Last Updated on December 22, 2021 by Science Master
পশ্চিমবঙ্গ সরকার ছাত্র-ছাত্রীদের জন্য একটি নতুন প্রকল্প, ” স্টূূূুুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্প ” চালু করেছেন। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে এবং তাদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই স্টূূূুুডেন্ট ক্রেডিট কার্ড (StudentCredit Card) প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্বল্প সুদে এবং দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।
◪ স্টূূূুুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পের সুযোগ সুবিধা:-
- বার্ষিক নুন্যতম সরল সুদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ।
- পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা যারা দেশের বা বিদেশের যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা মাদ্রাসায় দশম শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠরত বা কলেজ , বিশ্ববিদ্যালয়ে স্নাতক / স্নাতকোত্তর / পেশাগত/ ডক্টরেট/ পোস্ট ডক্টরেট কোর্সে / ডিপ্লোমা কোর্সে পাঠরত তারা এই সুবিধা পাবে।
- প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট যেখানে IAS, IPS, WBCS, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার চলে, সেখানে পড়াশোনা করলেও এই ঋণ পাওয়া যাবে।
- হোস্টেল ফি কোর্স ফি সহ অন্যান্য খরচ এই ঋণের মাধ্যমে করা যাবে।
- আবেদনকারীর বয়স 40 বছর এর মধ্যে হতে হবে।
◪ স্টূূূুুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ঠ্য:
- বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্ক অনুমোদিত সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক বা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং রাজ্যের রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্ক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়া যাবে এবং ঋণ পাওয়া যাবে।
- কোর্স চলাকালীন যে কোনও সময় ঋণের জন্য আবেদন করা যাবে।
- ঋণ পরিশোধ করার জন্য 15 বছর সময় পাওয়া যাবে।
◪ কারা আবেদন করতে পারবে :
- আবেদনকারীকে ভারতের নাগরিক এবং অবশ্যই অন্ততপক্ষে 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 40 বছর এর মধ্যে হতে হবে।
- পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড/ সংসদের অধিনে সরকারী/ বেসরকারী বিদ্যালয় / মাদ্রাসায় দশম শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠরত শিক্ষার্থী আবেদনের যোগ্য।
- দেশের বা বিদেশের যেকোনো স্বীকৃত কলেজ/ বিশ্ববিদ্যালয়ে স্নাতক / স্নাতকোত্তর / পেশাগত/ ডক্টরেট/ পোস্ট ডক্টরেট কোর্সে / ডিপ্লোমা কোর্সে পাঠরত তারা এই সুবিধা পাবে।
- প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট যেখানে IAS, IPS, WBCS, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার চলে, সেখানে পড়াশোনা করলেও এই ঋণ পাওয়া যাবে।
◪ স্টূূূুুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) আবেদন করার সময় প্রয়োজনীয় নথি বা তথ্য:
- আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কপি বা মাধ্যমিকের রেজিস্ট্রেশনের নথির জেরক্স কপি।
- আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেল আইডি।
- আবেদনকারী এবং সহ ঋণগ্রহীতার (বাবা/ মা/ আইনি অভিভাবক) এর রঙিন ছবি।
- আবেদনকারী এবং সহ ঋণগ্রহীতার (বাবা/ মা/ আইনি অভিভাবক) প্যান কার্ডের জেরক্স কপি।
- অভিভাবকের ঠিকানার প্রমানপত্রের জেরক্স কপি ও মোবাইল নম্বর।
- আবেদনকারী এবং সহ ঋণগ্রহীতার ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতার জেরক্স কপি।
- শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্স ফি সংক্রান্ত নথির জেরক্স কপি।
- শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমানপত্রেরজেরক্স কপি।
◪ কীভাবে আবেদন করতে হবেঃ
স্টূূূুুডেন্ট ক্রেডিট কার্ড করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিঙ্কে করে আবেদন করতে পারবে।
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন
যেকোনো প্রয়োজনে টোল ফ্রি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে 18001028014 অথবা এখানে ইমেল করা যাবে- support-wbscc@bangla.gov.in এবং contactwbscc@gmail.com
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।
Lattest Government News, Schemes, Exams Recruitment Update