WB HS Revised Routine 2022
২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয় ১ লা নভেম্বর ২০২২ । কিন্তু পরীক্ষার দিনে WBJEE (Main) এর পরীক্ষা পড়ায় রুটিনে কিছুটা রদবদল করা হল। উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন (WB HS Revised Routine 2022) ঘোষনা করা হল আজ। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২ এপ্রিল থেকে এবং চলতো ২০ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং চলবে দুপুর ১ টা ১৫ পর্যন্ত। আর একাদশ শ্রেনীর পরীক্ষা শ্রেণীর পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে এবং চলবে বিকেল ৫ টা ১৫ পর্যন্ত।
[আরও দেখুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২ এর ফাইনাল রুটিন ]
একনজরে দেখে নেওয়া যাক পরীক্ষার রুটিনে কি কি পরিবর্তন করা হলো। উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কিন্তু ১৬ থেকে ২১ এপ্রিল WBJEE (Main) এর পরীক্ষা পড়েছে। ১৬ এপ্রিলের পরীক্ষা হবে ১৩ এপ্রিল, ১৮ এপ্রিলের পরীক্ষা হবে ২৫ এপ্রিল, ১৩ এপ্রিলের পরীক্ষা হবে ১৮ এপ্রিল এবং ২০ তারিখের পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ২০ তারিখের বদলে পরীক্ষা চলবে ২৬ তারিখ পর্যন্ত। নিচে উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন দেওয়া হল।
তবে এবারের একাদশ শ্রেনীর পরীক্ষার (WB HS Revised Routine 2022) রুটিনে কোনো পরিবর্তন করা হয়নি।
◪ উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত রুটিন ২০২২ (WB HS Revised Routine 2022)

➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।