উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ঘোষণা
(WBHS Examination routine 2020 new)
অবশেষে উচ্চমাধ্যমিক (WBHS Examination) পরীক্ষার দিন ঘোষণা করল শিক্ষা সাংসদ। করোনা পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তার গাইডলাইন পরীক্ষাকেন্দ্র গুলিকে দেওয়া হয়েছে। পরীক্ষার তারিখ নিচে দেওয়া হল-
পরীক্ষার তারিখ | বিষয় |
২ জুলাই ২০২০ | এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি |
৬ জুলাই ২০২০ | রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, পার্শিয়ান, আরবি, সংস্কৃত |
৮ জুলাই ২০২০ | ভূগোল, স্ট্যাটিস্টিক্স, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট |
পরীক্ষাকেন্দ্র গুলিকে কয়েক দফা গাইডলাইন দেওয়া হয়েছে।
১. পরীক্ষাকেন্দ্র গুলির ঘর, বাঞ্চ ও টয়লেট গুলি স্যানিটাইজ করতে হবে।
২. স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষা কর্মীদের মাক্স ও হ্যান্ড গ্লাভস পড়ে থাকা বাধ্যতামূলক।
৩. পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াস রাখতে হবে।
৪. প্রত্যেক পরীক্ষার্থীদের নিজস্ব স্যানিটাইজার নিয়ে যেতে হবে।
৫. পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ঢোকার আগে এবং পরীক্ষা চলাকালীন মাক্স পড়া বাধ্যতামূলক।
৬. পরীক্ষার্থীরা যখন পরীক্ষাকেন্দ্রর ভেতরে ঢুকবে এবং পরীক্ষা দেবে তখন সামাজিক দূরত্ব মানতে হবে।
৭. প্রত্যেক অভিভাবককে নিশ্চিত করতে হবে যে তাঁদের ছেলে বা মেয়ে কারও জ্বর নেই বা জ্বর ছিল না।
৮. যে সমস্ত শিক্ষকরা পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালাবেন তাঁদের গ্লাভস পড়ে থাকতে হবে।
৯. পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও লেখার জিনিস ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে যেতে পাড়বে না।
১০. ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারিদের উত্তরপত্র পরীক্ষা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংসদে পাঠাতে হবে।