মাধ্যমিক পরীক্ষার প্রশ্ম কাঠামো এবং নম্বর বিভাজন / WBBSE 2021 Question Pattern and marks Distribution

Last Updated on September 4, 2021 by Science Master

মাধ্যমিক পরীক্ষার প্রশ্ম কাঠামো এবং নম্বর বিভাজন (WBBSE 2021 Question Pattern and marks Distribution)

WBBSE 2021 Question Pattern and marks Distribution

WBBSE 2021 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন প্রশ্ম কাঠামো তৈরী করেছে। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার  সিলেবাস থেকে প্রায় 30-35%  কমিয়েছে। প্রতি বছরের মতো এবারেও প্রত্যেকটি বিষয়ের মোট 100 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং মৌখিক হবে 10 নম্বরের। মাধ্যমিকে মোট সাতটি বিষয়ের পরীক্ষা হয়। বাংলা, ইংরেজি, গ্ণিত, জীবন বিজ্ঞান , ভৌত বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। সাতটি বিষয়ে মোট 700  নম্বরের পরীক্ষা হবে। নিচে এই বছরের প্রতিটি বিষয়ের প্রশ্ম কাঠামো ও নম্বর বিভাজন দেওয়া হল। যে সমস্ত  ছাত্র-ছাত্রী  2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব কাজে লাগবে। 

আরও দেখুন:  মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

বাংলা (প্রথম ভাষা) বিষয়ের প্রশ্ম কাঠামো এবং নম্বর বিভাজনঃ-  

WBBSE 2021 Question Pattern and marks Distribution
ইংরেজী (দ্বিতীয় ভাষা ) বিষয়ের প্রশ্ম কাঠামো এবং নম্বর বিভাজন ঃ-
WBBSE 2021 Question Pattern and marks Distribution

জীবন বিজ্ঞান ও গ্ণিত বিষয়ের প্রশ্ম কাঠামো এবং নম্বর বিভাজন ঃ-
WBBSE 2021 Question Pattern and marks Distribution

ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্ম কাঠামো এবং নম্বর বিভাজনঃ-  


WBBSE 2021 Question Pattern and marks Distribution

ইতিহাস ও ভূগোল বিষয়ের প্রশ্ম কাঠামো এবং নম্বর বিভাজনঃ-  

WBBSE 2021 Question Pattern and marks Distribution

images%2B%25284%2529

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top