প্রকাশিত হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025 এর Layer-1 পরীক্ষার রেজাল্ট।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025 এর Layer-1 পরীক্ষা হয় 15 জুন 2025।

প্রত্যেক ইউনিটের 10% পরীক্ষার্থীকে Layer 2 এর জন্য মনোনীত করা হয়েছে।

প্রত্যেক ইউনিটের শীর্ষ 3 জনকে বই কেনার গ্রাণ্ড হিসেবে 1000/- টাকা করে দেওয়া হবে।

Vidyasagar Science Olympiad 2025 রেজাল্ট কিভাবে দেখবেন?

পরের পেজে VSO Layer-1 Result 2025 দেখার লিঙ্ক দেওয়া আছে।

যেসমস্ত ছাত্র-ছাত্রী বুক গ্রাণ্ড এর জন্য সিলেক্ট হয়েছে রেজাল্ট লিস্টে তাদের নামের পাশে Book Grand Eligibility কলমে Yes লেখা থাকবে।

Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result Link