ছাত্রীদের জন্য সুখবর, কন্যাশ্রী নিয়ে নতুন আওডেট এসে গেছে।
এই বছরের কন্যাশ্রী রিনুয়াল এবং আপগ্রেডেশন শুরু হয়ে গেছে।
14 থেকে 18 বছরের বয়সের ছাত্রীরা পাবে বছরে 1000 টাকা করে।
18 বছর বয়সের ওপরের ছাত্রীরা পাবে এক কালীন 25000 টাকা।
2022-2023 Renewal এবং Upgradation ফর্ম এসে গেছে।
যত তাড়াতাড়ি সম্ভব Renewal এবং Upgradation ফর্ম জমা করে দাও।
Upgradation ফর্ম যারা জমা দেবে তাদের Physical Verification হবে। তাই তাড়াতাড়ি ফর্ম জমা করে দেবে।
Renewal এবং Upgradation ফর্ম পেতে তোমরা নিজের নিজের Head of Institution এ যোগাযোগ করো।
Learn more