate)।

৪. হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট (Disablity Certificate- 40% and above)।

৫. EWS হিসেবে আবেদন করলে অবশ্যই আবেদনকারীকে বৈধ EWS সার্টিফিকেট আপলোড করতে হবে।

Step-V

এরপর ‘ Finalize Application’ বটনে ক্লিক করতে হবে। Finalize না করা হলে আবেদনকারীর অ্যাডমিট কার্ড জেনারেট হবে না।

Step-VI

আবেদনপত্রে কোনো ভুল থাকলে টা ই-মেইল এর মাধ্যমে জানানো হবে।

আরও দেখুন:  NMMS Exam 2024 | এন এম এম এস পরীক্ষা ২০২৪ আবেদন

পরীক্ষার ধরন (Examination Pattern of NTSE):-

দুই ধরনের পরীক্ষা Mental Ability Test এবং Scholastic Aptitude Test, দুটি সেশনে হবে। প্রতিটি সেশনের সময় থাকবে দেড় ঘণ্টা করে।

Name of the TestTypeMarksNo of itemsDuration in minuits
Mental Ability TestMCQ100100120 min
Scholastic Aptitude TestMCQ100100120 min
National Talent Search Examination (NTSE)

সিলেবাসঃ-

এই পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তবে প্রশ্মপত্র হবে ক্লাস IX এবং ক্লাস X Standerd ।

Scholastic Aptitude Test যে সমস্ত বিষয়ের ওপর হবে টা হল- ১) গণিত, ২) পদার্থবিদ্যা, ৩) রসায়ন, ৪) বায়োলজি, ৫) ইতিহাস, ৬) রাস্ট্রবিজ্ঞান, ৭) অর্থনীতি 8) ভূগোল।

প্রশ্নের উত্তর বুকলেটের মাধ্যমে দিতে হবে এবং প্রতিটি প্রশ্ন এক নম্বরের হবে, কোনো নেগেটিভ মার্কেটিং থাকবে না।

National Means Cum Merit Schoalrship Examination National Means Cum Merit Schoalrship Examination (NMMSE)-2021

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top