Last Updated on April 25, 2022 by Science Master
কন্যাশ্রী প্রকল্পের নতুন আপডেট ২০২২ ( Kanyashree Prakalpa new updates 2022)
২০২২-২০২৩ সেশনের জন্য কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Prakalpa) নতুন আপডেট এসে গেছে। এই প্রকল্পে ১৪ বছর থেকে ১৮ বছর পর্যন্ত ছাত্রীদের বার্ষিক ১০০০ টাকা করে দেওয়া হয় এবং বয়স ১৮ বছরের ওপরে হলে এককালীন ২৫০০০ টাকা দেওয়া হয়। ২০২২-২০২৩ সেশনের জন্য কন্যাশ্রী Renewal বা Upgradation শুরু হয়ে গেছে।
যে সমস্ত ছাত্রী কন্যাশ্রী Renewal (for K-1) বা Upgradation (for K-2) ফর্ম ফিলাপ করবে তারা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয় বা কলেজের অফিসে যোগাযোগ করো। কারন যারা Upgradation ফর্ম জমা করবে তাদের ব্লক লেবেল থেকে Physical Verification হবে। এই ভেরিফিকেশন না করলে তারা কোনো ভাবেই কন্যাশ্রী K-2 যে এককালীন ২৫০০০ টাকা পাই সেটা পাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয় বা কলেজ অফিসে যোগাযোগ করো।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।