Last Updated on December 25, 2021 by Science Master
2021 সালে অষ্টম শ্রেনীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল মিনস কাম মেরিট (NMMSE) এবং 2021-22 সেশনে দশম শ্রেনীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল ট্যালেন্ট সার্চ (NTSE) পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয় 11 ই নভেম্বর 2021। আর এই দুই পরীক্ষার (NMMSE and NTSE)অনলাইন আবেদনের শেষ তারিখ ছিল 30 নভেম্বর 2021। পরে অবশ্য আবেদনের তারিখ বাড়ানো হয়েছিল।
NMMSE এবং NTSE এই দুই পরীক্ষার অনলাইন আবেদনের সময়ই এর পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। এই দুই পরীক্ষার তারিখ ছিল 16 জানুয়ারি 2022।
কিন্তু আজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল এই দুই পরীক্ষার তারিখ যা 16 জানুয়ারি 2022 হওয়ার কথা ছিল তার স্থগিত করা হলো। তবে এই পরীক্ষা আবার কবে হবে তা এখনও জানানো হয়নি। পরে নোটিস জারি করে এই পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ | আলো অধ্যায়।
আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | পরিবেশের জন্য ভাবনা
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।