মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

mcq-adaptation-package-physical-science-class-10

MCQ Adaptation Package|Physical Science|Class 10

Last Updated on April 29, 2022 by Science Master

MCQ Adaptation Package

Physical Science

বাংলার শিক্ষা পোর্টালে দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ওপর MCQ Adaptation Package দেওয়া হয়েছে। এটা ছাত্র-ছাত্রীদের ৪ ও ৫ অক্টবর ২০২১ স্কুল থেকে দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের এই MCQ Adaptation Package এ দেওয়া সমস্ত বিষয়ের প্রশ্ম গুলির উত্তর বাড়িতে করে বিষয়ভিত্তিক শিক্ষককে স্কুলে জমা দিতে হবে। MCQ Adaptation Package এর উত্তর পত্রগুলি অবিভাবকদের হাত দিয়ে ২৫ ও ২৬ অক্টবর ২০২১ স্কুলে জমা দিতে হবে। এখানে শুধুমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের উত্তর করে দেওয়া হলো। দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা যারা এই MCQ Adaptation Package এর উত্তরগুলি করবে তারা ভৌত বিজ্ঞান বিষয়ের উত্তরগুলি অনুসরন করতে পারো।

mcq-adaptation-package-physical-science-class-10
MCQ Adaptation Package

১. কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস ?

(ক) নাইট্রোজেন

(খ) অক্সিজেন

(গ) নাইট্রাস অক্সাইড

(ঘ) হাইড্রোজেন

উঃ- নাইট্রাস অক্সাইড।

২. যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো –

(ক) 3g/mol

(খ) 6g/mol

(গ) 32g/mol

(ঘ) 48g/mol

উঃ- 3g/mol ।

৩. কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে-

(ক) সদ ও অবশীর্ষ

(খ) অসদ ও অবশীর্ষ

(গ) সদ ও সমশীর্ষ

(ঘ) অসদ ও সমশীর্ষ

উঃ- অসদ ও সমশীর্ষ ।

৪. কোনো গোলীয় দর্পনের ফোকাস দৈর্ঘ্য f cm হলে তার বক্রতা ব্যাসার্ধ –

(ক) f cm

(খ) 2f cm

(গ) f/2 cm

(ঘ) f/4 cm

উঃ- 2f cm।

৫. বায়ু থেকে আলো কাচে প্রবেশ করছে। লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হলো-

আরও দেখুন:  দশম শ্রেণীর ইতিহাস সিলেবাস ২০২৪ | Class 10 History Syllabus 2024

(ক) লাল

(খ) নীল

(গ) হলুদ

(ঘ) বেগুনি

উঃ- বেগুনি।

৬. A, B, C তিনটি জলীয় দ্র্রবনের pH 3,9,6। এই তিনটি দ্রবনকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো –

(ক) A<B<C

(খ) B<C<A

(গ) C<B<A

(ঘ) A<C<B

উঃ- B<C<A

৭. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো –

(ক) Wm-1K

(খ) WmK-1

(গ) Wm-1K-1

(ঘ) WmK

উঃ- Wm-1K-1

৮. ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিনগুন করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –

(ক) তিনগুন হবে

(খ) নয়গুন হবে

(গ) ছয় গুন হবে

(ঘ) বারো গুন হবে

উঃ- নয়গুন হবে।

৯. 4 ওহম ও 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-

(ক) 16 ওহম

(খ) 8 ওহম

(গ) 3 ওহম

(ঘ) 2 ওহম

উঃ- 3 ওহম।

১০. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে –

(ক) ইলেকট্রন

(খ) শুধু ক্যাটায়ন

(গ) শুধু অ্যানায়ন

(ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই

উঃ- ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই।

১১. কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটিরই বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই ?

(ক) NaCl

(খ) NaH

(গ) LiH

(ঘ) LiCl

উঃ- LiH।

১২. গ্যাস ধ্রুবকের SI একক হলো-

(ক) J mol K

(খ) J mol-1 K

(গ) J mol K-1

(ঘ) J mol-1 K-1

উঃ- J mol-1 K-1

১৩. উষ্ণতা বাড়লে কোনো অর্ধ পরিবাহীর রোধাঙ্ক –

আরও দেখুন:  {PDF} মাধ্যমিক ২০২৪ ইতিহাস প্রশ্নপত্র | Madhyamik 2024 History Question Paper

(ক) বেড়ে যায়

(খ) কমে যায়

(গ) অপরিবর্তিত থাকে

(ঘ) প্রথমে বাড়ে তারপর কমে যায়

উঃ- কমে যায়।

১৪. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে –

(ক) তর্জনী প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়

(খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়

(গ) মধ্যমা প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়

(ঘ) বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিক, মধ্যমা চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়

উঃ- মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়।

১৫. নীচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো-

(ক) কোনো পর্যায়ে হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক

(খ) কোনো পর্যায়ে নোবেল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক

(গ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক

(ঘ) দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায় –

উঃ- কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক।

১৬. 24g কার্বনের পূর্ণ দহনে যে পরমান কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় STP তে তার আয়তন হবে –

(ক) 2.24 L

(খ) 22.4 L

(গ) 33.6 L

(ঘ) 44.8 L

উঃ- 44.8 L ।

১৭. CH3CH(OH)CH3 যৌগটির IUPAC নাম হলো –

(ক) Propan – 1 – ol

(খ) Propan – 2 – ol

(গ) Propanone

(ঘ) Propanoic acid

উঃ- Propan – 2 – ol

১৮. যে যৌগটি ব্রোমিন- কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো-

আরও দেখুন:  {PDF} মাধ্যমিক ২০২৪ ইংরেজী প্রশ্মপত্র | Madhyamik 2024 English Question Paper

(ক) C2H6

(খ) C2H4

(গ) C2H2

(ঘ) C3H6

উঃ- C2H6

◪ Download MCQ Adaptation Package:-

 📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পরিবেশের জন্য ভাবনা ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” গ্যাসের আচরণ ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” রাসায়নিক গ্ণনা ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ ” (৮.১) অংশের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” আয়নীয় ও সমযোজী বন্ধন ” (৮.২)অংশের প্রশ্ম – উত্তর ।     

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ” (৮.৩) অংশের প্রশ্ম – উত্তর ।  

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ” (৮.৪) অংশের প্রশ্ম – উত্তর ।  

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” ধাতুবিদ্যা ” (৮.৫) অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।    

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” জৈব রসায়ন ” (৮.৬) অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।  

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top