বদলে গেল ২০২৩ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। 

থাকছে না আর দুটি আলাদা পার্ট, Part-A এবং Part-B 

একটিই প্রশ্নপত্র এবং একটিই উত্তরপত্র হবে। 

Part -B এর উত্তর ২০২২ সাল পর্যন্ত প্রশ্নপত্রেই লিখতে হতো। 

পরীক্ষা শেষে Part-B মেন উত্তর পত্রের সঙ্গে যুক্ত করে দিতে হতো। 

২০২৩ সাল থেকে আর সেই ঝামেলা থাকছে না। উত্তর পত্রেই সমস্ত উত্তর করতে হবে। 

একাদশ শ্রেণীতে যেমন ভাবে পরীক্ষা হয় সেভাবেই উচ্চমাধ্যমিক হবে।

বিষদে জানার জন্য আমাদের পেজ ভিজিট করুন। নিচে লিঙ্ক দেওয়া আছে।