Madhyamik 2023 Physical Science paper solution
মাধ্যমিক ২০২৩ এর ভৌতবিজ্ঞান প্রশ্মপত্রের (2023 Physical Science paper solution) সমস্ত ধরনের প্রশ্মের সঠিক সমাধান করে দেওয়া হলো। প্রত্যেক বছর যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয় তাদের বিশেষ কাজে আসবে। প্রতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আমাদের এই প্রচেষ্টা। আসা রাখছি মাধ্যমিক ২০২৩ এর ভৌতবিজ্ঞান প্রশ্মপত্রের সমাধান পেয়ে ছাত্র-ছাত্রীরা খুবই উপকৃত হবে।
ক বিভাগ
1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে ।যেটি ঠিক সেটি লেখ:
1.1 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে?
(a) CO2
(b) Ar
(c) CFC
(d) He
উত্তরঃ- (c) CFC
1.2 4g H2 গ্যাসের STP তে PV এর মান কত?
(a) RT
(b) 2RT
(c) 4RT
(d) 0.5 RT
উত্তরঃ- (b) 2RT
1.3 12g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে?(C=12, O=16)
(a) 32g
(b) 12g
(c) 16g
(d) 44g
উত্তরঃ- (a) 32g
1.4 তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?
(a) 0
(b) 1
(c) 2
(d) 3
উত্তরঃ- (c) 2
1.5 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল
(a) হলুদ
(b) কমলা
(c) লাল
(d) বেগুনি
উত্তরঃ- (c) লাল
1.6 কোন অবতল দর্পনে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 o কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে
(a) 90⁰
(b) 22.5⁰
(c) 135⁰
(d) 45⁰
উত্তরঃ- (d) 45⁰
1.7 পরিবাহিতাঙ্কের একক কোনটি?
(a) mho.metre‐1
(b) ohm.metre-1
(c) mho.metre
(d) ohm.metre
উত্তরঃ- (a) mho.metre‐1
1.8 40 ohm রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত?
(a) 0.5 volt.
(b) 2 volt.
(c) 6 volt.
(d) 8 volt.
উত্তরঃ- (d) 8 volt.
1.9 α , β ও γ রশ্মির ভেদান ক্ষমতার সঠিক ক্রম-
(a) γ > α > β
(b) γ > β > α
(c) α > β > γ
(d) β > γ > α
উত্তরঃ- (b) γ > β > α
1.10 দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে
(a) 8
(b) 32
(c) 16
(d) 18
উত্তরঃ- 18
1.11 CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয় ? (অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20)
(a) 0
(b) 1
(c) 2
(d) 3
উত্তরঃ- (c) 2
1.12 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লওস্পারের সঙ্গে নিচের কোনটি থাকে?
(a) অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
(b) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
(c) অ্যালুমিনিয়াম সালফেট
(d) বিশুদ্ধ অ্যালুমিনা
উত্তরঃ- (d) বিশুদ্ধ অ্যালুমিনা
1.13 N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়?
(a) NaNO2 , NH4Cl
(b) NaNO3 ,NH4Cl
(c) NaCl, NH4NO3
(d) NaNO3 ,NH4NO3
উত্তরঃ- (a) NaNO2 , NH4Cl
1.14 নিচের কোনটি জিংক এর আকরিক জিংক ব্লেন্ডের সংকেত?
(a) ZnO
(b) ZnS
(c) ZnCO3
(d) ZnSO4
উত্তরঃ- (b) ZnS
1.15 নিচের কোনটি একটি অ্যালকোহল?
(a) CH3OCH3
(b) CH3CHO
(c) CH3COOH
(d) CH3CH2OH
উত্তরঃ- (d) CH3CH2OH
আরও দেখুনঃ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্ম-উত্তর।
খ বিভাগ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
2.1 বায়ুমন্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো, যেটি গ্রীনহাউস গ্যাস নয়।
উত্তরঃ- অক্সিজেন (O2)।
2.2 কয়লার একটি নমুনার তাপন মূল্য 30000 kJkg-1 বলতে কী বোঝায় ?
উত্তরঃ- কয়লার একটি নমুনার তাপন-মূল্য 30000 kJkg-1 বলতে কী বোঝায়, এক কেজি বা 1000 গ্রাম নমুনার কয়লাকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে 30000 kJ তাপ উৎপন্ন হবে।
অথবা
স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন?
উত্তরঃ- স্থিতিশীল উন্নয়ন হলো সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটায়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থের সঙ্গে আপোষ না করে। এর ফলে পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে, বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি ঘটবে। এর জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ এবং এর ওপর নির্ভরতা কমিয়ে নবীকরণযোগ্য ও অপ্রচলিত বিকল্প শক্তির উৎসের ব্যবহার প্রয়োজন। এই কারনে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায়।
2.3 কোন চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V০; চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে?
উত্তরঃ- V0/273
2.4 STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অনুর সংখ্যার অনুপাত কত হবে?
উত্তরঃ-
1 L \;H_2 \;গ্যাসে\;উপস্থিত\; অনুর \;সংখ্যা= \frac{6.022\times 10^{23}}{22.4}
1 L \;CO_2 \;গ্যাসে\;উপস্থিত\; অনুর \;সংখ্যা= \frac{4\times6.022\times 10^{23}}{22.4}
STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অনুর সংখ্যার অনুপাত 1 : 4
2.5 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ:
কঠিন এর দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়।
উত্তরঃ- সত্য।
অথবা
হিরে লোহা ও রূপকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও।
উত্তরঃ- হিরে > রূপো > লোহা
2.6 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখ।
উত্তরঃ- উত্তল দর্পণ গাড়িতে রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয়।
2.7 অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়?
উত্তরঃ- অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর দর্পণের মূখ্য ফোকাস দিয়ে যায়।
2.8 একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়?
উত্তরঃ- লোহা ও তামার তার দুটির মধ্যে দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় না।
2.9 একটি ধাতব ও পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী লেখচিত্র I-V অঙ্কন করো।
উত্তরঃ-

পাশে ওহমের সূত্র অনুযায়ী I-V লেখচিত্র দেখানো হলো।
I-V লেখোচিত্র একটি মূলবিন্দুগামী সরলরেখা।
2.10 পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো।
উত্তরঃ- পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার হল চিকিৎসা ক্ষেত্রে রেডিয়েশন থেরাপির সাহায্যে লিউকোমিয়া, ক্যানসার, টিউমার ইত্যাদির চিকিৎসা করা হয়।
অথবা
শূন্যস্থান পূরণ করো:
গামা রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ……………তরঙ্গ।
উত্তরঃ- তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো।
বামপক্ষ | ডানপক্ষ |
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | Fe |
2.11.2 ধাতু শংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | Zn |
2.11.3 একটি ক্ষার ধাতু | Ca |
2.11.4 আয়রনের মরিচারোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | K |
উত্তরঃ-
2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো।
বামপক্ষ | ডানপক্ষ |
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | Ca |
2.11.2 ধাতু শংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে | Fe |
2.11.3 একটি ক্ষার ধাতু | K |
2.11.4 আয়রনের মরিচারোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় | Zn |
2.12 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:
মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যেই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়।
উত্তরঃ- সত্য।
2.13 তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়।
উত্তরঃ- ক্যাথোড তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়।
অথবা
রুপোর ওপর গোল্ডের তড়িৎ লেপনে তড়িদবিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়।
উত্তরঃ- পটাশিয়াম অরোসায়ানাইড { K[Au(CN)2] }
2.14 শূন্যস্থান পূরণ করো:
তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে………..।
উত্তরঃ- আয়ন।
2.15 N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ কর।
উত্তরঃ- N2 তে উভয় N পরমানুর অষ্টক পূর্ণ অবস্থায় থাকে।
অথবা
ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন-ডাই-অক্সাইড, অপরটি কি?
উত্তরঃ- অ্যামোনিয়া (NH3)।
2.16 বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়?
উত্তরঃ- বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড (NO)
2.17 CH3CH=CH2 এর IUPAC নাম লেখো।
উত্তরঃ- প্রোপিন বা প্রোপ-1- ইন।
অথবা
মিথেন এর কার্বন এর চারটি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে।
উত্তরঃ- মিথেনে কার্বনের চারটি যোজ্যতা একটি সুষম চতুস্থলকের চারটি শীর্ষ বিন্দু বরাবর বিন্যাস্ত থাকে।
2.18 ডিনেচার্ড স্পিরিট এর একটি ব্যবহার লেখ।
উত্তরঃ- কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত মোম, গালা, রজন, বার্নিশ প্রভৃতি পদার্থের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়।
গ বিভাগ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্ন গুলি লক্ষণীয়):
3.1 ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো।
উত্তরঃ- 1) আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে। প্রবল বন্যা, খরা , ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি হবে। 2) মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেবে।
3.2 17০C উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm3 আয়তন অধিকার করে । ওই চাপে 47⁰ C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে?
উত্তরঃ-
P1 = 750 mm Hg; V1 = 580 cm3; T1 = 17oC = (17+273)K = 290 K
P2 = 750 mm Hg; T1 = 47oC = (47+273)K = 320 K; V2 = ?
\frac{P_1.V_1}{T_1}=\frac{P_1.V_1}{T_1}\\\frac{750\times580}{290}=\frac{750\times V_2}{320}\\\frac{320\times580}{290}=V_2\\640=V_2\\\therefore V_2= 640 \;cm^3
ওই চাপে 47oC উষ্ণতায় গ্যাসটির 640 cm3 আয়তন অধিকার করবে।
অথবা
সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 mL এবং 5600 mL আয়তন অধিকার করে। গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো।
উত্তরঃ-
আমরা\; জানি, \; \frac{M_1}{M_2}=\frac{V_2}{V_1}\\\frac{M_1}{M_2}=\frac{5600}{4480}\\বা,\;\frac{M_1}{M_2}=\frac{5}{4}\\বা,\;M_1:M_2=5:4\\\thereforeগ্যাস\;দুটির \;মোলার\; ভরের \;অনুপাত= 5:4
3.3 আলোর প্রতিসরণের স্নেল এর সূত্রটি লেখ ।
উত্তরঃ- যখন একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের বিভেদতলে প্রতিসৃত হয়, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়।
\frac{Sin i}{Sin r}=\mu\;(ধ্রুবক )
অথবা
কোন পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস এর মধ্যে কোন বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ- ১) প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের যে দিকে বস্তু রয়েছে সেই দিকে বস্তুটির পেছনে।
২) প্রতিবিম্ব অসদ, সমশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে বড়ো হবে।
3.4 বৈদ্যুতিক হিটারে তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ- বৈদ্যুতিক হিটারে সাধারনত নাইক্রোম তার ব্যবহার করা হয়। এই তারের গলনাঙ্ক খুব বেশি হয় বলে উচ্চ উষ্ণতাতেও গলে যায় না।
ফিউজ তার বৈদ্যুতিক মেইন লাইনের লাইভ তারের সাথে শ্রেণীতে যুক্ত থাকে। এটি টিন এবং সিসা এর সংকর ধাতু দিয়ে তৈরি। এই তারের রোধ উচ্চ এবং গলনাঙ্ক কম। তাই অতিরিক্ত উত্তপ্ত হলে সহজেই গলে গিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক রক্ষা পায়।
3.5 CH4 এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত।(H ও C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 ও 6)
উত্তরঃ- CH4 এর লুইস ডট ডায়াগ্রামঃ

3.6 সোডিয়াম ক্লোরাইড এর একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত।
উত্তরঃ- সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। দ্রবণ তড়িৎ পরিবহন করলে অবশ্যই সেই দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন উপস্থিত আছে। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে বা গলিত অবস্থায় এসে ক্যাটায়ন (Na+) এবং অ্যানায়ন (Cl–) উৎপন্ন করেছে । অতএব বলা যায় সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত একটি যৌগ।
অথবা
কিভাবে সোডিয়াম ক্লোরাইড এ আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও।(Na ও Cl এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17)
উত্তরঃ- সোডিয়াম (2,8,1) ও ক্লোরিন (2,8,7) পরমাণু দুটি রাসায়নিক বন্ধনে আবদ্ধ হওয়ার সময় সোডিয়াম তার M কক্ষের একটি ইলেকট্রন বর্জন করে ধনাত্মক তড়িৎযুক্ত সোডিয়াম আয়ন (Na+) এবং ক্লোরিন পরমাণু এই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক তড়িৎযুক্ত ক্লোরাইড আয়নের (Cl–) পরিণত হয়। এর ফলে সোডিয়াম নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের এবং ক্লোরিন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিতি অর্জন করে। বিপরীতযুক্ত সোডিয়াম আয়ন (Na+) এবং ক্লোরাইড আয়ন (Cl–) স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা পরস্পরের যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড (NaCl) যৌগ গঠন করে। সুতরাং সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ।
কিভাবে সোডিয়াম ক্লোরাইড এ আয়নীয় বন্ধন গঠিত হয় তা নিচে দেখানো হলো।

3.7 Pb(NO3)2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ।
উত্তরঃ- লেড নাইট্রেটের জলীয় দ্রবনে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো রঙের সিলভার সালফাইড অধঃক্ষিপ্ত হয় এবং দ্রবনে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়।
Pb(NO3)2 + H2S ➝ PbS + 2HNO3
3.8 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নিচের বিক্রিয়াটি কোন তড়িৎদ্বারে ঘটে?
Mn+ + ne = M (M=ধাতু)
বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া? যুক্তিসহ উত্তর দাও
উত্তরঃ- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে উক্ত বিক্রিয়াটি ক্যাথোড তড়িৎদ্বারে ঘটে।
এটি একটি বিজারণ বিক্রিয়া। আমরা জানি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমানু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তাকে বিজারণ বলা হয়। উপরিউক্ত বিক্রিয়ায় ধাতব আয়ন দ্বারা ইলেকট্রনের গ্রহণ হয়েছে। অর্থাৎ বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া।
অথবা
অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো । আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন?
উত্তরঃ- অ্যালুমিনিয়ামের একটি ব্যবহারঃ অ্যালুমিনিয়াম রান্নার বাসনপত্র, দরজা – জানালার ফ্রেম চেয়ার-টেবিল প্রভৃতি নির্মাণে ব্যবহৃত হয়। তাছাড়াও বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়।
আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয়। কারণ আম্লিক খাদ্যে উপস্থিত জৈব অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে দ্রাব্য ধাতব যৌগ উৎপন্ন করে। আর অ্যালুমিনিয়ামের এই যৌগগুলি মানবস্বাস্থ্যের পক্ষে খুবই বিষাক্ত ।এই কারণে আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে না রাখায় ভালো।
3.9 ইথিলিন এর পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলি ইথিলিন উৎপাদন করা হয়?
উত্তরঃ- ইথিলিন বা ইথিনকে প্রথমে 1500 থেকে 2000 atm চাপে তরলে পরিণত করা হয়। এই তরল ইথিলিনকে কোন পারক্সাইড বা অক্সিজেন বা Cr2O3 অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200° C উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অনু যুক্ত হয়ে দীর্ঘ কার্বন শৃংখলযুক্ত পলি ইথিলিন বা পলিথিনের অনুগঠিত হয়।
n(H_2C=CH_2)\xrightarrow [Cr_2O_3]{150-200^0C}[-H_2C-CH_2-]_n (পলিথিন)
অথবা
কিভাবে নিচের পরিবর্তনটি করা যায়?
CH≡CH ➝ CH3CH3
HC\equiv CH\xrightarrow[Ni/160^0C]{H_2}H_2C=CH_2\xrightarrow[Ni/160^0C]{H_2}CH_3CH_3
উত্তরঃ-
ঘ বিভাগ
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
4.1 আদর্শ গ্যাস কি? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি? যুক্তিসহ উত্তর দাও ।
উত্তরঃ- যেসব গ্যাস সব অবস্থাতেই বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে।
বয়েলের সূত্র অনুযায়ী, অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সঙ্গে ব্যাস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। সুতরাং, V ∝ 1/P
কেলভিন বা পরম স্কেলে চার্লসের সূত্র অনুযায়ী, অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার কেলভিন উষ্ণতার সমানুপাতিক। V ∝ T
বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় করে পাওয়া যায়, PV = KT
প্রশ্ম অনুযায়ী গ্যাসটি আবদ্ধ পাত্রে রক্ষিত। অর্থাৎ গ্যাসের আয়তন, V=ধ্রুবক
অতএব, P ∝ T, [স্থির আয়তনে গ্যাসের চাপ উষ্ণতার সমানুপাতিক]
একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের বৃদ্ধি পাবে।
4.2 সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়:
S + O2 ➝ SO2
STP তে 2240 L SO2 উৎপন্ন করতে
(i) কত গ্রাম সালফার
এবং (ii) কত মোল O2 প্রয়োজন হবে? (O=16, S=32)
উত্তরঃ-
(i) \;22.4 \;লিটার\; SO_2\; উৎপন্ন\; করতে \;সালফার\; লাগে\; 32\; গ্রাম। \\2240 \;লিটার\; SO_2\; উৎপন্ন\; করতে \;সালফার\; লাগে\;\frac{2240\times32}{22.4}\\\therefore SO_2 \;লাগবে\; 3200\;gm
(ii)\;22.4 \;লিটার\; SO_2\; উৎপন্ন\; করতে \;O_2\; লাগে\; 1 \;মোল। \\2240 \;লিটার\; SO_2\; উৎপন্ন\; করতে \;O_2\; লাগে\;\frac{2240}{22.4}\;মোল=100\;মোল।
অথবা
480 g একটি কঠিন যৌগকে 352 g অক্সিজেনে পোড়ালে 320 g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটি বাষ্পঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
উত্তরঃ- গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে = [(480 + 352) – 320] গ্রাম = 512 গ্রাম।
গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32। অতএব, আণবিক ভর = 64
অতএব, উৎপন্ন গ্যাসীয় যৌটির মোল সংখ্যা = 512/64 = 8
4.3 কঠিনের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখ ।
উত্তরঃ- প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুনাঙ্ক বলে। যদি t1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন V1 এবং t2 উষ্ণতায় আয়তন V2 হয় তাহলে, ওই কঠিন পদার্থটির আয়তন প্রসারণ গুনাঙ্ক γ (গামা) হবে-
আয়তন\; প্রসারণ\; গুনাঙ্ক\; γ \;(গামা)= \frac{V_2-V_1}{V_1(t_2-t_1)}
অথবা
দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও।
উত্তরঃ- কঠিন পদার্থের প্রসারণের উদাহরণঃ কাচের শিশির মুখে ধাতব ছিপি খুব জোরে এঁটে গেলে ছিপি খোলার সময় শিশির মুখটি উত্তপ্ত করা হয়। ছিপিটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়; ফলে আলগা হয়ে যায় এবং সহজে খোলা যায়।
তরল পদার্থের প্রসারণের উদাহরণঃ থার্মোমিটারে উষ্ণতা- নির্দেশক তরল হিসেবে পারদ বা অ্যালকোহল ব্যবহার করা হয়। থার্মোমিটারের কুণ্ডটি কোনো উষ্ণ বস্তুর সংস্পর্শে এলে কুণ্ডের ভেতরে থাকা তরল উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং বস্তুটির তাপমাত্রা নির্দেশ করে।
গ্যাসের পদার্থের প্রসারণের উদাহরণঃ গরম হওয়া বেলুনের মধ্যে উষ্ণ বায়ু প্রসারিত অবস্থায় থাকে। উষ্ণ বায়ু বেলুনের বাইরে থাকা ঠাণ্ডা বায়ুর থেকে হালকা হওয়ায় বেলুন উপরে উঠতে থাকে।
4.4 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45⁰ হলে এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে 60⁰ কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে?
উত্তরঃ-⬕ কৌণিক চ্যুতির মান কত হবে (60-45) = 150
6 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 cm দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 cm দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয় । রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত?
⬕ এখানে বস্তুর আকার = 6 cm
বস্তুর দূরত্ব = 2.4 cm
প্রতিবিম্বের দূরত্ব = 4.8 cm
রৈখিক\;বিবর্ধন = \frac{প্রতিবিম্বের\;দূরত্ব}{বস্তুর\;দূরত্ব}\\ রৈখিক\;বিবর্ধন = \frac{4.8}{2.4}\\={\color{blue}2 \;cm}
আবার, রৈখিক\;বিবর্ধন = \frac{প্রতিবিম্বের\;আকার}{বস্তুর\;আকার}\\প্রতিবিম্বের\;আকার= রৈখিক\;বিবর্ধন\timesবস্তুর\;আকার\\=(2\times6)\;cm\\={\color {blue}12\;cm }
অথবা
কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 x 105 Kms-1 এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 x 105 Kms-1। কাঁচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো।
উত্তরঃ- কাচ মাধ্যমে আলোর গতিবেগ (vg) = 2 x 105 Kms-1 ;
জল মাধ্যমে আলোর গতিবেগ (vw) = 2.25 x 105 Kms-1
আমরা\;জানি, \mu\;\alpha\;\frac{1}{v}\\\therefore\;\frac{\mu_g}{\mu_w}=\frac{v_w}{v_g}\\\frac{\mu_g}{\mu_w}=\frac{2.25\times10^5}{2\times10^5}\\\frac{\mu_g}{\mu_w}=\frac{9}{8}\\{\mu_g}:{\mu_w}=9:8\\\therefore\;কাচ\; ও\; জল \;মাধ্যমের\; প্রতিসরাঙ্কের\; অনুপাত={\color{blue}9:8}
4.5 x- রশ্মি ও γ- রশ্মির একটি করে ব্যবহার লেখ। গামা রশ্মির একটি ক্ষতিকারক প্রভাবের উল্লেখ কর।
উত্তরঃ- ⬕ x- রশ্মি ভেদন ক্ষমতা আছে, তাই শল্য চিকিৎসায় হাত, পা বা দেহের বিভিন্ন হাড়ের ছবি ফটোগ্রাফিক প্লেটে তোলার কাজে ব্যবহৃত হয়।
চিকিৎসা ক্ষেত্রে γ- রশ্মির নানাবিধ ব্যবহার আছে। সিটি স্ক্যান, রেডিও , থেরাপি এবং ক্যান্সারের চিকিৎসায় γ-রশ্মি ব্যবহৃত হয়।
⬕ γ- রশ্মির একটি ক্ষতিকর প্রভাবঃ- γ- রশ্মির অত্যধিক ভেদন ক্ষমতার জন্য জীবদেহের নানা রকম ক্ষতিসাধন করে।
4.6 সম দৈর্ঘ্যের দুটি ধাতব তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত। A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তার দুটির রোধের অনুপাত কত?
উত্তরঃ- ধরি, A তারের রোধ RA এবং B তারের রোধ RB । তার A ও B একই পদার্থ দিয়ে গঠিত হওয়াই এদের রোধাঙ্ক (ρ) সমান।
A তারের দৈর্ঘ্য lA এবং B তারের lB । উভয় তারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ lA = lB
B তারের ব্যাসার্ধ = r এবং A তারের ব্যাসার্ধ = 2r
A \;তারের\; ক্ষেত্রে \;R_A=\rho\frac{l_A}{\pi (2r)^2}\\A \;তারের\; ক্ষেত্রে \;R_B=\rho\frac{l_B}{\pi r^2}\\\frac{R_A}{R_B}=\frac{r^2}{4r^2}\\\frac{R_A}{R_B}=\frac{1}{4}\\\therefore\;{\color{blue}{R_A}:{R_B}=1:4}\\\therefore\;তার\; দুটির\; রোধের\;অনুপাত=1:4
অথবা
একটি বাড়িতে তিনটি 220V-60W বৈদ্যুতিক বাতি ও দুটি 220V-100W বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখা গুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। BOT একক প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনে বিদ্যুতের জন্য কত খরচ হবে?
উত্তরঃ- তিনটি 220V-60W বৈদ্যুতিক বাতি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হলে, প্রতিদিন বৈদ্যুতিক বাতির জন্য ব্যয়িত তড়িৎশক্তির পরিমান= 3(60 x 5) Wh = 900 Wh
দুটি 220V-100W বৈদ্যুতিক পাখা দিনে 10 ঘন্টা করে চালানো হলে, প্রতিদিন বৈদ্যুতিক পাখার জন্য ব্যয়িত তড়িৎশক্তির পরিমান= 2(100 x 10) Wh = 2000 Wh
প্রতিদিন ব্যয়িত তড়িৎশক্তির পরিমান= (900+2000)Wh = 2900 Wh
একমাসে বা 30 দিনে ব্যয়িত তড়িৎশক্তির পরিমান= (30 x 2900) Wh = 87000 Wh = 87 kWh
একমাসে বিদ্যুতের জন্য খরচ হবে= (87 x 5) টাকা = 435 টাকা।
4.7 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র গুলি লেখ। ভাস্কর বাতির চেয়ে এল ই ডি (LED) বাতি ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো।
উত্তরঃ- ⬕ তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রঃ ১) কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল বর্তমান থাকে। ২) আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বকপ্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হয়।
⬕ এল ই ডি (LED) বাতির ক্ষেত্রের জোগান দেওয়া তড়িৎ শক্তির বেশিরভাগটা আলোক শক্তিতে পরিণত হয়, খুব কম পরিমাণ শক্তি তাপে রূপান্তরিত হয়। এগুলিতে কোনো ফিলামেন্ট না থাকায় কম পরিমান তড়িৎশক্তি ব্যয় হয় কারণ কম পরিমান তড়িৎশক্তি, তাপ শক্তিরূপে নষ্ট হয়।
4.8 তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92 টি মোট প্রোটন ও 143 টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস।
উত্তরঃ- ⬕ তেজস্ক্রিয় পরমানুটির পরমানু ক্রমাঙ্ক = 92; ভরসংখ্যা = 235
তেজস্ক্রিয় পরমানুটি থেকে একটি আলফা কণা নির্গত হলে পরমানু ক্রমাঙ্ক 2 একক কমে এবং ভরসংখ্যা 4 একক কমে। অতএব, নতুন পরমানুটির কেন্দ্রকে প্রোটন থাকবে 90 টি এবং ভরসংখ্যা হবে 231।
অতএব, নতুন পরমাণুটির কেন্দ্রকে নিউট্রন থাকবে =(231-90)=141 টি।
⬕ নক্ষত্রের শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন বিক্রিয়া।
4.9 পর্যায় সারণী রচনায় মেন্ডেলিফের অবদান লেখো।
উত্তরঃ- 1869 খ্রিষ্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেণ্ডেলিভ মৌলগুলির পারমানবিক ওজন, ঘনত্ব , গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রভৃতি ভৌতধর্ম এবং বিভিন্ন রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে পর্যায় সূত্র ও পর্যায় সারণি প্রকাশ করেন। তার সময় পর্যন্ত জানা মোট 63 টি মৌলকে তাদের ধর্ম অনুযায়ী পর্যায় সারণি প্রকাশ করেন।
পরে তিনি 1871 খ্রিষ্টাব্দে সারণিটিকে পরিবর্তিত আকারে প্রকাশ করেন। এই সারণি প্রকাশ করার সময় নিস্ক্রিয় গ্যাসগুলি আবিস্কৃত হয়নি। সেজন্য তার সারণিতে শূন্য শ্রেণি ছিল না, যেখানে পরবর্তীকালে আবিস্কৃত নিস্ক্রিয় গ্যাসগুলিকে স্থান দেওয়া হয়েছে। । তাছাড়া অনাবিস্কৃত মৌলগুলির জন্য নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখা হয়েছিল। এই মৌলগুলি আবিস্কৃত হলে মৌলগুলির ধর্ম কেমন হবে সে সম্পর্কেও মেণ্ডেলিভ ভবিষ্যদবাণী করেন। পরবর্তিকালে মৌলগুলি আবিস্কৃত হওয়ার পর তার ভবিষ্যদবাণী সঠিক বলে প্রমানিত হয়।
অথবা
কোন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়? দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও
উত্তরঃ- পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারঃ পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্তম ইলেকট্রন কক্ষের সম্ভাব্য দূরত্বকে, ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। শ্রেণিবরাবর উপর থেকে নিচে পারমানবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম C < Si < Ge
4.10 দুই শ্রেণীর তড়িৎবিশ্লেষের উল্লেখ করো, এদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে।
উত্তরঃ- তড়িৎবিশ্লেষ্য পদার্থ সাধারনত দুই ধরনের ১) তীব্র তড়িৎবিশ্লেষ্য ২) মৃদু তড়িৎবিশ্লেষ্য
তীব্র তড়িৎবিশ্লেষ্য এবং মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্যঃ
তীব্র তড়িৎবিশ্লেষ্য | মৃদু তড়িৎবিশ্লেষ্য |
যেসব যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয়, তাদের তীব্র তড়িৎবিশ্লেষ্য বলা হয়। | যেসব যৌগ জলীয় দ্রবণে আংশিকভাবে বা সামান্য পরিমাণে বিপরীতযুক্ত আয়নে বিয়োজিত হয়, তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। |
জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। | জলীয় দ্রবণে আংশিকভাবে বা সামান্য পরিমাণে বিয়োজিত হয়। |
উদাহরণঃ HCl, NaCl, NaOH | উদাহরণঃ HCOOH, CH3COOH, NH4OH |
4.11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ । এই পদ্ধতির শর্তগুলি লেখ।
উত্তরঃ- হেবার পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন করা হয়।
অ্যামোনিয়ার প্রস্তুতির শমিত রাসায়নিক সমীকরনঃ
N_2(g)+3H_2(g)\xrightarrow[200atm]{Fe_2O_3/550^0C}2NH_3+95\;kJ
অ্যামোনিয়ার প্রস্তুতির প্রয়োজনীয় শর্তঃ
(i) উষ্ণতাঃ 5500C উষ্ণতার প্রয়োজন।
(ii) চাপঃ 200 atm চাপে বিক্রিয়াটি ঘটানো হয়।
(iii) অনুঘটকঃ অনুঘটক হিসেবে ফেরিক অক্সাইড (Fe2O3) ব্যবহার করা হয়।
(iv) উদ্দিপকঃ পটাশিয়াম অক্সাইড (K2O) ও অ্যালুমিনিয়াম অক্সাইড (Al2O3) উদ্দিপক হিসেবে ব্যবহার করা হয়।
(v) বিক্রিয়কঃ এক আয়তন নাইট্রোজেন ও তিন আয়তন হাইড্রোজেন।
4.12 একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে হাইড্রোকার্বনটি কি? বিক্রিয়াটির প্রথম ধাপের রাসায়নিক সমীকরণ লেখ। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ কর।
উত্তরঃ- হাইড্রোকার্বনটি হল মিথেন।
বিক্ষিপ্ত সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো হয়।
CH_4 \xrightarrow[বিক্ষিপ্ত \;সূর্যালোক]{Cl_2}CH_3Cl
মিথেন জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
অথবা
এলপিজি এর শিল্প উৎস কি? অ্যাসিটিক অ্যাসিড ও পলি টেট্রা ফ্লুরো ইথিলিন এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো।
উত্তরঃ- অপরিশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতনে 25oC পর্যন্ত পাতিত অংশে প্রাপ্ত পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন। এছাড়া এতে সামান্য মিথেন, ইথেন ও প্রোপেন থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়। এই তরলকে LPG বলা হয়।
অ্যাসিটিক অ্যাসিড কৃত্রিম সিল্ক উৎপাদনে ব্যবহৃত সেলুলোজ অ্যাসিটেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
পলি (টেট্রাফ্লোরোইথিলিন) বা টেফলন তড়িৎ সামগ্রির উত্তম অন্তরক হিসাবে ব্যবহৃত হয়।
ঙ বিভাগ
কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন চারটি)।
5.1 ফসিল জ্বালানি পোড়ালে বায়ুমন্ডলের কোন গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ বাড়ে।
উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড।
5.2 STP তে 32 g O2 গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কত?
উত্তরঃ- RT
5.3 একমুখী প্রবাহ কি?
উত্তরঃ- যদি একটি পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে সেই তড়িৎপ্রবাহকে একমুখী প্রবাহ বা সমপ্রবাহ বলে।
5.4 তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন পরমাণুর সৃষ্টি হয় না।
উত্তরঃ- গামা রশ্মি।
5.5 দুটি কার্বন পরমাণু যুক্ত একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের গঠন সংকেত অঙ্কন কর।
উত্তরঃ-

6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন তিনটি)।
6.1 গৃহস্থ বাড়ির ওয়ারিং এ অন্তরক পদার্থের গুরুত্ব কি?
উত্তরঃ- অন্তরক পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। গৃহস্থ বাড়ির ওয়ারিং এ হাত দিলে যাতে শর্ট না লাগে তার জন্য অন্তরক পদার্থ ব্যবহার করা হয়।
6.2 অবতল লেন্সকে অভিসারী না অপসারী লেন্স বলা হয় যুক্তিসহ উত্তর দাও।
উত্তরঃ- অবতল লেন্সে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় অপসারী গুচ্ছে পরিণত হয় বলে, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।
6.3 ফেরাস সালফাইডে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখ।
উত্তরঃ- ফেরাস সালফাইডে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়।
FeS + H2SO4 = FeSO4 + H2S
6.4 প্যাকেজিংয়ের কাজে কাগজের ব্যবহারের পক্ষে দুটি যুক্তি দাও।
উত্তরঃ- প্যাকেজিংয়ের কাজে কাগজের ব্যবহারের পক্ষে দুটি যুক্তিঃ
১) কাগজ জৈব বিশ্লেষ্য পদার্থ যা শজের অণুজীবের দ্বারা বিয়োজিত হয়।
২) কাগজ পরিবেশ দূষণ ঘটায় না।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট