WB HS Result 2024 Direct Link: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আগামী ৮ মে ২০২৪ বুধবার। ওইদিন দুপুর ১ টার সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রেস কনফারেন্স করে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষনা করা হবে। রেজাল্টের দিন অর্থাৎ ৮ মে ২০২৪ বিকেল ৩ টে থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তাদের নিজেদের রেজাল্ট জানতে পারবে। তবে ওইদিন পরীক্ষার্থীরা তাদের নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে না। আগামী ১০ মে ২০২৪ শুক্রবার পরীক্ষার্থীরা তাদের নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট তাদের নিজ নিজ বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবে।
যে সমস্ত ওয়েবসাইট থেকে ৮ মে ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানা যাবে তার সরাসরি লিঙ্ক নীচে দেওয়া হল।
WB HS Result 2024 Direct Link
আরও দেখুনঃ WB HS PPR PPS 2024 | উচ্চমাধ্যমিক উত্তরপত্রের রিভিউ ও স্কূটনি পদ্ধতি
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- অভিব্যক্তি ও অভিযোজন- মাধ্যমিক জীবন বিজ্ঞান | Madhyamik Life Science Chapter 4
- পরিবেশ ও জনস্বাস্থ্য- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান | Class 7 Science Chapter 8
- পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ-সপ্তম শ্রেণীর বিজ্ঞান | Class 7 Poribesh Chapter 7
- পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (চতুর্থ অধ্যায়)- সপ্তম শ্রেণীর বিজ্ঞান | Class 7 Science Chapter 4
- সময় ও গতি (দ্বিতীয় অধ্যায়) সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ম উত্তর | Class 7 Science Chapter 2




