মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

PPS-PPR of MP Exam 2022

কীভাবে মাধ্যমিকের উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও করবেন | How to Apply for PPS-PPR of MP Exam 2022

Last Updated on June 9, 2022 by Science Master

PPS-PPR of MP Exam 2022

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষনা হওয়ার পরপরই মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসমস্ত পরীক্ষার্থী লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও (PPS-PPR of MP Exam 2022) করতে চায় তাদের জন্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ। লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও প্রক্রিয়া উভয়েই অনলাইনে হবে। এর জন্য ফলাফল ঘোষনার দিন অর্থাৎ ৩ রা জুন দুপুর ১২ টা থেকেই এক ওয়েবসাইট চালু করা হয়েছে যেখান থেকে লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল- www.wbbsedata.com

তবে পরীক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে না। আবেদন করতে হলে স্কুলের মাধ্যমেই তা করতে হবে। এর জন্য পরীক্ষার্থীদের স্কুলের হেডমাস্টারকে সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে। আর এতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং কোন কোন বিষয়ে স্ক্রটনি বা রিভিও করতে চায় তা স্পস্ট লেখা থাকতে হবে। সঙ্গে দিতে হবে মার্কশিটের জেরক্স এবং প্রয়োজনীয় ফি।

আরও দেখুন:  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)

স্ক্রটনি ও রিভিও (PPS-PPR of MP Exam 2022) কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলীঃ

১. শুধুমাত্র পাশ করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের স্ক্রটনির (PPS) জন্য আবেদন করতে পারবে।

২. ফেলকরা পরীক্ষার্থীরা উত্তরপত্রের রিভিও (PPR) জন্য আবেদন করতে পারবে।

৩. আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে হবে এবং তা স্কুল থেকেই করতে হবে।

৪. লিখিত আবেদনের সঙ্গে মার্কশিটের জেরক্স কপি এবং প্রয়োজনীয় ফি দিতে হবে।

৫. কোনো অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না।

৬. PPR এর ক্ষেত্রে উত্তরপত্রের মূল্যায়ন করা হবে কিন্তু PPS এর ক্ষেত্রে শুধুমাত্র মোট নম্বরের যোগফল মূল্যায়ন করা হবে।

PPS-PPR of MP Exam 2022 সম্পর্কিত কিছু গুরুত্ব পূর্ণ তথ্যঃ

PPS / PPR Application starts3 rd june 2022 from12 noon
PPS fees40 per subject
PPR fees50 per subject
websitehttps://www.wbbsedata.com/
Last date of Application 17 th June 2022 till Midnight

আরও দেখুনঃ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর রেজাল্ট দেখার লিঙ্ক

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top