কন্যাশ্রী প্রকল্প, স্কুল ও কলেজের ছাত্রীদের জন্য একটি গুরুত্ব পূর্ণ প্রকল্প। 

এই প্রকল্পে ১৮ বছরের নীচের ছাত্রীরা বছরে ১০০০ টাকা এবং 

১৮ বছরের ওপরের ছাত্রীরা এককালীন ২৫০০০ টাকা পায়।

যারা K-1 তাদের রিনুওয়াল এবং যারা তাদের K-2 আপগ্রেডেশন করতে হবে। 

আবেদনেপত্র স্কুল বা কলেজের অফিসে জমা করতে হবে। 

আবেদনপ্ত্র জমা করার পর কোন লেভেল ভেরিফিকেশন হয়েছে তার স্ট্যাটাস চেক করা যাবে। 

আসুন দেখে নেওয়া যাক কীভাবে কন্যাশ্রী আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে।