দশম শ্রেণীর ভূগোল সিলেবাস ২০২৪ (Class 10 Geography Syllabus)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ২০২৪ সালের সিলেবাস (Class 10 Geography Syllabus) দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর দশম শ্রেণীতে পাঠরত এবং যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ভূগোল বিষয়ের এই সিলেবাস দেখে নাও। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসই দেওয়া আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের (WBBSE Class 10 Geography Syllabus) সিলেবাস নীচে আলোচনা করা হলো।
একনজরে:
সম্পূর্ণ পাঠ্যসূচী
১. বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
২. বায়ুমণ্ডল
আরও দেখুন>>
৩. বারিমণ্ডল
৪. বর্জ্য ব্যবস্থাপনা
৫. ভারত
৬. উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র
৭. মানচিত্র (ভারত)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস (1 st Summative Syllabus)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান- ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন-১০ মূল্যায়নের মাস- এপ্রিল |
১. বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ৫. ভারত- ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ |
আরও দেখুনঃ ২০২৪ সালের মাধ্যমিকের প্রশ্মপত্র PDF | Madhyamik Question Paper 2024 pdf
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস (2 nd Summative Syllabus)
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান- ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন-১০ মূল্যায়নের মাস- আগস্ট |
২. বায়ুমণ্ডল ৩. বারিমণ্ডল ৫. ভারত- অর্থনৈতিক পরিবেশ ৭. ভারতের মানচিত্র চিহ্নিতকরন (আবশ্যিক) |
আরও দেখুনঃ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস (3 rd Summative Syllabus)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান- ৯০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন-১০ মূল্যায়নের মাস- ডিসেম্বর |
৪. বর্জ্য ব্যবস্থাপনা ৬. উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র ৭. মানচিত্র (ভারত) বি.দ্র.- প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায় গুলিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত। |
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest posts:
- Nabanna Scholarship 2025 | নবান্ন স্কলারশিপে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি
- মৌলসমূহের শ্রেণিবিভাগ ও ধর্মাবলির পর্যাবৃত্তি- রসায়ন | একাদশ শ্রেণী | Classification of Elements and Periodicity in Properties Class 11 Chemistry
- পরমানুর গঠন- একাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Structure of Atom Class 11 Chemistry Chapter 2 MCQ
- বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ Layer-1 প্রশ্মপত্র | Vidyasagar Science Olympiad 2025 Layer 1 Question Paper with Answer Keys
- তরল অবস্থা (Liquid State)- দ্বাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Chemistry Class 12 Chapter 1 MCQ Question Answer