Last Updated on November 21, 2021 by Science Master

স্কুলের সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের

16 ই নভেম্বর থেকে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস। আর এরই মধ্যে স্কুলের সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ (New school schedule) । স্কুলের সময়সীমা নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের ক্ষোভ দেখা দেওয়ায় পর্ষদের এই সিদ্ধান্ত।

আজ রবিবার স্কুলের সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে:-

1) দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোমবার, বুধবার এবং শুক্রবার। নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার।

2) সকাল 10 টা 50 থেকে ক্লাস শুরু হবে এবং চলবে বিকেল 4 টা 30 মিনিট পর্যন্ত। দার্জিলিঙ ও কালিম্পং এর ক্ষেত্রে অবশ্য আলাদা। এখানে ক্লাস শুরু 9 টা 30 মিনিট থেকে দুপুর 3 টে পর্যন্ত।

3) শনিবার কোনো ক্লাস হবে না।

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি:

New school schedule

আরও দেখুন:  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বিগত বছরের প্রশ্মপত্র | Vidyasagar Science Olympiad Previous Years Question Paper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d