Last Updated on July 17, 2022 by Science Master
WBBSE Holidays List 2021
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলির
২০২১ শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা
(১ লা জানুয়ারি – ৩১ শে ডিসেম্বর ২০২১)
v 📦 প্রথম পর্ব (জানুয়ারি – এপ্রিল ২০২১) (WBBSE Holiday List 2021- Jan to April)
📦 দ্বিতীয় পর্ব ( মে – আগষ্ট ২০২১) (WBBSE Holiday List 2021- May to August)
১. মে দিবস ⇒০১-০৫-২০২১(শনিবার)⇒১ দিন⇒ছুটি
২. রবীন্দ্র জয়ন্তী ⇒০১-০৫-২০২১(রবিবার)⇒
৩. ঈদ-ঊল-ফিতার ⇒১৪-০৫-২০২১(শুক্রবার)⇒১ দিন⇒ছুটি
৪. বুদ্ধ পূর্ণিমা ⇒২৬-০৫-২০২১(বুধবার)⇒১ দিন⇒ছুটি
৫. গ্রীষ্মাবকাশ ⇒২৪-০৫-২০২১থেকে ৩-০৬-২০২১(সোমবার থেকে বৃহস্পতিবার)⇒১০ দিন⇒ছুটি
(রবিবার বাদে)
৬. রথযাত্রা ⇒১২-০৭-২০২১(সোমবার)⇒১ দিন⇒ছুটি
৭. ইদ-উদজ্জোহা ⇒২১-০৭-২০২১(বুধবার)⇒১ দিন⇒ছুটি
৮. স্বাধীনতা দিবস ⇒১৫-০৮-২০২১(রবিবার)⇒
৯. মহরম ⇒১৯-০৮-২০২১(বৃহস্পতিবার)⇒১ দিন⇒ছুটি
১০. জন্মাষ্টমী ⇒৩০-০৮-২০২১(সোমবার)⇒১ দিন⇒ছুটি
মোট ছুটি ১৬ দিন
📦 তৃতীয় পর্ব ( সেপ্টেম্বর – ডিসেম্বর ২০২১) (WBBSE Holiday List 2021- Sept to Dec)
১. গান্ধী জয়ন্তী ⇒০২-১০-২০২১(শনিবার)⇒১ দিন⇒ছুটি (বিদ্যালয়ে পালনীয়)
২. মহালয়া ⇒০৬-১০-২০২১(বুধবার)⇒১ দিন⇒ছুটি
৩. পুজাবকাশ ⇒১১-১০-২০২১ থেকে ০৬-১১-২০২১ (সোমবার থেকে শনিবার)⇒২৪ দিন⇒ছুটি
(রবিবার বাদে)
৪. ছট পূজা ⇒০৯-১১-২০২১ ও ১০-১১-২০২১(মঙ্গলবার ও বুধবার)⇒২দিন⇒ছুটি
৫. বিরসা মুণ্ডার জন্মদিবস ⇒১৫-১১-২০২১(সোমবার)⇒১ দিন⇒ছুটি
৬. গুরু নানকের জন্মদিবস ⇒১৯-১১-২০২১(শুক্রবার)⇒১ দিন⇒ছুটি
৭. বড়দিন ⇒২৫-১২-২০২১(শনিবার)⇒১ দিন⇒ছুটি
মোট ছুটি ৩১ দিন
মোট ছুটি = ১৩+১৬+৩১=৬০ দিন + ০৫ (বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে) =৬৫ দিন ।
** কবি ভানুভক্তের জন্মদিন ১৩ ই জুলাই ২০২১ ছুটি (কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য)
৫ ই সেপ্টেম্বর, ২০২১ (রবিবার) ডঃ সর্বপ্ললী রাধাকৃষ্ণণের জন্ম দিন (শিক্ষক দিবস) ২৬ সে সেপ্টেম্বর, ২০২১ (রবিবার) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন |
◼️ বিশেষ দ্রষ্টব্যঃ-
১। এই ছুটির তালিকাটি (২০২১ শিক্ষাবর্ষ) একটি নমুনা () তালিকা দেওয়া হয়েছে। এই তালিকায় মোট ৬৫ দিন উল্লেখ আছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয় গুলির ভৌগলিক বৈশিষ্ট, আঞ্চলিক উৎসব বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে এবং তা বিদ্যালয় পরিচালন স্মিতি/প্রশাসক কর্তৃক অনিমোদিত হতে হবে। কিন্তু মোট ছুটির দিনের সংখ্যা কোনোক্রমেই ৬৫ দিনের বেশি হবে না।
২। মাধ্যমিক পরীক্ষার জন্য ৯ দিন এবং উচ্চমাধ্মিক পরীক্ষার জন্য ১৩ দিন ধার্য করতে হবে। সেজন্য যে বিদ্যালয় গুলিতে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হবে সে বিদ্যালয়গুলির মোট কার্যকরী দিন হবে (২৩৬-৯)=২২৭ দিন এবং যে বিদ্যালয় গুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হবে, তার মোট কার্যকরী দিন হবে (২৩৬-১৩)=২২৩ দিন।
Good post
Good post
Good post